নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

খুঁজে ফেরে হাজার বছরের সেই চেনা মুখ

৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৬



প্রহর গড়ায় ! অজস্র প্রহর !
নিরন্তর ধাবমান এই অসমাপ্ত প্রহর ;
তবুও অপেক্ষায় যাপিত হয়
নিরাশ জীবন ।

ফিকে হয়ে যাওয়া পুরনো চিঠির পাতায়
লুকিয়ে থাকে হারানো কথা
পুরনো সুর বাজে হৃদয়ে ;
শিরায় শিরায় ।

ভেবেছিল মন দেখা হবে তার সাথে
বালু নদীর তীরে ,
অপেক্ষমাণ চঞ্চল হৃদস্পন্দনে
খুঁজে ব্যকুল অন্বেষী চোখ ।

একটি বিকেল নিভে যায় সন্ধ্যায়
আঁধার নামে পৃথিবীর বুকে
নিভে যায় সব আলো
বেঁচে থাকে টিম টিম করে প্রত্যাশার দীপ ।

দেখা হয়নি চোখে চোখ পেতে
কথা হয়নি হাতে হাত রেখে
জানা হয়নি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
তবুও কাঁটা হয়ে বিঁধে রয় বুকে
হাজার বছরের সেই চেনা মুখ ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৯

এম এ কাশেম বলেছেন: দেখা হয়নি চোখে চোখ রেখে
কথা হয়নি হাতে হাত রেখে
জানা হয়নি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
তবুও কাঁটা হয়ে বিঁধে রয় বুকে
হাজার বছরের সেই চেনা মুখ । ........ ..... আহারে নিয়তি!

ভাল লেগেছে কবি।

শুভ কামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ারা জন্য । :)

অনেক ভালো থাবেন ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



মানুষের হৃদয়ে ভালোবাসা আসে, মানুষ ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধতে চায়, এটা স্বাভাবিক ; ভালোবাসার মানুষকে না পেলে জীবন দু:খে ভরে যায়

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো আছেন তো ??

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: বহুদিন পর আপনার লেখা পড়লাম।

ভাল আছেন তো।

কথা হবে।
ভাল থাকুন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: ভালো আছি । আপনি কেমন আছেন ? আসলে সময়ই হয় না । আজ ছুটি নিয়েছি , ব্লগে থাকবো বলে :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নস্টালজিক কবির কাব্যে না পাওয়ার আক্ষেপ !
বড্ড ভাল লাগলো।
ইয়ে আপনার কবিতা প্রথম পড়লাম মনে হয়।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , অনেক ধন্যবাদ ।

আপনাকেও মনে হয় আমার ব্লগে প্রথম দেখছি !!! ;)

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

জেন রসি বলেছেন: সহজ, সুন্দর এবং স্পষ্ট। :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: আমি সহজ সরল মানুষ , যা বলি স্পষ্টই বলি । B-)

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর শব্দে চমৎকার কারুকাজ । ভাল লেগেছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ কবি । কবির কাছ থেকে প্রশংসা শুনতে সত্যি ই খুব ভালো লাগে ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর । অনেক অনেক শুভেচ্ছা ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

ঋতো আহমেদ বলেছেন: তবুও কাঁটা হয়ে বিঁধে রয় বুকে
হাজার বছরের সেই চেনা মুখ..

শেষটা খুব ভাল লেগেছে। শুভ কামনা

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য আর সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন । :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য । ভালো থাকবেন ।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,



সহজ শব্দে গাঁথা হৃদয়ে বেজে যাওয়া ব্যথার সুর ।
কবিতার এমন সুরের সাথে মিলিয়ে "শেষের কবিতা" থেকে এমন লাইন দু'টো তুলে দিতেই হলো ----
বিচ্ছেদের হোমবহ্ণি হতে
পূজামূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস , আপনার উপস্থিতি দারুণ ভাবে কাম্য থাকে সব সময় ।

আর রবীন্দ্রনাথ সব সময়ই অনেক প্রেরণার । তার " শেষের কবিতা" থেকে বুঝেছি বিচ্ছেদের একটা আলাদা সুখ আছে , অন্য রকম প্রেম আছে । হয়তো বিচ্ছেদেই প্রেম বেঁচে থাকে , মিলনে নয় ।

অনেক অনেক ভালো থাকবেন ।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: কবিতায় বিষন্নতার সুর :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

গুলশান কিবরীয়া বলেছেন: আমি একে বিষণ্ণতা বলবো না । এর নাম প্রগাঢ় প্রেম ।

অনেক ধন্যবাদ আপনাকে । :)

