নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ শূন্যস্থান

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৩৫



খুব সহজে কোন কিছু আপন করে নিতে না পারাটা আমার এক বিশেষ সমস্যা।আসলে মনে মনে আপন করেই নেই, কিন্তু ভণিতা করে সেটা প্রকাশ করতেই সমস্যা হয়। এটা আমার এক প্রকার কমিউনিকেশন প্রবলেম বললেও বলা যেতে পারে। বিয়ের পর শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বলতে আমার প্রায় দশ বছর লেগে গিয়েছিলো। এ নিয়ে আমার শাশুড়ির মেলা অভিযোগ ছিলো।আমি যখনই বাবার বাড়িকে ' আমাদের বাড়ি' বলতাম তখন খুব রাগ করতেন তিনি।কারণ, তার মতে বাবার বাড়ি আর আমার বাড়ি নয়।কিন্তু এই শ্বশুর বাড়ি যখন হঠাৎ করে আমার বাড়ি হয়ে গেছে, তখন এ বাড়িকে 'আমাদের বাড়ি' বলা আমার জন্য খুব কষ্টকর ছিল । এখন অবশ্য দিব্যি পারি।কিন্তু এই পঁচিশ বছরে ধীরে ধীরে আমি যখন এ বাড়িকে নিজের আপন করে নিয়েছি, তখন এ বাড়ির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি আজ ।যদিও এটা নতুন কিছু নয়। পঁচিশ বছরের বিবাহিত জীবনে আজ নিয়ে দশ বারেরও বেশী আমি বাড়ি থেকে চলে যেতে চেয়েও যেতে পারিনি। যখনই মেয়ের মুখের দিকে তাকাতাম, মনে হতো,আমার এই পদক্ষেপ ওর জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেবে। আমার সন্তান আমার কারণে অনিশ্চিত দুর্বিষহ জীবন নিয়ে বাঁচবে, তা আমি কখনোই চাই না।তাই দায়িত্ব শেষ না করে এরকম কিছু মনেই আনবো না বলে ঠিক করেছিলাম।

আজ পঁচিশ বছর পর এসেছে সেই দিন; আজ সব দায়িত্ব শেষ করে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেউ আমাকে আটকাতে পারবে না আজ । চয়ন যতই মায়া জাল বিছাক আমি কিছুতেই আর থাকছি না এ বাড়িতে।

বিয়ের পঁচিশ বছরে আমার তেইশ বছরের একটি কন্যা রয়েছে। সে ছয় মাস হচ্ছে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া বসবাস করছে। বাড়িতে শুধু আমরা দুজন ।শাশুড়ি গত হয়েছেন বছর পাঁচেক হবে। আর শ্বশুরকে আমি কোনদিনও দেখিনি। হয়তো এরকম একটি দিনের অপেক্ষাতেই ছিলাম আমি । কোন প্রকার পিছুটান থাকবে না। নির্দ্বিধায় সব মায়াজালের বন্ধন উপড়ে ফেলে চলে যেতে পারবো।


এ বাড়ির প্রতিটি ইট কাঠ পাথর জানে আমার সুখ দুঃখের কথা।জানে আমার গভীর নিঃসঙ্গ সময়গুলোর কথা। জীবনের এই চুয়াল্লিশ বছরের বেশিভাগ সময়ই আমি এ বাড়িতে কাটিয়েছি। এ বাড়ি যখন তিল তিল করে আমার নিজের হয়ে উঠেছে তখন আমি চলে যাচ্ছি চিরতরে । আমার একটুও খারাপ লাগছে না।যদিও মনটা কেমন যেন এক অজানা আশংকায় কিছুটা শঙ্কিত।কিন্তু সেই শঙ্কাও আজ বেশ দুর্বল আমার দৃঢ়তার কাছে।


