নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনা গুলো দারুণ ভাবে রঙ্গিন ছিল,
চোখ খুলতেই সবটুকু রং কোথায় যেন হারিয়ে গেল ।
ভাবনা গুলো উড়ে গেছে নীলে আঁকা ধূসর মেঘে
আলতা রঙ্গা গোলাপ গুলো এখন বড়ই ধূসর লাগে।
যখন বনশালিকের পালের সাথে, মন ভেসেছিল দূর-নিবাসে
তখন আঁধার করা ঘোরের মাঝে তুমিও ছিলে পাশে পাশে।
তবে এখন কেন এমন হলো?
রঙগুলো আজ সবিস্তারে কোথায় যেন হারিয়ে গেল!
এখন কেন সবগুলো রং ভীষণ রকম ধূসর লাগে?
যখন শেষ বিকেলে গাংচিলেরা স্বর্ণ মেখে ঝিলিক তোলে
হু হু করে বুকের ভেতর , সন্ধ্যা বুঝি নামলো বোলে।
দিনের শেষে সন্ধ্যা নামে
নিষ্ক্রিয়তায় একটু থামে ।
আবার জানি উঠবে জেগে
ছুটবে আবার দারুণ বেগে।
তবুও, কেন যে আজ সবগুলো রং ভীষণ রকম ধূসর লাগে?
সময়ঃ ০৩ / ০১/ ২০১৮
স্থানঃ লন্ডন
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিত ভাল লেগেছে আপু।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
কামরুননাহার কলি বলেছেন: ভালো লেগেছে আপ্পি।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ভালো লাগা মন্তব্যে। ভালো থাকুন ।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: কাছের মানুষ ছেড়ে দূরদেশে থাকেন তাই সব দূসর লাগে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
গুলশান কিবরীয়া বলেছেন: হয়তোবা ।
ভালো থাকবেন ।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ প্রকাশ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লাগা রইল মন্তব্যে ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
ধূসর জীবনে ঝরে পড়ুক সুখের বৃষ্টি.... জীবন পাল্টায় রঙ, পাল্টায় ঢং !
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লাগা রইল মন্তব্যে।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য, ভালো থাকবেন
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
বিজন রয় বলেছেন: মুক্তির আলোয় সব ধূসরতা চলে যাক। আসুক সজীবতা।
বনশালিকের পাল..... খুব ভাল লাগার।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩
নতুন নকিব বলেছেন:
সুন্দর। ধন্যবাদ।