নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ হৃদয় চিরে উড়িয়ে দিয়েছি কষ্ট পাখী ,
উড়ে যায় কষ্ট পাখী দূর অজানায় ...
দীর্ঘশ্বাসে বায়বীয় হয় নীল কষ্ট ,
ভেসে ভেসে যায় সুদূর নীলিমায় মেঘর সাথে ।
আজ অনেক রঙে রাঙিয়ে দিলাম জীবনটাকে ,
জীবন তো নয় শুধু সাদা আর কালোর একঘেঁয়েমি
অথবা নিদারুণ নীল কষ্টের পরিবেষ্টন ,
জীবন - সে তো রংধনু !! রং আর রং এর মেলা ,
আর উজাড় করে বিলিয়ে দেয়া ।
কখনো বৃষ্টি ; কখনোবা রোদ ,
কখনো শৈত্যপ্রবাহ ; কখনোবা প্রলয় ঝর ,
জীবন তো এমনই হয় জীবনেরই মত ।
কি যেন এক পরশ পাথর ছুঁয়ে গেছে সহস্র ঘৃণার অন্তঃপুরে আজ !
ভালোবাসায় পরিপূর্ণ হলো এ জীবন নদী ।
দু'হাত স্ফীত করে বাড়িয়ে দিলাম জীবনীশক্তি
অতঃপর , অস্তিত্বের পরিচয় হয় আলোর সাথে ।
ঠিক তখনি জেনেছি আমি আছি ,
আমি আছি , আমি আছি !
আমি আজও নিঃশ্বাস নেই , এই ধরাতলে ।
ছবি সূত্রঃ গুগোল ইমেজ
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য । জি ঠিক করে নিচ্ছি ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
শায়মা বলেছেন: এত হাসিখুশি সুখী আপুটা কষ্টের কবিতা লিখেছো কেনো?
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬
গুলশান কিবরীয়া বলেছেন: দুঃখ কষ্ট মিলে মিশেই তো মানুষের জীবন আপু । আর এটা কিন্তু কষ্টের কবিতা নয় , কিছুটা ইন্সপাইরেশনাল , এগিয়ে চলার কবিতা । ধন্যবাদ আপু মন্তব্যের জন্য । দুঃখিত দেরি করে উত্তর দেবার জন্য ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ অনেক ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩০
মহা সমন্বয় বলেছেন: হ্রদয় ছুঁয়ে যাওয়া কবিতা, কিন্তু কথা হচ্ছে আমার জীবনে কোন রংধনু নেই যা আছে সব বজ্রপাত।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা হা , কেন ? শুধু বজ্রপাত কেন ? বজ্রপাত থেকে বেরিয়ে আসুন ।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: জীবন - সে তো রংধনু !! রং আর রং এর মেলা ,
আর উজাড় করে বিলিয়ে দেয়া ।
কখনো বৃষ্টি ; কখনোবা রোদ ,
কখনো শৈত্যপ্রবাহ ; কখনোবা প্রলয় ঝর ,
জীবন তো এমনই হয় জীবনেরই মত - খুব সুন্দর বলেছেন!
জীবনের দর্শন,
দেখি কবিতায় তার প্রতিফলন!
দ্রষ্টব্যঃ যতিচিহ্ন আর অক্ষরের মাঝে কোন স্পেস হয় না।
টাইপোঃ মেঘর < মেঘের? (জানিনা, আপনি আসলে "মেঘর"ই লিখতে চেয়েছেন কিনা, তাই প্রশ্নবোধক চিহ্ন দিলাম)
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , দুঃখিত দেরি করে উত্তর দেবার জন্য । আসলে ব্লগে কেন জানি আসাই হয় না ।
দেখি সব এডিট করে ঠিক করে নেব ।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,
অনেকদিনের পরে
এলেন কষ্টের পাখি উড়িয়ে ।
জীবনটাই অমন । খনেক হাসি , খনেক কান্না মেশানো এক রংধনু ।
এর মাঝেই এটাই ধ্রুব সত্য - আমি আছি , আমি আছি !
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । আজকাল খুব একটা আসা হয় না এখানে । খুব শিগগিরি নিয়মিত হবো আশা করি ।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
অগ্নি সারথি বলেছেন:
দু'হাত স্ফীত করে বাড়িয়ে দিলাম জীবনীশক্তি
অতঃপর , অস্তিত্বের পরিচয় হয় আলোর সাথে ।
ঠিক তখনি জেনেছি আমি আছি ,
আমি আছি , আমি আছি !
আমি আজও নিঃশ্বাস নেই , এই ধরাতলে । - সুন্দর!
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অগ্নি ,
ভালো থাকবেন সবসময় ।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাল লাগলো।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । আপনি সত্যিকার হিমু ?
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, পড়ে ভালো লাগলো ++
মেঘর বোধহয় মেঘের হবে