ছাব্বিশ বছর পর রণের সাথে আজ দেখা হবে । সেই অনেক আগের কথা। কৈশোরে পা দিয়েই একই পাড়ার ছেলে রণের সাথে আমার সম্পর্ক হয়। হয়তো বুঝে না বুঝেই। চার বছরের সম্পর্কের ফলাফল শূন্য।অর্থাৎ সম্পর্কের হিসেব শূন্য রেখে রণ চলে যায় অ্যামেরিকা। কিন্তু এক বছর পরই শূন্য স্থান পূরণ হয়ে যায় চয়নের সাথে আমার বিয়ের মাধ্যমে। রণ আর আমার সম্পর্কের কথা জেনেও চয়ন আমাকে বিয়ে করেছে। আমাকে অনেক ভালোবাসে চয়ন। বিয়ের এক বছরের মাথায়ই ওর ভালোবাসা সম্পূর্ণরূপে মুছে দিয়েছিলো রণের স্মৃতি। রণের দেয়া সব চিঠিগুলো একদিন ছাদে বসে জ্বালিয়ে দিলাম। তারপর ছোট একটি কাঁচের বোতলে ছাই গুলো ভরে রেখে দিলাম যত্ন করে। ভালোবাসা কাঁচের বোতলে ছাই হয়ে বন্ধী রইল। ভুলে গেলাম সব।


বিয়ের দু'বছর পরেই আমার মেয়ে অর্নি এলো আমার কোল জুড়ে। তখন, অর্নি আমার বর্তমান ভবিষ্যৎ এমনকি অতীতের ভাবনা জুড়ে আমাকে অসীম এক আনন্দ ঘূর্ণিপাকে সচল করে রাখে প্রতিনিয়ত। অর্নির ছোট ছোট হাত পা আর ফোঁকলা হাসি আমাকে প্রাণশক্তি দিতো। আমি ব্যস্ত হয়ে গেলাম অর্নিকে নিয়ে আর অর্নির বাবা ব্যস্ত হয়ে গেলো ওর ট্রাভেল এজেন্টের ব্যবসা নিয়ে।

ধীরে ধীরে মেয়ে বড় হতে থাকে, আর আমার ব্যস্ততা কমতে থাকে। ওদিকে চয়নের ব্যবসা বাড়তে থাকে, ব্যস্ততার পরিমাণ হয়ে যায় দ্বিগুণ।ওর ব্যবহারেও বাড়তে থাকে কেমন যেন এক আগুন আগুন ভাব। ভীষণ খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে চয়ন। অকারণেই ক্ষিপ্র হয়ে উন্মাদের মত তেড়ে আসে আমার দিকে। আমার গায়ে হাত তোলেনি কখনোই কিন্তু মারতে না পেরে সেলফ হার্ম করে দেয়ালে মাথা টাকিয়ে । কোন কথাই বলা যায় না ওর সাথে। এ কারনেই কয়েকবার বাড়ি ছেড়ে পালাতে চেয়েছি। কিন্তু আমার শাশুড়ি আর মেয়ের জন্য পারিনি। তাছাড়া, আমি বাড়ি ছাড়ার কথা তুললেই চয়নের ভিন্ন রূপ দেখতে পেতাম। ও সব কিছু ছেড়ে ছুড়ে আমাকে আটকে রাখার প্রাণ পণ চেষ্টা করতো। ওর ঐ মায়াজালে আমি বারবারই আটকে যেতাম।কিন্তু ও কেন জানি ওর উদ্ধত রাগ দমন করতে পারতো না কিছুতেই। হয়তো ব্যস্ততা আর স্ট্রেস থেকে এমনটা হতো। এই ভেবেই প্রতিবারই মেনে নিতাম সবকিছু।


একটা সময় ওর ব্যস্ত জীবন নিয়ে ওকে ওর মত থাকতে দিলাম , আর আমি আমার মত নিঃসঙ্গ হয়ে গেলাম। কিন্তু কোন শূন্যতাই শূন্য থাকে না সারা জীবন । সেখানে কেউ না কেউ এসে জায়গা করেই নেয় । এখানে ব্যক্তির হয়তো কোন হাতই থাকে না। এভাবেই শূন্যস্থান পূরণ করতে হঠাৎ রণ আবার এলো আমার জীবনে। দুই বছর আগে রণ আমাকে ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। প্রথমে বুঝতে পারিনি। তারপর সে আমাকে মেসেঞ্জারে মেসেস পাঠালো। কিছু দিন ওর সে মেসেস দেখেও উত্তর দেইনি। কেমন যেন একটি রাগ আর ঘৃণা মিশ্রিত অভিমানে মনের ভিতরটা কেঁপে কেঁপে উঠত। তখন বুঝলাম ওর প্রতি আমার ভালোবাসা পুড়ে যাওয়া ছাইয়ের মত কাঁচের শিশিতে বন্দী হয়ে আছে।সেটা সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। ভস্ম হয়েও আছে কোথাও না কোথাও। হয়তো বেরিয়ে পরতে চাইছে, হয়তো আবার কোন একটি স্বতন্ত্র রূপ নিতে চাইছে।হয়তো তার ধূসর কালো বর্ণে আমাকে কলঙ্কিত করতে চাইছে। আসলে প্রেম হলো এক আশ্চর্য ব্ল্যাক হোল যেখানে কালোর গোলক ধাঁধায় জর্জরিত হয় মন।তার মহাকাল ঘূর্ণিপাকে সমস্ত সময় থমকে যায় । কোন বিচার বুদ্ধি হয়তো সেখানে কাজ করে না। আমারও তাই হলো, স্থান, কাল, পাত্র, বিচার, বুদ্ধি এমনকি সময় সেই ব্ল্যাক হোলে আটকে রইলো।


