নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

হৃদয় বলে ছুঁয়ে ছুঁয়ে দেখো

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬


Ribes sanguineum Amour ( রাইবিস স্যাংগুইনিয়াম আমুর ) অসাধারণ সুন্দর একটি ফুল । রঙের আভা ছড়ায় প্রকৃতিতে ।


ম্যাগনোলিয়া ফুল , এ'টি "হোয়াইট স্টার ম্যাগনোলিয়া "( White Star Magnolia) নামে পরিচিত । অসাধারণ সুন্দর সফেদ ফুল যেন চোখে লেগে থাকে । ব্রিটেনের শরতকালীন সময় এর পাতা ঝরে যায় , তারপর বসন্তের প্রারম্ভে এর ফুল আসে , সাদা শুভ্রতায় ভরে ওঠে পুরো গাছটি , ধীরে ধীরে পাতা আসে এবং ফুলগুলো সব মরে যায় ।বেশ মিষ্টি , তবে হালকা একটু গন্ধও রয়েছে সাদা ফুলগুলোতে । প্রকৃতি আমাদের তৃপ্ত করার জন্য কত কিছুই না করে!!




ক্যামেলিয়া ফুল । এরও বেশ কটি রং হয় । এই ছবিটি নেট থেকে নেয়া আর বাকি গুলো আমার তোলা । নেট থেকে নেয়ার কারন , এই ফুল গুলো এখনো পুরোপুরি ফোটেনি গাছে । এই তো কিছুদিনের মধ্যেই এরা চলে আসবে প্রকৃতিতে ।



সামান্য কিছু আলাপন ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ।
********************************************

সুর থেমে গেছে সে'ই কবে ,
তবুও সুরহারা মূর্ছনায়
আজও ঘুংগুর বাজে ফাগুন হাওয়ায় হাওয়ায় ।
ঝরে যাওয়া শুঁকনো গোলাপ প্রস্ফুটিত হয় উষ্ণ উত্তাপে ,
ক্যামেলিয়া , ম্যাগনলিয়া ফোটে বনে বনে ,
প্রেম জাগে হৃদয় মাঝে , সুপ্ত কোণে ।
পুষ্পে পুষ্পে রঙ খেলে যায়,
দুর্নিবারে মন যেতে চায় নিষিদ্ধ অভিসারে ।
অসময়ে প্রেম বাণী আসে হরিত বৃক্ষপত্রে ,
দ্বার খুলে যায় অপ্রবেশ্য গোপন কক্ষে ।
উদ্বেগ ভাবনা আর অস্পৃশ্যতায় জং ধরা মন ক্ষয়ে ক্ষয়ে যায় ,
কুহেলিকার আভরণ থেকে যারপরনাই মুক্তি চায়।

অতঃপর -
দ্বিধা মুক্ত , দ্বন্দ্ব মুক্ত হয়ে ঝাপ দেয় মন অগ্নিকুণ্ডে,
পুড়ে ছাই হয় অগ্নিবাসে ,
কী যেন এক ভয়হীনতা মৃত্যুদণ্ডে!

রং খেলে যায় বনে বনে ,
আর রং লেগে যায় মনে মনে ।


পাতা বাহার । তাকালেই চোখ ঝলসে যেতে চায় । মনের ভেতর জমাট বাঁধা কষ্ট গুলো গলিয়ে বায়বীয় করতে সক্ষম । এই ছবিটিও আমার তোলা ।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারন
অসম্ভব সুন্দর পোস্ট আপি। আহা এমন ফুল দেখলে কত যে ছবি তুলতাম হইলে হাহাহা

ভাল থাকুন আপি :)

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । ভালো থাকুন । :)

২| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

কানিজ ফাতেমা বলেছেন: ছবিগুলোতে একরাশ মুগ্ধতা । ক্যামেলিয়া ফুলের ছবিটা সেভ করে রাখলাম ।
শুভ কামনা রইল ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: লেখা ও ফুলে মুগ্ধতা আপু !!

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু , লেখাটি পড়ার জন্য । ভালো থাকবেন সবসময় ।

৪| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: যেমনি সুন্দর ছবি তেমনি সুন্দর কথা শুধু মুগ্ধতা আর মুগ্ধতা ।
শুভেচ্ছা রইল ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২১

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই । অনেক অনেক ভালো থাকবেন ।

৫| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর ছবিব্লগে লাইক

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ক্লে ডল বলেছেন: খুব সুন্দর!! ছবি এবং কথামালা। :)

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

৭| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২২

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই ।

৮| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আবু মুছা আল আজাদ বলেছেন: ফুলগুলো দেখে খুব ভাল লাগল। বিনা খরচে বিনোদন................।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , অনেক ধন্যবাদ ।

৯| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৮

শব্দ অর্থ বলেছেন: খুবই সুন্দর।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ।

১০| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:০১

হাবিব শুভ বলেছেন: ২ আর ৪ নম্বর টা বেশি ভাল লেগেছে।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ভালো থাকুন । ধন্যবাদ ।

১১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: ছবি ও কবিতায় ++++

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , ভালো থাকুন ।

১২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২২

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর
যদিওবা সরাসরি কোনোদিন দেখিনি একটাউ

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি ও কবিতা
খুব ভালো লাগলো ।

শুভ কামনা রইল ।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮

মানবী বলেছেন: আপনার এই পোস্ট দেখে ভেবেছিলাম আমার বাসার স্টার ম্যাগনোলিয়ার ছবি সহ মন্তব্য করবো, ছবি তুলেছিলাম আর মন্তব্য করা হয়নি কোন কারনে!

আমাদের এখানে শীতের শেষ দিকে বসন্তের ঠিক শুরুতেএই ফুল ফুটে! পুরো গাছে একটি পাতা নেই শুধু ফুলে ছেয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে।আপনার এই পোস্ট দেখে ভেবেছিলাম আমার বাসার স্টার ম্যাগনোলিয়ার ছবি সহ মন্তব্য করবো, ছবি তুলেছিলাম আর মন্তব্য করা হয়নি কোন কারনে!

আমাদের এখানে শীতের শেষ দিকে বসন্তের ঠিক শুরুতেএই ফুল ফুটে! পুরো গাছে একটি পাতা নেই শুধু ফুলে ছেয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে।



সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ গুলশান কিবরীয়া।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.