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:
কেমন যেনো একটু মন খারাপ হলো যেনো!
বিষণ্ন কবিতায় ভালো লাগা রইল।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , দুঃখের কিছু নাই , মন খারাপেরও কিছু নাই । একে আমি বিষণ্ণতা বলি না --- একে বলি গভীর প্রেম বোধ । এটা বিরহের কবিতা ।

বিরহ আর বিষণ্ণতা একেবারেই আলাদা আলাদা অর্থবোধক শব্দ ।

বিরহে হৃদয় ডাণ্ডা শীতল বাতাসে শির শির করে কাঁদে ; স্মৃতিকাতর হয়ে মনের মানুষটির কথা ভাবে অনেকটা সময় । আর বিষণ্ণতা হলো মরুভূমির খড়খড়ে বাতাস , যেখানে লাবণ্যতা নেই , নেই প্রেমবোধ । বিষণ্ণতায় কিছু উৎপাদন হয় না ; নিষ্ফল নিরাশ থাকে মন । আর বিরহ উৎপাদনশীল , বিরহ ব্যথার চালিকা শক্তি অনেক --- এখানে কবির জন্ম হয় ; কবিতার জন্ম হয় ।

অনেক ধন্যবাদ প্রিয় আরজু পনি । :)

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৫

আনিসা নাসরীন বলেছেন: দেখা হয়নি চোখে চোখ রেখে
কথা হয়নি হাতে হাত রেখে
জানা হয়নি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
তবুও কাঁটা হয়ে বিঁধে রয় বুকে
হাজার বছরের সেই চেনা মুখ ।


- অসাধারণ

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । অনেক ভালো থাকবেন ।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০

আলভী রহমান শোভন বলেছেন: অনেক সুন্দর, আপুনি ! :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । :)

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৭

লিট্রিমিসটিক বলেছেন: কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। মর্ম ছোঁয়া। অনেক ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

গুলশান কিবরীয়া বলেছেন: কেন অপ্রস্তুত ??

ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

গেম চেঞ্জার বলেছেন: দেখা হয়নি চোখে চোখ রেখে
কথা হয়নি হাতে হাত রেখে
জানা হয়নি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
তবুও কাঁটা হয়ে বিঁধে রয় বুকে
হাজার বছরের সেই চেনা মুখ ।


মেটাফোরিক মনে হলো! হাজার বছরের চেনা অথচ কথা হয়নি, জানা হয়নি। :|| এ তো নিজের ভেতরের মানুষটাকে জানা ও চেনার ব্যাপার!! আমার তো তাই মনে হলো। :)


অনেক দিন পর লিখলেন! খুব ভাল লাগল এটাও! (+)

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ গেমু ।

আমার লেখা আমি লিখলাম ; এখন বাকিটা পাঠিকের ব্যাপার --- যার যেমনটা খুশী ভাবতে পারে ।লেখায় রহস্য থাকা ভালো , এতে করে পাঠকের মস্তিষ্ক সঞ্চালন বাড়ে । পাঠক নিজের মত করে ভাবে , নতুন আবহ আর নতুন কল্পনার জায়গা তৈরি হয় ।

আসলেই অনেক দিন পর পর আসতে হয় । ভীষণ দরিদ্র হয়ে গেছি --- সময়ের টানা-পড়েনে আছি ।

ভালো থাকবেন ।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত পরে কাব্য লিখলে
কেমনে মনে রাখি,
গত পোস্টেও ছিলনা আমার
কমেন্ট করা বাকি :-P :-P

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: সময় নাই তো ; কি করা । আজ ছুটি নিলাম ব্লগে পরে থাকবো বলে । :P

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার লেগেছে কবিতাখানি।

শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ উল্টা কবি । :D

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: যারা হৃদয়ে এমন কোন চেনামুখ ঢেকে রাখেন, তারা আপনার এ কবিতা পড়ে অভিভূত না হয়ে পারেন না।
তবুও অপেক্ষায় যাপিত হয় নিরাশ জীবন - Sigh, sigh!
আর বিরহ উৎপাদনশীল , বিরহ ব্যথার চালিকা শক্তি অনেক --- এখানে কবির জন্ম হয় ; কবিতার জন্ম হয় - কথাটা চমৎকার বলেছেন আরজু পনি'র (১৪ নং) মন্তব্যের উত্তরে।
@চাঁদগাজী, আপনার এ মন্তব্যটাই (২ নং) যেন ছোট্ট একটা কবিতা হয়ে ফুটে রইলো কবির পাতায়!

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.