সপ্তাহে দু চারদিন ওর সাথে মেসেঞ্জারে কথা হয়। মাঝে মাঝে ফোন কলেও কথা হয় ও ফ্রি থাকলে । ওর সাথে কথা বলার জন্য আমি উন্মুখ হয়ে থাকি,কারণ আমার হাতে অফুরন্ত সময়, যদিও ওর হাতে বেশী সময় থাকতো না। অনেক বেশী ব্যস্ত সে। তারপরও যতটুকু সময় ও আমাকে দেয় , সেটাতেই আমার মন কানায় কানায় ভড়ে যায়। জানি না ওর ও আমার মত হয় কিনা। কখনো জিজ্ঞেস করা হয়নি।এভাবে সকল শূন্যতা পূরণ হয়ে সেখানে ওর প্রতি ভালোবাসার বীজ ধীরে ধীরে বাড়তে থাকে। চয়ন এসবের কিছুই জানে না। মনের ভেতর রণের উপস্থিতি আমার নিঃসঙ্গ নীরব জীবনে নানা রঙের ফুলে ফলে বর্ণিল হয়ে ওঠে । আমরা কেউই এই দু বছরে একে অপরের কাছে জানতেও চাইনি যে আমরা এখনও একে অপরকে সেই আগের মতই ভালোবাসি কিনা। আর এটা জানতে চাওয়ারই বা কি আছে। শুরু যেহেতু ভালোবাসা দিয়ে, সে তো আছেই। সেটা নতুন করে জানতে চাওয়ারই বা কী আছে। তাছাড়া , আমার প্রতি ওর এতোটা কেয়ারিং ভাব রয়েছে যে সেখানে ভালোবাসা ছাড়া অন্য কিবা থাকতে পারে।


আর ওদিকে চয়নের সাথে আমার দূরত্ব বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছেছে যে ওর ছায়াও আমার মনের মাঝে বিচরণ করে না । কিন্তু এই দূরত্বও চয়নকে দারুন ভাবে পীড়া দিতে থাকে, ও আরও বেশী ফুঁসে ওঠে, উদ্ধত হয়ে প্রায়ই চেঁচামেচি চিৎকার করে। এতো দিনে আমি বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম ওর এ জাতীয় দর্পিত আর প্রলয়ংকারি চিৎকারে। কিন্তু কদিন থেকে মনটা কেন জানি ছুটে গেছে, মন কিছুতেই আর বস মানতে চাইছে না। হয়তো রণ এতো দিন পরে দেশে আসছে বলে।


আজ সকালে চয়ন কাজে চলে যাওয়ার পরই ওকে একটি চিঠি লিখলাম কাগজে, তারপর সেটা বেডসাইট টেবিলে রেখে বেরিয়ে পরলাম। প্রথমে বাবার বাড়িতে ব্যাগ রেখে দুপুরে বাইরে রণের সাথে দেখা করার কথা।রণর বাবা মা রণ চলে যাবার পর পরই উত্তরা চলে গিয়েছে । আর আমরা মণিপুরি পাড়াতেই থেকে গিয়েছি।



সেই বহু আগে, আমি আর রণ লুকিয়ে ছুপিয়ে দেখা করতাম মহম্মদপুর আড়ং এর ক্যাফেতে। আমার ইচ্ছাতেই আজ আমরা ওখানেই দেখা করবো বলে ঠিক করলাম।


