নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

যেন থাকি বইয়ের ভাঁজে ভাঁজে

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬



একেকটি বই যেন অনেক জীবনের জীবন্ত কথন !
যেন , বুকশেলফে সাজানো রয়েছে অনেক গুলো দীর্ঘশ্বাস !
ইচ্ছে হয় হারিয়ে যাই নিভৃতে ;
বুক ওয়ার্ম হয়ে লুকিয়ে থাকি বইয়ের ভাঁজে ভাঁজে
কখনো মনে হয় বইয়ের ভিতরের জীবনে বিলীন হয়ে যাই ;
কাটিয়ে দেই হাজার হাজার বছর
নামহীন কোন কবিতার চরণে থেকেও অমর হতে চাই ;
দীর্ঘশ্বাস নিয়েও হতে চাই শুধুই একটি চন্দ্রবিন্দু
তবুও মনে হয় -
যেন থাকি বইয়ের ভাঁজে ভাঁজে ।

ছবি ঃ নেট থেকে


মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ ভালোই তো! আমারও এইরকম ইচ্ছে হয় মাঝে মাঝে।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: খুবই ভালো ইচ্ছা । :D

২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:



পোস্টের ছবিটা দেখেই মুগ্ধ হয়ে গেলাম
ছবিটাই অনেক কথা কয় ।
লিখাগুলি আরো ভাল
শুভেচ্ছা রইল ।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: এই ছবিটা আমার খুবই প্রিয় , অনেক আগে সংগ্রহে ছিল । ছবি দেখেই লেখার উৎসাহ পাই । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
শুভ কামনা রইল ।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার জন্যও রইল অনেক শুভকামনা ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পোকা হবো আমিও।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , সেটাই ভালো , সারা দিন বইয়ের ভেতরে থাকা যাবে ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নামহীন কোন কবিতার চরণে থেকেও অমর হতে চাই ;
দীর্ঘশ্বাস নিয়েও হতে চাই শুধুই একটি চন্দ্রবিন্দু
তবুও মনে হয় -
যেন থাকি বইয়ের ভাঁজে ভাঁজে ।

অসাধারন !

মুগ্ধতা +++++++++++++++

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । আপনার মোট কবির মুগ্ধতায় ভালোলাগা দ্বিগুণ হয় । অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
+।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন সবসময় ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

এ.এস পার্থ বলেছেন: ইচ্ছে করে সত্যিই যদি হারিয়ে যেতে পারতাম আর থাকতে পারতাম প্রতিটি বইয়ের ভাঁজে ভাঁজে জিবনটা অন্যরকম হতো

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২১

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই তাই , এরকম হলে সত্যিই দারুণ হতো । ধন্যবাদ আপনাকে ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মনিরা সুলতানা বলেছেন: একদম মনের কথা, অসাধারন লেখা!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । :D

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ধ্রুবক আলো বলেছেন: যেন থাকি বইয়ের ভাজে ভাজে, বাহ দারুন

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য , ভালো থাকুন । শুভেচ্ছা ...

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাহ! ছবিটা দেখে ভালো লাগলো। যেকোন বই প্রেমী মুগ্ধ হবে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: ছবিটি ভালো লাগার জন্য ধন্যবাদ । অনুভূতির অক্ষরগুলো কি ভালো লাগে নি ? না লাগলেও সমস্যা নেই ।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার ইচ্ছা।
এমন হলে ভালোই হত।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই , বইয়ের ভিতরে একটা ঘর বানাতে পারলে ভালো হতো । :D

১২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: ছবিটা এমন মিললো কীভাবে! :-/ নাকি ছবি অবলম্বনেই কবিতা লিখেছেন?

কবিতা ভালো হৈছে।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

গুলশান কিবরীয়া বলেছেন: ঠিক ধরেছেন , অনেকটা সেরকমই । অনেক অনেক ধন্যবাদ আপনাকে । :D

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩

মাদিহা মৌ বলেছেন: ইয়াল্লা! এটা তো আমি! আপনি কই পেলেন? ক্যাম্নে জানলেন? :P

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭

গুলশান কিবরীয়া বলেছেন: তাই নাকি ? আপনিও বইয়ের পোকা ? হা হা হা :D

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ । অনেক ভালো থাকবেন ।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৮

বিজন রয় বলেছেন: মানুষের জীবনটাই একটি উপন্যাস। দিনের পর দিন পাতা উল্টিয়ে যাওয়া।

ভাললাগা রেখে গেলাম।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন । :)

১৬| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বই মানুষের এক মাত্র বন্ধু যে কখনো ফাঁকি দেয় না ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

গুলশান কিবরীয়া বলেছেন: সত্যিই তাই , আমারও তাই মনে হয় । অনেক ধন্যবাদ সাধু ... :)

১৭| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: ছবিটি সুন্দর!!

