নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত আত্মার আহাজারি

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬



শীতল বাতাস ; ঝরা পাতা
নিষ্প্রভ দিনের আলো
দূর দৃষ্টিতে বিছানো এক জোড়া গভীর চোখ।
সেঁটে যাওয়া দৃষ্টি খুঁজে নেয় ব্যথিত প্রাণ ,
অনুভব করে অতৃপ্ত আত্মার আহাজারি
অপলক দৃষ্টিপাতে ।

গভীরে এক গোপন থিয়েটারে টেলিকাস্ট চলে,
আহত আত্মার করুন সুর ধ্বনিত হয় বারে বারে ।
ধর্ষিতা নারীর নীরব চিৎকারে চৌচির সবদিক ,
এসিডদগ্ধার ঝলসানো মুখ আর আর্ত চিৎকারে
প্রকম্পিত আকাশ বাতাস ,
হাজার জোড়া চোখ
দেখে যায়
সয়ে যায়
এ যেন বহুকালের প্রথাগত নিপীড়ন ,
স্বয়ং সর্বশক্তিমানও যেন নিষ্ফল এই শক্তিশালী প্রথার কাছে ।
সাময়িক অশ্রু ঝরিয়ে সিক্ত হয় অক্ষত প্রাণ ,
বিস্মৃত হয় কালক্রমে
অস্থায়ী এই শোকগাথা ।

শীতল বাতাস ; ঝরা পাতা
নিষ্প্রভ দিনের আলোয়
অনুভূত হয় অতৃপ্ত আত্মার আহাজারি ।


উৎসর্গঃ সকল নিপীড়িত নারীকে ।
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য । অনেক ভালো থাকবেন ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব আর্তনাদ পুর্ন লেখা, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ
শুভ কামনা,,

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ , ভালো থাকবনে ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

গুলশান কিবরীয়া বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-) ভাল্গাছে আপু।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ সত্যের ছায়া ।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: ২য় প‌্যারা দারুণ হয়েছে। +।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

গেম চেঞ্জার বলেছেন: সমাজের দৃষ্টিভংগি ও স্বার্থমুখী জীবনাচরণের কারণেই এই দশা! :(


(খুব ভাল অভিব্যাক্তি +)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ গেমু , দুঃখিত অনেক দিন পর উত্তর দেবার জন্য । কি যে হলো আজকাল ব্লগে আসতেও ইচ্ছা করে না আর উত্তরও দিতে ইচ্ছা করে না । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.