ব্যাগ নিয়ে আমার আগমনে মায়ের মনে নানা রকম প্রশ্ন। যদিও ব্যাগ ছাড়া প্রায় প্রতিদিনই আসা হয় এ বাড়িতে ।মাকে বললাম আমাকে এক জায়গায় যেতে হবে, পরে তোমাকে সব খুলে বলছি।মায়েরও সেরকম এনার্জি আর নেই অত সব উল্টো পাল্টা চিন্তা করার।তাই অল্পতেই ঠাণ্ডা হয়ে গেলো।


তারপর রেডি হতে শুরু করলাম। আয়নাতে চোখ পড়তেই ভাবছি , রণ আমাকে আঠারো বৎসর বয়সে দেখে গিয়েছিলো। আজ এই চুয়াল্লিশ বৎসরের তনিমাকে ও কী চিনতে পারবে? অবশ্য ফেসবুকে তো দেখেছেই, সমস্যা তো হবার কথা নয়। ফেসবুকে রণের সাদা চামড়ার বউয়ের ছবি একটাই আছে। ও খুব একটা ছবি দেয় না। হয়তো বউয়ের সাথে সেরকম ভালো সম্পর্ক নেই। ওদের কোন সন্তানও নেই। রণও আমার মত একা।আমরা দুজন দু প্রান্তের একাকী মানুষ দুটি বেশ অভিন্ন হৃদয়ের বন্ধু হয়ে উঠেছি কয়েক দিনেই । ও কখনোই ওর বউয়ের কথা তোলে না, আমিও চয়নের ব্যপারে কিছুই বলিনি কখনো।


আমি সময়ের বেশ আগেই এসে ক্যাফেতে বসে আছি। বহু বছর পরে এলাম এখানে। রণ চলে যাবার পড় হয়তো এক দুবার এসেছি এখানে। এখন আর সেই আগের মত পরিবেশ নেই। তারপরও এই জায়গাটিই আমার খুব পছন্দের। জানালার পাশে বসে নীচের রাস্তা দেখছিলাম, এমন সময় নিজের নামটি শুনে ঘুরে তাকাতেই রণর হাসি মাখা মুখটি দেখতে পেলাম। বয়স বাড়লেও এখনো দারুন ভাবে আকর্ষণীয় ওর চোখের চাহনি, হাঁটার ভঙ্গি এবং কথা বলার ধরন। রণ পাশের চেয়ারটি টান দিয়ে বসলো। আমার হাত পা কাঁপছে। ভালোবাসা, অভিমান, আর ফিরে পাওয়ার একটি মিশ্র অনুভূতিতে আমার হৃদপিণ্ড ভারি হয়ে আছে। ঠিক বুঝতে পারছিলাম না কোন জায়গা থেকে শুরু করবো। রণ কথা বলেই যাচ্ছে আর আমি শুধু হ্যাঁ না উত্তর করছি।ভেবেছিলাম ওর চোখে চোখ রেখে ওর হৃদয়ে আমার জন্য কতটুকু জায়গা রয়েছে সেটা মেপে দেখার চেষ্টা করবো। কিন্তু কেন জানি চোখের দিকে তাকাতেই পারছিলাম না। হঠাৎ একজন সাদা চামড়ার মহিলা আমাদের দিকে এগিয়ে এসে আধো বাংলাতে বলছে, " তুমিই তনিমা! অনেক শুনেছি তোমার কথা।" আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম রণর দিকে। এখন ঠিক ওর চোখের দিকে তাকাতে পারছি, একটুও কষ্ট হচ্ছে না। সেখানে দেখলাম আমি ওর হৃদয়ের গভীরে কোথাও নেই। আমি ওর কাছে দূরবর্তী কোন বন্ধু হিসেবেই আছি, যার স্থান হৃদয়ের কাছা কাছি কোথাও না।


রণের অ্যামেরিকান বউ সব জানে আমাদের ব্যপারে। এমনকি আজ আমরা দেখা করতে আসবো সেটাও জানে। ওরা একসাথেই এসেছে আড়ং এ শপিং করতে। রণ নাকি আমাকে সারপ্রাইস দিতে চেয়েছে একটু নাটকীয় ভাবে। ওর সব কিছুতেই নাটক, যেটা আমার একদমই পছন্দ নয়।তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পেরেছি, আমি যে মনে মনে ভালোবাসার ঘর তৈরি করেছি রণকে ঘিরে সেখানে সে বাস করে না। ওখানে শুধু আমি একাই বসবাস করি।চোখ ফেটে কান্না আসছে, অতি কষ্টে নিয়ন্ত্রণ করেছি। রণকে কিছুতেই বুঝতে দেইনি আমার মনের অবস্থা। বেশ অনেকক্ষণ গল্প করে মস্ত বড় একটি শূন্যতা নিয়ে ফিরে এলাম বাসায়।এসেই মার বাড়িতে আমার যে আলমারি রয়েছে সেটা থেকে কাঁচের বোতলটি বের করে, সব গুলো পুড়ে যাওয়া ভালোবাসা উড়িয়ে দিলাম ছাদে গিয়ে।


