নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

এ যে নয় কো বিষাদ ! এ যে বিরহ কথন ! অজস্র স্মৃতিচারণ ।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৯

নৈঃশব্দ্যের স্তব্ধতা একাকীত্বের বীজ বুনে যায়
সুনিপুণ কারুকার্যে ।
তিমির রাত , তৃষিত মন
জাগিয়ে রাখে আমায় মধ্য রাতে ।
জাগিয়ে তোলে অসংখ্য নিউরন
যারা ঘুমিয়ে ছিল দিনের আলোয় ।
ফুঁপিয়ে কেঁদে ওঠে অতি সূক্ষ্ম অনুভূতি গুলো ,
গর্জে ওঠার সাধ্য নেই
তবুও চাপা সুরে গেয়ে যায় বেহালায় বেজে বেজে ।
এ যে নয় কো বিষাদ !
এ যে বিরহ কথন , বিরহ গাঁথা ,
অপরিমেয় ভালোবাসায় গড়ে ওঠা জমায়িত কিছু শব্দ কথন আর
হৃদয় মাঝে তিল তিল করে বেড়ে ওঠা
অজস্র স্মৃতিচারণ ।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:১০

বনমহুয়া বলেছেন: একাকী স্মৃতিচারণ কবিতা। ভালো লাগলো।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । :)

২| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

কল্লোল পথিক বলেছেন:






দিলেন তো মনটা খারাপ করে!
বিষাদ মাখা জীবনের দারুন কবিতা।
কবিতায়+++++++++++++

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । কিন্তু এতো বিষাদ না বিরহ ... :D

৩| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: ভালো লাগলো।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৪| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: আচ্ছা স্মৃতিগুলো প্রায় বিষাদময় হয় কেনো? অতীতের বিরহের ভাবনা ভাবতে গিয়ে কি কোনো ভালোলাগা কাজ করে? সবাই দেখি বিরহের সমুদ্রে ডুব দিতে ভালোবাসে! এতে কি শুধুই কষ্ট পাওয়া, নাকি অন্যরকম কিছু ভালো লাগা কাজ করে?



২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: এতো বিষাদ নয় , বিরহ অথবা স্মৃতিচারণ । বিরহকে বিষাদ ভেবে অনেকেই ভুল করে । :D

আসলে , স্মৃতিচারণে অন্য রকম একটা ভালো লাগা আছে । আর বিরহেও রয়েছে গভীর ভালোবাসা ।

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: গর্জে ওঠার সাধ্য নেই
তবুও চাপা সুরে গেয়ে যায় বেহালায় বেজে বেজে। বাস্তবিক এ যে বিরহ কথন , বিরহ গাঁথা।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অগ্নি । অনেক ভালো থাকবেন ।

৬| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:০৩

উল্টা দূরবীন বলেছেন: অপরিমেয় ভালোবাসায় গড়ে ওঠা জমায়িত কিছু শব্দ কথন আর
হৃদয় মাঝে তিল তিল করে বেড়ে ওঠা
অজস্র স্মৃতিচারণ

স্মৃতিরা ঘুনপোকার মত।

অসাধারণ কবিতা অনেক ভালো লেগেছে।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: " স্মৃতিরা ঘুণপোকার মত" --- হতে পারে । তবে আমার কাছে স্মৃতিরা মধুর ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৭| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১০

রানার ব্লগ বলেছেন: অজস্র স্মৃতিচারণ

সৃতি নিয়ে অনেক ভেবেছি, আমার হাতে একটা ডিলিট অপশন থাকলে ভালো হতো। এক নিমিষেই মুছি দিতাম ।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , মুছতে চাইলেই যায় না মোছা । আমার কাছে স্মৃতিরা মধুর , স্মৃতিচারণে আনন্দ । :)

অনেক ভালো থাকবেন ।

৮| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:২৫

জেন রসি বলেছেন: হারিয়ে ফেলা কিংবা স্পর্শ না করতে পারার বোধ থেকেই বিরহের জন্ম। কবিতা ভালো লেগেছে আপু।

২৭ শে মে, ২০১৬ রাত ৩:৩২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি । মন্তব্যে অনেক ভালো লাগা রইল ।

৯| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৯

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাটি...
শুভকামনা...