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

গুলশান কিবরীয়া বলেছেন: একদম ঠিক বলেছেন । আমারও খুব পছন্দের এই ছবিটি । :D

১৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: দেশে আসবেন না?

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: আসছিলাম তো শর্ট টাইমের জন্য , আবার ব্যাক করেছি ।

১৯| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: তাই নাকি, টের পেলাম না।
পরের বার এলে জানাবেন।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: জানাবো । একবার ঠিক করেছিলাম প্রিয় ব্লগারদের সাথে দেখা করবো , কিন্তু হলো না । পরবর্তীতে এরকম একটা পদক্ষেপ নেবো ভাবছি । :D

২০| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: লেখা এবং ছবির দারুন কম্বিনেশন । ++++++

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফাতিমা । শুভকামনা রইল আপনার জন্য । :)

২১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা...

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে অদৃশ্য । ভালো থাকবেন । :)

২২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

প্রামানিক বলেছেন: ইচ্ছে হয় হারিয়ে যাই নিভৃতে ;
বুক ওয়ার্ম হয়ে লুকিয়ে থাকি বইয়ের ভাঁজে ভাঁজে
কখনো মনে হয় বইয়ের ভিতরের জীবনে বিলীন হয়ে যাই ;
কাটিয়ে দেই হাজার হাজার বছর


অসম্ভব ভালো লাগল। ধন্যবাদ বোন গুলশান কিবরীয়া।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ ছন্দের যাদুকর প্রমানিক ভাইকে । অনেক অনেক ভালো থাকবেন ।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবের নিগড়ে বাপু
খেললে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ বাহ !! কি সুন্দর করে কথা বলে -- আমি ছন্দে খুবই কাঁচা আর আমি কোন কবি না আমি শুধুই ছবি । ;)

২৪| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২২

মহা সমন্বয় বলেছেন: আমিও যদি সারাজীবন বইয়ের ভাঁজে ভাঁজে কাটাতে পাড়তাম তাহলে ভাল হত। :)
কিন্তু সমস্যা হচ্ছে আমি বেশীক্ষণ বই পড়তে পারি না ঘুমে ধরে। |-)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা ; তাহলে ঘুমান । বইয়ের ভাঁজে ভাঁজে ঘুমিয়ে থাকুন ।

২৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৯

fa siam বলেছেন: চমৎকার

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

রানার ব্লগ বলেছেন: বই পোকাদের শুভেচ্ছা !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: আপনি কি বই পোকা না ঊই পোকা ?

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

তামান্না তাবাসসুম বলেছেন: ছবি টা দেখেই কি এই অসাধারন লাইন গুলো মাথায় আসলো? নাকি লেখার পর ছবি সংগ্রহ?

ভাল লাগা রেখে গেলাম :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: আসলে , ছবিটা প্রথমে পেয়েছি , তারপর মনে হয়েছে । :D

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

জেন রসি বলেছেন: এই ক্ষুদ্র জীবনে একসাথে অনেক কিছুর স্বাদ নিতে গেলে বই পড়ার কোন বিকল্প নেই।

কবিতা ভালো লেগেছে আপু।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই তাই ।

আমাদের জীবনটা এত ক্ষুদ্র যে পছন্দের বই গুলো সব পড়ে শেষ করা জাবে না এই এক জীবনে , তাই মনে হয় অন্য কাজ বাদ দিয়ে শুধুই যদি পড়তে পারতাম !!!

অনেক ধন্যবাদ আপনাকে ।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: একেকটি বই যেন অনেক জীবনের জীবন্ত কথন !
যেন , বুকশেলফে সাজানো রয়েছে অনেক গুলো দীর্ঘশ্বাস !

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,




পোস্টের ছবি আর শিরোনামটি দেখে শুধু এটুকুই বলা --------
রুটি, মদ ফুরিয়ে যাবে,প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় ........।

১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ বলেছেন । সতিই তাই ...

দুঃখিত অনেক দেরি করে উত্তর দেবার জন্য ।
অনেক দিন পরে ব্লগে আসলেম ।

৩১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৮

শামীম আরেফীন বলেছেন: যদি বই হতাম, পৃষ্ঠার পর পৃষ্ঠা মেলে হয়ত কেউ পড়ত। অথচ মানুষ হলাম, কেউ পড়তে পারে না

লেখাটা সুন্দর হয়েছে। শুভ কামনা রইল

১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা । ভালো থাকবেন ।

৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুলশান কিবরিয়া
দারুণ এক কবি
ছল করে বলে
আমি কবি নই ছবি।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , আমি তো ছবিই আপনাদের কাছে । এ যাবত কাল আমার ছবিই শুধু দেখেছেন ।

কেউ কবি বললে আমার দারুণ লাগে ; ফাও ফাও কবি নাম শুনলাম আরকি ... হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.