নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোসাইন আসাদ

আমি আসাদ । পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার । পড়েছি কুয়েট থেকে । দেশের বাড়ি ঝিনাইদহ

হোসাইন আসাদ › বিস্তারিত পোস্টঃ

ধমনীতে শহীদের রক্তঃ শিববাড়ীমুখী লংমার্চ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

বাতাসে লাশের গন্ধ পাই, ভাসে স্বজনহারার আহাজারি, শিরায় শিরায় প্রতিশোধের অনল।



তাজা রক্তের বন্যা বইয়ে তোরা আবার জয়োধ্বনিও করিস!!!

না, আর নয়। প্রজন্ম আজ ঘুমিয়ে নেই, ওদের ধমণীতে যে আজ শহীদের রক্ত।



হ্যাঁ ,তাই এই পবিত্র রক্তের শোধ নিতে শাহবাগে যে অগ্নি স্ফুলিঙ্গের সুচনা ঘটেছে তা আজ প্রবাহিত হচ্ছে সারা দেশে।

শাহবাগের সাথে সাথেই ফুঁসলে উঠেছে খুলনার শিববাড়ী। কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিক্যাল সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে প্রানের দাবি , রাজাকারের ফাঁসি চাই।

ভোর থেকে গভীর রাত অবধি চলছে অক্লান্ত বীরের রক্তের শানিত স্লোগান।







আন্দোলন অব্যাহত রাখতে ১৪ ফেব্রুয়ারি নির্দলীয় গনমঞ্চ ডাক দিয়েছে পদযাত্রার। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে দীর্ঘ ১২ কিমি এ লংমার্চে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল হতে যাচ্ছে জাতির কলঙ্ক মোচনের নিমিত্তে আয়োজিত এই লংমার্চ।







দাবি একটাই,

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই

রাজাকারের ফাঁসি চাই।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

পীরসাহেব বলেছেন:
দাবি একটাই,
রাজাকারের ফাঁসি চাই।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

দিলশাদ হোসাইন বলেছেন: দাবি একটাই,
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.