নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন অচেনা আবেগ প্রকাশহীনতায় ভোগে,
তখন হাজার কবিতার মৃত্যু ঘটে ।
উফ! কত কত কবিতারা মরে যায় মাতৃ জঠরে!
ঋতুস্রাবে গড়িয়ে যায়;
কলঙ্কিত হয় অসম্পূর্ণ ভূমিষ্ঠতায়।
অশরীরী অবিক্ষুব্ধ আর্ত চিৎকার বাতাসে বাতাসে,
তবুও, অজানা থাকে শত সহস্র অস্ফুটিত কবিতারা ।
অনির্ণীত কবিতার নিশ্চল স্পন্দন শুনতে পায় না কেউ,
তবুও তারা আছে অবিকৃত হয়ে স্নায়ু চত্বরে ,
আছে তারা ভারী হয়ে আসা দীর্ঘশ্বাসে,
তারা বিকল হয়ে পরে থাকে অনিয়মিত হৃদ-স্পন্দনে।
তবুও তারা আছে মৃত কবিতার রক্তপাতে।
১৩/০২/২০১৮
লন্ডন
গুলশান কিবরীয়া।
ছবিঃ আমার নিজ হাতে তোলা।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভ্রমরের ডানা ।
অনেক অনেক ভালো লাগা মন্তব্যে।
২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ২:২৫
একম বলেছেন: অনেক দিন পর একটি কবিতা পড়লাম,
যেখানে লুকিয়ে আছে শুধুই
চিরন্তন সত্য........
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য আপনাকে।
৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪
স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার কাব্য।
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪
গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতারা বুঝি মানব শিশুর মতোন!
দারুন কাব্যে ভাললাগা
+++
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫
গুলশান কিবরীয়া বলেছেন: আমার তো তাই মনে হয়।
অনেক ধন্যবাদ মন্তব্যে।
৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা।
কে জানে কবিতা কি আর কেমন ??
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
কবিতারাও নিঃশ্বাস নেয় , কেউ কেউ শ্বাসরুদ্ধ হয়ে অকালে মরে যায়। আবার কেউ কেউ অবয়বই পায় না, মাতৃজঠরেই শেষ হয়ে যায়।
৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫
নতুন নকিব বলেছেন:
কবিতা সুন্দর লাগলো। ছবিটিও সুন্দর। বিমান থেকে তোলা ছিল?
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
না, বিমান থেকে না। একটু উঁচু জায়গা থেকে তোলা, নিচেই সমুদ্র।
৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: কবিতার মৃত্যু হয়, অকাল মৃত্যুও!!!
১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯
গুলশান কিবরীয়া বলেছেন: একদম সত্য কবিতার মৃত্যু হয়, অকালেও মৃত্যু বরন করে কবিতারা।
ধন্যবাদ আপু।
৯| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক সময় কবিতা বেঁচে থাকে কবির মৃত্যু ঘটে ।
১০| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮
রায়হানুল এফ রাজ বলেছেন: তবুও তো আছে।
১১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ - চমৎকার লাগল।
১২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫২
এ.এস বাশার বলেছেন: কবিতায় ভাল লাগা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
কষ্টের নীলকাব্য! ছবিটা খুবই সুন্দর!