নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
শূন্য এ জীবন নীরবে পূর্ণ হয়
অলক্ষ্যে অজান্তে তুমি হয়ে যাও ক্ষয়,
কোন শূন্যতাই যেন চিরকালের নয়।
পূর্ণতায় এ অপূর্ণ জীবন
হয়তো কেটে যাবে আজীবন,
এরি নাম বুঝি জীবন যাপন।
পৃথিবী আবর্তনে গতিময়,
মানব শরীর পৃথিবীর নিয়মে পুরনো হয় ।
আবর্তে আবর্তে বিস্মৃত হয় অনাবশ্যক সময় ও কাল,
তথাপি রয়ে যায় কিছু ছিটেফোঁটা আর কিছু মায়াজাল ।
(২)
আগামীকাল ভাবনার জটাজালে থাকবে অন্য কিছু।
আজকের আমি রূপান্তরিত হব ,
হয়ে যাবো অন্য কেউ ।
প্রতি মুহূর্তে এই আমি বহু আমিতে পরিণত হই পৃথিবী আবর্তনের অতি ক্ষুদ্র ভগ্নাংশে ।
অজান্তেই ঘটে যায় এই নিরন্তর রূপ বদল ।
প্রতিটি খণ্ড সময় জোড়া দিয়ে দিয়ে আমি শতভাগ অন্য আমি হয়ে উঠি ,
ধীরে ধীরে-
যাকে হয়তো পূর্ণতা প্রাপ্তি বলা যায় ।
তবে এই পূর্ণতাও শূন্য হয়ে যায় নতুন করে ।
শরীর বদলায় , চিত্ত বদলায় , বিশ্বাস বদলায়-
এই আমি অদল বদল হতে হতে গতিপথ বদলাই অচিন গ্রহের কক্ষপথ ধরে ধরে ।
মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়-
এ রূপান্তর কি আমার সৃষ্ট !!
নাকি এই অচিন গ্রহ আমায় বদলে দেয়!!
০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:০১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু , লেখাটি পড়ার জন্য ।
২| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
অতঃপর হৃদয় বলেছেন: বাহ সুন্দর হয়েছে আপু
০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: পড়লাম । অনেক কবিতা লিখছেন আজকাল । ভাল হচ্ছে লিখা ।
০৩ রা মে, ২০১৭ রাত ১০:২৬
গুলশান কিবরীয়া বলেছেন: এই তো চেষ্টা করছি আরকি । অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
৪| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:০১
মোস্তফা সোহেল বলেছেন: এই মানুষ আমরা ক্ষনে ক্ষনে বদলে যায় এটাই যেন প্রকৃতির নিয়ম।
০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে । অনেক অনেক শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার উপলব্ধি
খুব সুন্দর হয়েছে আপি