নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য হয়ে রই ক্ষুদ্র কণিকায়।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭



আমি অদৃশ্য হয়ে গেছি,
সত্তা বিহীন বৃক্ষ আমি
মৌন চিৎকারে বিদীর্ণ করি আকাশ-বাতাস ।
গন্ধহীনা ধুপ হয়ে আমি ভস্ম হয়ে মিশে যাই বাতাসে ।
আমি অদৃশ্য হয়ে গেছি মৃত নদীর মত ।
প্রাণহীন বালুকণায় মিলেমিশে গেছি,
ধুলো আমি;
জরাজীর্ণ মেঠো পথ হয়ে অদৃশ্য হয়ে যাই অজানায় ।

খুব জানতে ইচ্ছে হয় --
আমি কি ছিলাম প্রকট গন্ধ নিয়ে হাসনাহেনায়?
অথবা হৃদয় কুঠিতে হংস যুগল হয়ে?
আমি কি কখনো ছিলাম কৃষ্ণচূড়ার মত দগ্ধ প্রনয়ে ?
আদৌ কি আছি কোথাও না কোথাও , এই নশ্বর জগতে ?

আমি অদৃশ্য হয়ে গেছি ।
আমি অদৃশ্য হয়ে আছি বহুকাল অতি ক্ষুদ্র কণিকায় ,
দৃশ্যেরও অতি দূর থেকে দূরান্তে,
আঁধার করা মৌনতায় মিলেমিশে আছি চর্ম-চক্ষের অন্তরালে ।

সময়ঃ ০৫/০৫ /২০১৭
স্থানঃ লন্ডন

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।

২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


হতাশাকে মুখ্য করে তোলার মতো পদ্য; কিন্তু কেন?

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০১

গুলশান কিবরীয়া বলেছেন: দুঃখ, বেদনা , বিষণ্ণতা , বিরহ - এ সবই জীবনের অংশ , ঠিক সুখ , স্বাচ্ছন্দ্য , আনন্দ , উল্লাস , বিজয়েরই মত । কারো দৃষ্টি দুঃখকে টানে , কারো বা টানে সুখ । জীবনকে সব কিছুই স্পর্শ করতে হয় । তাই জীবনের এপিঠ ওপিঠ সব পিঠ নিয়েই কাব্য হয় । আর আমি মনে করি জীবনের সব দিক আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ । কারন , মানুষ দুঃখ স্পর্শ করে দুঃখ ভোলে ।

মানুষের মানসিক অবস্থা বিভিন্ন রকম হয়ে থাকে । কাকে কোনটা স্পর্শ করবে এবং কে কোনটা দিয়ে কিভাবে উপকৃত হবে আমরা কিন্তু জানি না । তাই সব ধরনের উপাদানই থাকা প্রয়োজন । তাই তো যুগে যুগে সুখ-দুঃখ কাব্যেরই অংশ হয়ে আছে ।

আর , আমার ভালো লাগে চাঁদের ঝকঝকে উজ্জ্বল পিঠে না বিচরণ করে অন্ধকার পিঠে ঘুরে বেড়াতে ।

অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: অদৃশ্য হয়ে রই ক্ষুদ্র কণিকায় । শিরোনাম বেশ হয়েছে ।কবিতাও ।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:০১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ কবি পড়ার জন্য , আর মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

৪| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতার মাঝে নিশ্চত-অনিশ্চয়তা দেখতে পাচ্ছি, অদৃশ্য !! B-)


খুব সুন্দর লিখেছেন +++
ভালো থাকুন।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন । অনেক অনেক শুভকামনা । :D

৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নাগরিক কবি বলেছেন: সুন্দর আপু ++ :)

০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাগরিক কবি । ভালো থাকবেন ।

৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: প্রথম প‌্যারা বেশি ভালো লাগল।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য । অনেক অনেক ভালো থাকবেন ।

৭| ০৭ ই মে, ২০১৭ রাত ৩:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর লিখেছেন
আমি অদৃশ্য হয়ে গেছি ।
আমি অদৃশ্য হয়ে আছি বহুকাল অতি ক্ষুদ্র কণিকায় ,
দৃশ্যেরও অতি দূর থেকে দূরান্তে,
আঁধার করা মৌনতায় মিলেমিশে আছি চর্ম-চক্ষের অন্তরালে ।

তবে চর্ম -চক্ষের অন্তরালে থাকলেও চলে আসবেন একদিন গোচরে
যেমনটি রবিন্দ্রনাথ লিখেছেন তার কনিকায়
ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল,
কত দূরে রয়েছিস বল্ মোরে বল্!
ফল কহে মহাশয়, কেন হাঁকাহাঁকি—
তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি॥

তাই আঁধার করা মৌনতায় মিলেমিশে যতই থাকেন না কেন চর্ম-চক্ষের অন্তরালে
আকশের উজ্জল নক্ষত্রের মত একদিন প্রকাশ্যে আসতেই হবে ।

অভিনন্দন রইল সুন্দর কবিতাটির জন্য ।

শুভেচ্ছান্তে

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , সুন্দর বলেছেন ।

আসলে; এখন তো আমরা সবাই চর্ম চোখ দিয়ে আরেকটি চর্ম চোখ দেখি না , সবাই অদৃশ্য থাকি । সমস্তটাই অনুভবে , কল্পনায় । এই কল্পনাটি আসলে কি? এর কি কোন আকৃতি আছে? quantum mechanics এ কি এর ব্যাখ্যা মেলে? কি জানি এতো ভেবে কাজ নেই ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,





বাহ, বেশ ভাবের কবিতা তো !
আসলেই মাঝে মাঝে নিজেকে খুঁজে পাওয়াটাই বড় দোটানায় ফেলে দেয় । আছি কি নেই, কোথায় আছি , কি করে আছি , কেমন করে আছি এমন দোলাচলে দুলতেই হয় । এই যেমন - প্রকট গন্ধ নিয়ে হাসনাহেনায় আমি আছি কিনা সন্দেহ হয় । কখনও কখনও সত্তা বিহীন বৃক্ষের মতো নিজেকেও অপাংতেয় মনে হয় । কৃষ্ণচূড়ার মত দগ্ধ প্রনয়ে পুড়ে পুড়ে মৃত্তিকায় মিশে আছি কিনা কণিকা হয়ে, ভাবিয়ে তোলে । বড্ড ভাবিয়ে তোলে ............................

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।

সত্যিই খুব ভাবায় মাঝে মাঝে , কোথায় আছি আমি । এই যে আমি আপনাকে উত্তর দেবার সময় ভাবছি আপনাকে , একজন অদৃশ্য মানুষকে । সেরকম ভাবে আমিও ছিলাম অদৃশ্য হয়ে কিছু সময় আপনার কল্পনায় , যখন মন্তব্যটি লিখছিলেন আপনি । এই কল্পনার সময় যদি আপনি হাসনাহেনা ফুলের গন্ধ পান তবে হয়তো সেই গন্ধে মিশে ছিলাম , অথবা অন্য কোন কিছুতে মিশে অদৃশ্য হয়ে ছিলাম , তবুও তো ছিলাম কোথাও না কোথাও । :)

যাক বেশী কথা বললে আপনি আবার আমাকে স্নায়ু রোগে আক্রান্ত ভাবতে পারেন । :D

অনেক অনেক ভালো থাকবেন ।

৯| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: বাটারফ্লাই ইফেক্ট! বেশ লিখেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.