নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর আসবে না জেনেও
অপেক্ষায় যাপিত হয় প্রতিটি ক্ষণ-
এক প্রহর , দুই প্রহর,
এভাবে অজস্র প্রহর অপেক্ষাতে
আকাশ জুড়ে থমথমে মেঘ ঘনিয়েছে ,
তবুও উত্তর আসে না ।
আমার লেখা শব্দগুলো এখন আর তোমার মনে সুর তোলে না ।
আমার গাওয়া বর্ষা গানে তোমার বুকে ঝর তোলে না ।
তবুও অপেক্ষায় থাকি ।
অপেক্ষায় থাকবো জীবনের শেষ বসন্ত দিনেও ।
ঝিরঝির বাতাসে বসন্তের পাতা ঝরে যায় ,
মরমরে ব্যথায় শূন্য হৃদয় পূর্ণ হয় শুধুই পুরনো কথা ভেবে ভেবে ।
মনে আছে তোমার ?
সে'ই যে চোখে চোখে ইশারায় কথোপকথন ,
মনে কি পরে ?
ভাদ্রের তপ্ত দুপুর ,
পুব আর পশ্চিম মুখো দুটি বারান্দা ,
বুক ধুকপুক কথোপকথন ,
বিকেলের নির্লিপ্ততা ,
আর শীতের সন্ধ্যায় চাদর জড়ানো উষ্ণ হবার গোপন কথা ,
মনে কি পরে সেসব ?
আমার চোখ দুটি আজও তোমাকেই খোঁজে ,
সেই পুরনো তোমায়!
যে কিনা হারিয়ে গেছে
পৃথিবীর অতি ঘূর্ণন প্রতিযোগিতার
এক অসংলগ্ন মুহূর্তে ।
আমি আজো সেই তোমাকেই খুঁজি তোমার চোখেতে ।
এতো কাছে , তবু তুমি কত দূরে !
তুমি কি আজও মনে রেখেছ
শ্রাবণের সেই বর্ষণ ভরা বিকেল ?
বর্ষা ধারায় প্লাবন নামিয়েছিলে আমার বুকে ।
খুব মনে পরে তিনটি শব্দের কম্পন ধ্বনি ।
আজও ধ্বনিত হয় বারে বারে
হৃদপিণ্ডে, ধমনীতে , শিরায় শিরায় ।
উত্তর আসবে না জানি ,
তবুও অপেক্ষায় থাকি ,
এক প্রহর , দুই প্রহর
এভাবে শত সহস্র প্রহর কেটে যায় ,
তবুও উত্তর আসে না ।
২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , কেন খোঁজেন না ?
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮
সিনবাদ জাহাজি বলেছেন: আশা করি শিঘ্রই উত্তর পেয়ে যাবেন
চমৎকার একটা লিখা পড়লাম
ধন্যবাদ
২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । দেখি আসে কিনা ...
অনেক ভালো থাকবেন ।
৩| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
অতঃপর হৃদয় বলেছেন: উত্তর কেন আসবে না, আসতেই তবে তাছাড়া তোমাকে ছাড়ছিনা।
২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা ,
৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। +।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৫| ২১ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতার প্রথম শুরুটাই হয়েছে সুন্দর
উত্তর আসবে না জেনেও
অপেক্ষায় যাপিত হয় প্রতিটি ক্ষণ-
এক প্রহর , দুই প্রহর,
এভাবে অজস্র প্রহর অপেক্ষাতে
আকাশ জুড়ে থমথমে মেঘ ঘনিয়েছে ,
তবুও উত্তর আসে না ।
কয়েক যুগ কেটে গেছে এখনো পাইনি উত্তর
রজকিনি চন্ডিদাসীর কাছ হতে পেয়েছিল ১২ বছরে,
তাতেই সে ইতিহাস হয়ে রয়েছে !!!
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । আসলেই উত্তর পাওয়া হয়তো এতো সহজ নয় ।
অনেক অনেক ভালো থাকবেন ।
৬| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫১
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো কবি।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক।
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , আপনিও শভেচ্ছা নেবেন আর ভালো থাকুন সবসময় ।
৭| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগে নাই।
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৮
গুলশান কিবরীয়া বলেছেন: ভালো লাগে নাই !!
খুব ভালো , কিন্তু কেন?
আসলে সবাইকে তো আর একযোগে খুশী করা যায় না , একেক জনের ভালো লাগার উপাদান একেক রকম ।
৮| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯
হাসান মাহবুব বলেছেন: লাইনগুলো বড় বেশি অর্ডিনারি।
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮
গুলশান কিবরীয়া বলেছেন: মানে খুব সহজ বাক্য তো । আসলে সহজ সরল লিখতেই আমার বেশী ভালো লাগে । আমি আসলে মাঝে মাঝে অনর্গল বলে যেতে চাই , কোন প্রকার বেগ ছাড়া । মানে হচ্ছে - শক্ত ভাষার ব্যবহারে ভাবটাকে হারাতে চাই না । কিছু কিছু সময় ও মুহূর্ত থাকে সেগুলোকে হারাতে চাই না শব্দ খোঁজা খুঁজি করে ।
ঠিকি বলেছেন আরও হয়তো শ্রুতিমধুর করা যেত , এডিট করে । কিন্তু সেরকম ইচ্ছা জাগেনি ।
দেখি ভবিষ্যতে আরও সতর্ক হবো । অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮
অগ্নি সারথি বলেছেন: আমার চোখ দুটি আজও তোমাকেই খোঁজে ,
সেই পুরনো তোমায়!
যে কিনা হারিয়ে গেছে
পৃথিবীর অতি ঘূর্ণন প্রতিযোগিতার
এক অসংলগ্ন মুহূর্তে । - নাহ! আর খুজি না।