এখন আর মনের ভেতর কেন জানি কোন প্রকার ঘৃণাও নেই রণর প্রতি, বেশ হালকা লাগছে । আসলে ওর তো কোন দোষ নেই। ও তো আমাকে এ দু বছরে কখনোই বলেনি সে আমাকে ভালোবাসে। আমাদের সেই বাল্য প্রেম তো সেই কবেই মিটে গিয়েছে। আমিই অকারণে এতো কিছু ভেবে রেখেছি। দোষটা আমারই ছিলো।অতি মাত্রায় কল্পনা প্রবণতা আমার আরও একটি বড় সমস্যা।


রাত দশটায় হঠাৎ চয়নের ছোট বোন এলিনার ফোন বেজে উঠলো । আমি না ধরাতে মার কাছে ফোন দিয়েছে। মা বিস্মিত চোখে মুখে আমাকে ফোন দিয়ে বলছে,
- জামাই নাকি হসপিটালে!


মনে মনে ভাবছি, নির্ঘাত আরেকটি মায়াজাল বিছানোর ফন্ধি।
ফোনের ওপাশ থেকে এলিনা বলছে,
- ভাবী তুমি জলদি হসপিটালে আসো, ভাইয়া হসপিটালে।


হসপিটালে গিয়ে জানলাম, চয়ন এক মাস হয় সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিচ্ছে। চয়ন বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগছে। এজন্যই ওর মেজাজ খিট খিট হয়ে থাকে আর রাগ কন্ট্রোল করতে পারে না। পাশা পাশি প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় অর্থাৎ এংজাইটি ডিসঅর্ডারও রয়েছে। সব মিলিয়ে ও মানসিক ভাবে সুস্থ নয়। একারনেই মানসিক যন্ত্রণা কমাতে সে নিজের ক্ষতি করে অর্থাৎ সেলফ হার্ম করে।


অফিস থেকে বাড়ি ফিরে যখন আমার চিঠি পায় তখন ও অনেক জোরে দেয়ালের সাথে মাথা হিট করে। যার ফলে প্রচুর রক্ত ক্ষরণ হয় এবং ও বেহুশ হয়ে পড়ে থাকে। এলিনা বাসায় এসে ওকে হসপিটালে নিয়ে যায়। এলিনা ওর মানসিক রোগ সম্পর্কে জানতো। আমাকে জানায়নি, কারণ ওরা ভেবেছিলো আমি হয়তো মানতে পারবো না। ডাক্তার বলেছে এরকম রোগীরা সম্পূর্ণ ভালো হয়ে যায়, থেরাপি নিলে এবং প্রিয়জনের সহযোগিতা পেলে।


আমি সারা রাত ওর পাশে বসে বসে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। পর্দার ফাঁক দিয়ে ভোরের আলো এসে আমার মুখে পড়তেই আমার ঘুম ভেঙ্গে গেলো। চয়ন তখনো ঘুমাচ্ছে হসপিটালের বেডে।ওকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ওর মুখের দিকে অনেক দিন ঠিক মত তাকিয়ে দেখিনি। আজ কেন যে এতো মায়া লাগছে ওর মুখটি দেখে। মনে মনে ভাবছি, কেন যে আমি এতো ভুল করি! চয়নকে কোন দিন বলিনি, ভালোবাসি। আজ চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে,
- ভালোভাসি ভালোবাসি!