২৭ শে মে, ২০১৬ রাত ৩:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । ভালো থাকবেন সবসময় ।

১০| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:০৪

মহা সমন্বয় বলেছেন: অপরিমেয় ভালোবাসায় গড়ে ওঠা জমায়িত কিছু শব্দ কথন আর
হৃদয় মাঝে তিল তিল করে বেড়ে ওঠা
অজস্র স্মৃতিচারণ ।


চলুক স্মৃতিচারণ .... অজস্র ভাল লাগা রইল। :)

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

১১| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

লক্ষ্মীছেলে বলেছেন: কবিতায় অনেক অনেক ভালো লাগা রইলো ...।। বিশেষ করে আপনার এই মন্তব্য টি __

বিরহকে বিষাদ ভেবে অনেকেই ভুল করে । আসলে , স্মৃতিচারণে অন্য রকম একটা ভালো লাগা আছে । আর বিরহেও রয়েছে গভীর ভালোবাসা । +++++++++++++++++++++++++

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । সব সময়ই দেখেছি মানুষ এই বিষাদ আর বিরহকে এক করে ফেলে ... অথচ দুটা দুই রকম ।

ভালো থাকবেন লক্ষ্মীছেলে ।

১২| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম দিকের লেখাগুলোতে কিছু কিছু বানান ভুল পেতাম। এটাতে একটিও নেই বলে প্রথমেই অভিনন্দন জানিয়ে শুরু করছি। পুরনো কোন লেখার উপর মন্তব্যে আপনি জানিয়েছিলেন শুদ্ধ বানানের প্রতি আপনার অনুরাগের কথা, আপনার একনিষ্ঠ একাগ্রতার কথা। সে কথাটা মনে আছে বলেই এ কথাটা বললাম।
খুব অল্প কথায়, সুন্দর শিরোনামে এবং সুন্দর বিন্যাসে আপনি একটা সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রথম চরণটাই নৈঃশব্দ্যের, স্তব্ধতার, একাকীত্বের, আত্মোপলব্ধির যে আবহ সৃষ্টি করেছে, সে আবহে পুরো কবিতা আচ্ছাদিত রয়ে গেছে- নৈঃশব্দ্যের স্তব্ধতা একাকীত্বের বীজ বুনে যায় ... কবিতায় ব্যক্ত বিরহ বেদনার অনুভূতিগুলো এতই নৈপুন্যের সাথে বিবৃত হয়েছে যে আমি নিশ্চিত তা পড়ে অনেক পাঠকের মনেই বিরহ বেদনার মধুর স্মৃতি কুন্ডলী পাকিয়ে উঠবে।
আসলে , স্মৃতিচারণে অন্য রকম একটা ভালো লাগা আছে । আর বিরহেও রয়েছে গভীর ভালোবাসা - আপনার এ প্রতিমন্তব্যটা (৪ নং এর উত্তরে) খুব ভালো লেগেছে। আপনার ভাবনা ও বোধের সাথে আমি একমত।
ভালো থাকুন গুলশান কিবরীয়া, আগামীতে এরকম আরও অনেক কবিতা পড়তে চাই আপনার পাতায়। পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা রইলো।

২৯ শে জুন, ২০১৬ রাত ১০:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: সবার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই । বানান ভুল যদি কিছু ঠিক হয় তা এখানে কিছুটা লেখালেখি করার ফলে হয়েছে আর আপনারই মত আরও কিছু সুহৃদয়বান ব্লগারদের জন্য এটা হয়তো সম্ভব হয়েছে ।

অনেক ভালো লাগলো কবিতাটি পড়ার জন্য এবং অত্যন্ত মূল্যবান কিছু কথা রেখে যাওয়ার জন্য । আসলেই আমার কাছে বিরহ আর বিষাদ দুটোকেই ভিন্ন মনে হয় । বিরহের মাঝে একটি শীতল শিরশিরে মধুর আবেগ থাকে আর বিষাদে রয়েছে খড়খড়ে রুক্ষ মরুভূমির হাহাকার ।

দুঃখিত দেরি করে উত্তর দেয়ার জন্য । আপনাকেও পবিত্র রমজানের শুভেচ্ছা । অনেক দিন আপনার লেখা পড়া হয়নি , সময় সুযোগ মত যাব আপনার ওদিকটায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.