নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

ঝরা পাতা

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯






শনশন পাতা নড়ে
টুপটাপ ঝরে পড়ে
ক্রাশক্রাশ ছন্দে
শিহরণ রন্ধ্রে।

হিম ছোঁয়া গালে গালে
পাতাহীন ডালে ডালে,
হেঁটে চলি বহুদূর
মনে বাজে সেই সুর ।

শিশিরের শব্দে
নিশি জাগি স্তব্ধে
আলগোছে চোখ খুলি
চুপি চুপি কথা বলি।

পাশাপাশি সারাক্ষণ
জানি আমি, জানে মন
হৃদি মাঝে আছো তুমি
সেখানেই আদি ভূমি।

যায় চলে যায় দিন
ভুলে যাই কত ঋণ!
ফিরে এসো ফাগুনেতে
গ্রীষ্মের আগুনেতে
চুকে দেব সব ঋণ
আসে যদি সেই দিন ।

যায় চলে যায় দিন
বাজে নাকো সেই বীণ
পাতা গুলো ঝরে যায়
মন কেন পোড়ে হায় !

সময়ঃ ৩১/ ১০/ ২০১৭
স্থানঃ লন্ডন
ছবিঃ ঝরে পড়া ম্যপেলের পাতা, আমার নিজ হাতে তোলা।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: বহু, বহু, বহুদিন পর আপনার কবিতা!
প্রকৃতির স্বাদ নিয়ে নিলাম।

কেমন আছেন?

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: আমি ভালো আছি। এ লেখা অনেক আগের, ব্লগে দেয়া হয়নি। তাই আজ এখানে রেখে দিলাম।

আপনার কি খবর?

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর +

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতাটি অনেক সুন্দর হয়েছে+++

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সনেট কবি বলেছেন: সহজ, সরল এবং সুন্দর।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্র‌তি দিন। ভা‌লো থাকুন সব সময়।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার জন্যও রইলো শুভেচ্ছা।

ভালো থাকুন, ধন্যবাদ।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:






সময়ের ছন্দে লেখা হয়না জীবনের সবকিছুর সুন্দর কবিতা। হারিয়ে যাওয়া ঘ্রাণ পাওয়া যায় না খুঁজে, শুধু খুঁজে যেতে হয়!

কবিতা ভাল লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। অনেক ভালো থাকবেন।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

খাঁজা বাবা বলেছেন: চমতকার কবিতা

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছ আপু, ছবিটাও অনেক সুন্দর।।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামিয়া

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা সুন্দর। কবিতাটি বেশ ছন্দময়। নিজের হাতে তোলা ছবিতে একরাশ মুগ্ধতা।


শুভকামনা ভালোবাসা রইলো।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

মনিরা সুলতানা বলেছেন: লেখা , ছবি !সব মিলিয়ে অপূর্ব !!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল , ভাল থাকুন সব সময় ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর কবিতা।
কবিতার শিরোনামটা যেমন সুন্দর, ছবিটাও তেমনি। সব মিলে খুব সুন্দর একটি পরিবেশনায় প্লাস রেখে গেলাম। + +

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.