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ লিখেছেন। শিরোনামটাও খুব সুন্দর হয়েছে। +

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৬

নীল আকাশ বলেছেন: লেখা ভালও লেগেছে। ২টা বিষয় খটকা থেকে গেল-
১। স্বামীর অসুস্থতার বিস্তারিত বৌ জানবে না (পঁচিশ বছরের সংসার -১০ বছর = ১৫ বছর) কিন্তু স্বামীর বোন জানবে, এটা কেমন হলো?
২। তনিমা'কে রণ কী এমন বলেছে যে সে নিজের পঁচিশ বছরের সংসার ফেলে বের হয়ে আসলো? পঁচিশ বছরের সংসার করার পরও এই মেয়ের ম্যাচুরুটি আসেনি? পঁচিশ বছরের সংসার এত সহজে মেয়েরা কী আসলেই ভেঙ্গে ফেলে দিয়ে যেতে পরে? মেয়ে হিসেবে নিজেই ভেবে দেখুন?

ছবি ভালো হয়েছে। শুভ কামনা আ রইলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: ১। স্বামীর সাথে তনিমার সম্পর্কের দূরত্ব অনেক। স্বামী যে অসুস্থ সেটা তো সেই জেনেছে ১ মাস আগে। সে তো এমনিতেই এংজাইটি ডিসঅর্ডারে ভুগছে স্ত্রী যদি তাকে ফেলে চলে যায়। বাংলাদেশে এখনো মানুষ এ জাতীয় মানসিক রোগকে মেনে নেয় না, তাদেরকে পাগল মনে করে এবং এই জাতীয় মানসিক রোগের চিকিৎসা করে না। বরং ভুল বোঝা বুঝির কারনে সম্পর্ক নষ্ট হয়ে যায়।

২। তনিমা রণ কিছু বলেছে বলে বাড়ি থেকে চলে যাচ্ছে না। সে যাচ্ছে চয়নের উপর বিরক্ত হয়ে, চয়নকে ভুল বুঝে। আর যেহেতু তনিমা একাকীত্বে ভুগছে তাই সেখানে রণর জন্য একটি ভালোবাসার জায়গা তৈরি করেছে। কিন্তু রণ তাকে ভালোবাসে না, বন্ধু হিসেবে জানে।

সব কিন্তু লেখা আছে। আরও একবার মনযোগ দিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতার রেশ টুকু রয়েই গেল!

আ গুড এন্ডিং :)
ভালবাসা প্রকৃত ভালবাসার কাছে ফিরে আসুক মোহ মুক্ত হয়েই!
তাতেই সূখ, তাতেই স্বস্তি!

+++++++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য আর লাইকের জন্য।

শুভকামনা রইলো।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: গল্পটা ভাল।
বেশির ভাগ ব্লগার গল্প লিখে। কিন্তু তারা গল্প বলতে জানে না। আপনি বেশ গুছিয়ে সুন্দর করে লিখেছেন। পড়তে ভালো লেগেছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্যের জন্য।

মুগ্ধতা মন্তব্যে।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয় লেখা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮

নিভৃতা বলেছেন: আপনার গল্প লেখার স্টাইলটা চমৎকার। পড়তে ভালো লেগেছে খুব।

আচ্ছা যদি রণের জীবনে আবার ফিরে যাবার সুযোগ থাকতো তাহলেও কি তনিমা ফিরে এসে চয়ণকে ভালোবাসতে পারতো? যদি রণের জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেয়েও তা উপেক্ষা করে চয়নের কাছে চলে আসতে পারতো তাহলে হয়তো তনিমার চরিত্রটা আরেকটু দৃঢ়তা পেত।
মুগ্ধতা রেখে গেলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রণর জীবনে যদি ফিরে যাওয়ার সুযোগ থাকতো তবে হয়তো তনিমা যখন চয়নকে এভাবে অসুস্থ অবস্থায় পেত তখন তার জীবন আরও কমপ্লিকেটেট হয়ে যেত।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

খাঁজা বাবা বলেছেন: ফেলে দেয়া জিনিসের প্রতি মায়া রাখতে নেই, শুধু কষ্ট বাড়ে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্যের জন্য।
মুগ্ধতা মন্তব্যে।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

করুণাধারা বলেছেন: গল্পের বিষয় নির্বাচন এবং বলার স্টাইল- দুটোই খুব ভালো লাগলো। সিজোফ্রেনিয়া বা অন্য মানসিক রোগীর সঙ্গী নিজেও অবসাদে ভুগতে থাকে। তার পক্ষে এমন ঘটনা খুব স্বাভাবিক।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া,




অনেকদিন পরে এসে আপনার শূন্যস্থান আবার ভরিয়ে দিলেন।

আসলে কোনও শূন্যতাই কখনও শূন্য পড়ে থাকেনা। কেউ না কেউ এসে জায়গা করেই নেয়!
গল্পটি এই শূন্যতাকে ভরাট করা নিয়ে। যদিও শূন্যস্থানটি তেমন জোরালো কোনও কারন ছাড়াই শূন্য হয়ে ঊঠেছে আবার সেই শূন্যস্থান গেঁথে তুলতে যে শক্ত ইঠ-পাথরের দরকার ছিলো তেমন ইঠ-পাথরের যোগান মেলেনি।

এটুকু দ্বিধা ছাড়া আপনার গল্পের গাঁথুনি শক্তই বলবো। সাবলীল লেখা। শেষে তনিমার নিজের ভালোবাসার কাছেই আবার ফিরে আসার বোধটুকু শূন্যতাকেই যেন ভরাট করে তুলেছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: প্রথমেই আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

এরকম মন্তব্যের জন্যই ব্লগে ফিরে আসতে ইচ্ছা হয়। সেই ভাবনা থেকেই অনেক দিন পরে এখানে গল্পটি দিলাম।
আসলে ছোট গল্পে বড় একটি ঘটনাকে ফিট করানো সত্যিই কঠিন। এটারও কিছু কৌশল রয়েছে, সেটা যদিও আমি ভালোভাবে নখদর্পণে আনতে পারিনি। হয়তো আরও কিছু ছোট গল্প পড়তে হবে।

দারুন ভাবে বানান ভুলটিও ধরিয়ে দিলেন, সে জন্যও কৃতজ্ঞতা। এখুনি ঠিক করে নিচ্ছি।

অনেক অনেক শুভ কামনা রইলো।

১১| ০১ লা মার্চ, ২০২০ রাত ১২:৪৬

এমজেডএফ বলেছেন: ব্লগে সময়ের অভাবে নিয়মিত আসা হয় না, হয়তো তাই আপনার লেখা কোনো গল্প আগে চোখে পড়েনি। আপনার 'শূন্যস্থান' গল্পটি পড়ে মনটা ভারী হয়ে উঠেছিল। কারণ 'স্ত্রী ফেলে চলে যাবে এ ভয়ে এংজাইটি ডিসঅর্ডারে' আক্রান্ত আমার এক বন্ধুকে খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছিল।

আপনার গল্পে তনিমার রেখে যাওয়া চিঠি পেয়ে প্রতিক্রিয়ায় চয়ন অনেক জোরে দেয়ালের সাথে মাথা হিট করে। আর আমার বন্ধুটির প্রতিক্রয়া হয়েছিল অন্যরকম। সে বাসায় এসে দেখলো তার স্ত্রী তল্পিতল্পা ঘুছিয়ে বসে আছে। সে বাসায় ঢুকলো আর তার স্ত্রী চিরবিদায় জানিয়ে বেরিয়ে গেল। আমার বন্ধুটি মনের বিক্ষুব্ধ অবস্থা সামলিয়ে স্ত্রীকে সিড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। সে মুহুর্তে তার মধ্যে ভয়ের কোন লেশ ছিল না। কারণ যার জন্য তার এত ভয় তা যখন ঘটেই গেল আর ভয়ের কিছুতো নেই!

যা-ই হোক, আপনার গল্পে ফিরে আসি। গল্পের প্লট খুবই সুন্দর। এ ধরনের ঘটনা বর্তমানে বাস্তবেও ঘটে। সহজ-সরল উপাস্থপনা, কোনো ধরনের নাটকীয়তা বা ভণিতা নেই। তবে আমার কাছে গল্পের উপাস্থপনার স্টাইলটা বেশি মাত্রায় আত্মজীবনী টাইপের মনে হয়েছে। গল্পের শুরুর দিকে তনিমার শশুড়বাড়ি, চয়ন ও অর্ণির যে বর্ণনা দিয়েছেন তা তাদের প্রাত্যহিক জীবনের কিছু সংলাপসহ জুড়ে দিলে গল্পটি আরো সজীব হতো।

গল্পের শুরুটা আমার কাছে তেমন একটা আকর্ষণীয় মনে হয়নি। গল্পের ২য় প্যারাটি শুরুতে দিলে পাঠকের প্রতি একটা চমক থাকতো।
"আজ পঁচিশ বছর পর এসেছে সেই দিন; আজ সব দায়িত্ব শেষ করে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেউ আমাকে আটকাতে পারবে না আজ। চয়ন যতই মায়া জাল বিছাক আমি কিছুতেই আর থাকছি না এ বাড়িতে।"
গল্পের শুরুতেই এ দুটি লাইনের আগের এবং পরের ঘটনা জানার জন্য পাঠকের মনে একটা বিশেষ আগ্রহ জেগে উঠতো।
গল্পের শেষটা মিলনাত্মক এবং বাংলা ভাষার সবচেয়ে সুন্দর শব্দ 'ভালোবাসা' দিয়ে পরিসমাপ্তি খুবই চমৎকার হয়েছে।

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো। পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম - ভালো থাকুন।

০১ লা মার্চ, ২০২০ রাত ১:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: কি বলে যে আপনাকে ধন্যবাদ দিবো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। একদম ঠিক বলেছেন। শুরুটা আরও একটু নাটকীয় ভাবে হতে পারতো।
এখানে কিছু প্রকৃত পাঠক পাওয়া যায়। যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এজন্যই অনেক দিন পরে ফিরে আসলাম এখানে।

আগের কিছু গল্প আছে সেগুলো ধীরে ধীরে পোস্ট করবো এখানে। আর পরবর্তী লেখায় অবশ্যই মনে রাখবো আপনার দেয়া সাজেশনগুলোর কথা।

অনেক অনেক শুভ কামনা রইলো।

১২| ০১ লা মার্চ, ২০২০ রাত ২:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ব্ল্যাকহোলের সঙ্গে প্রেমের তুলনাটা ভালো লেগেছে। নতুনত্ব আছে বলে।

উত্তমপুরুষে লেখার কারণে গল্পের বুনট বলিষ্ঠতা পায় নাই বলে মনে হইছে। ঘটনা পরম্পরা বজায় রাখার জন্য স্পেসগুলা পূরণের চেষ্টা ছিল না বলে মনে হইছে। বড় কথা, গল্পটা বলার জন্য বলা মনে হইল। বৈঠকে যেমন কয়েকজন শ্রোতার সামনে গল্প বলে যাই বা আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলতে থাকি তেমন একটা স্পিডি ব্যাপার আছে।

টাইপো আছে কয়েকটা। লেখার সময় গল্পে লেখকের মনোযোগের অভাব স্পষ্ট। তারপরেও লেখক গল্পটাকে আবার কোনোদিন লিখবেন বলে সম্ভাবনা দেখি।

গল্পে ভালো লাগার মতো অনেক বিষয় আছে।

০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

শুভ কামনা রইলো।

১৩| ০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে সে জানতে আবার এলাম।

০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: খুব ভালো করেছেন।

ধন্যবাদ আবারও।

১৪| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: অসম্ভব রকমের সুন্দর একটা গল্প। সাবলীল বর্ণনা ।
খুব ভালো লাগলো আপু্।
শুভকামনা রইলো।

০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

পাঠকের ভালো লাগলে লেখা সার্থক হয়। অনেক অনেক ভালো লাগা রইলো মন্তব্যে।

ভালো থাকবেন সব সময়।

১৫| ০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৩০

মলাসইলমুইনা বলেছেন: গুলশান কিবরীয়া,
এই সময়ে আমাদের জীবনের সাধারণ টানাপোড়েনকে অসাধাৰণ করে বলেছেন আপনি এই গল্পে ।
আপনার অন্য সব লেখার মতোই ঝরঝরে লেখা । কোনো হোঁচট না খেয়েই শেষ করলাম পরে আর হোঁচটটা খেলাম ঠিক তখনই । ছোট ঢাকা শহরে এতো বছর তনিমা আর রণ থাকে আর রণ যে বিবাহিত সেটা তনিমা জানবে না ? ফেসবুকে এতো যোগাযোগ থাকার পরে এই না জানাটা কিন্তু খানিকটা অবিশ্বাস্য । আর রণর বিয়ে বিয়ে, ওয়াইফের কথা জেনেও যদি তনিমা রণকে পেতে চায় তাহলে কিন্তু তনিমার চরিত্রই গভীরতা হারিয়ে ফেলে। গল্পের এই জায়গাটা ছাড়া গল্প গতিতে দুরন্ত আর লেখায় মুন্সিয়ানায় দুর্দান্ত । সব সময়ের মতোই ভালোলাগা গল্পে ।

১৬| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.