![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা!জীবনের মানে খুঁজে বেড়াই,পথে যদি দেখা হয়ে যায়.... চলন্ত জীবন,চলছে অবিরাম
শার্লি এব্দোর একটা কপির জন্যে পরিচিত একটা ম্যাগাজিন এর স্টলে বলে রেখেছিলাম গত মঙ্গলবার ।বুধবার দিন নিচিন্ত মনে হেলেদুলে বেলা ১ টার দিকে গিয়েছিলাম আমার কপিটি নিয়ে আসার জন্যে। আমাকে দেখার পরপরই আমি কিছু বলার পুর্বেই দোকানি বলে উঠলেন "আমি খুবই দুঃখিত তোমার কপিটি রাখতে পারিনাই বলে।কি করব বল,একজন এসে এমন ভাবে জেঁকে ধরল যে না দিয়ে পারিনি।দেখ,আমি আমার নিজের জন্যের কপিটিও রাখতে পারিনি।তুমি আমার পরিচিত বলে মনে করলাম তোমাকে আমি বললে বুঝবে।সামনের শুক্রবারে তোমার জন্যে যেভাবেই হোক একটি কপি আমি রাখব এসে নিয়ে যেও।" আমাকে দেখাল ঐদিনের সব কপিতো শেষই,এর মধ্যে ২৫০ জনের উপরে সামনের দিনের জন্যে অর্ডার করে গেছেন,সে তখন আর কোন এডভান্সে অর্ডার নিচ্ছে না।যাইহোক শুক্রবারেও কপিটি আমার হাতে এসে পৌঁছেনি।অবশেষে আজ একটু পূর্বে কপিটি হাতে পেলাম।
এখন কিছু জ্ঞান কপচাই!
যেখানে আগে শার্লি এব্দো ১ লক্ষের অনেক কম ছাপা হত পূর্বে,সেখানে একসাথে ৩০ লক্ষ কপি ছাপা করেও কোলানো সম্বভ হয়নি,শার্লি এব্দো-র সম্পাদক পরবর্তীতে আরও ২০ লক্ষ কপি মুদ্রণ করছেন,তাহলে সব মিলিয়ে হল ৫০ লক্ষ কপি।এর পরেও শুনেছি আরও মুদ্রণের নির্দেশ দিতে পারেন।
কবে মাথামোটা ছাগলের দলেরা বুঝবে অস্ত্র,হুমকি, বর্বরতা আর হত্যা দিয়ে কলম আর মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমানো যায় না।কারো কাছে কোন কিছু পছন্দ না হলে,এর জন্যে তাকেও কলম আর আইনের মাধ্যমেই লড়ে যেতে হবে।
আজ শার্লি ৫০ লক্ষ কপি মুদ্রণ করেও হচ্ছে না;এখন শুধু ফ্রান্সে মুদ্রিত হচ্ছে,অদূর ভবিষ্যতে যে এটা ইউরোপ এর অন্যান্য দেশ সহ সারা বিশ্বের আরও অনেক দেশে মুদ্রিত হবে না তা কি কেউ বলতে পারবে?
তাহলে এই বর্বরতা দিয়ে কি ফলাফল হল,আগে যারা শার্লি এব্দো পড়ত না,এমনকি এটা সম্বন্ধে জানতো পর্যন্ত না,তারাও এটা পড়বে।শার্লি এব্দোর জনপ্রিয়তা আরও কয়েক হাজারগুণ বাড়িয়ে দেয়া হল।
এই ভণ্ড বর্বরের দলেরা যদি এটা উপলব্দি করতে পারত,তাহলে পৃথিবীতে পুরোপুরি না হোক অনেক শান্তি আসত এটা নিঃসন্দেহে বলা যায়।তবে এইসব বর্বরদের এটা বুঝার মত সামান্য পরিমাণ গিলু আছে কিনা তাতে আমার ঘোর সন্ধেহ আছে।
আমরা কবে যে ধর্মের লেবাসে নিজেদের প্রথমে পুরোপুরি না ডেকে,নিজেকে সবার প্রথমে একজন মানুষ হিসেবে পরিচয় দিতে শিখব!
সতর্কীকরণঃঅনুভূতিতে আঘাত নিজ দায়িত্বে পাবেন
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
আসাদ খাঁন বলেছেন: মন থেকে বললেন
আপ্নাকেও ধন্যবাদ
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
জনাব মাহাবুব বলেছেন: তোমার শার্লি বাপকে বলো ইহুদী ধর্ম নিয়ে ফাজলামো করতে, তাহলে বুঝবা, ঠেলা কারে কয়। লাত্থির চোটে পত্রিকা প্রকাশনা বন্ধ হইয়া যাইবো।
এখন ল্যাংড়া-লুলারাও ইসলাম ধর্ম নিয়া ফাইজলামী শুরু করছে। চামে তুমিও ফাইজলামী কইরা গেলা।
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
আসাদ খাঁন বলেছেন: ক্যান হুগায় জ্বলেনি? এখানে ফাইজলামির কি পাইস?আর আবালচুদার মত কথা বলার পূর্বে একটু পড়াশুনা কইরা নিও।তাইলে জানবা ইহুদি ক্যান সব ধর্ম নিয়াই লেখালেখি করে শার্লি।আর শুধু শার্লি না পৃথিবীতে অনেক পত্রিকাই আছে যেখানে ধর্মের গোঁড়ামি নিয়া লেখালেখি হয়।এতে কেউ কাউরে মাইরা ফালায় না!
সতর্কীকরণটা চোখে পড়ে নাই মনে হচ্ছে!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০
জনাব মাহাবুব বলেছেন: তোমার মাঝে আসিফ মহিউদ্দিনের প্রেতাচ্ছায়া দেখা যাচ্ছে।
বিতর্ক সৃষ্টি কইরা শার্লির মতো একলাফে আসমানে উঠতে পারবানা। খুব খিয়াল কইরা।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯
আসাদ খাঁন বলেছেন: এতক্ষণ কিছুটা সন্ধেহ থাকলেও,এখন ১১০% নিশ্চিত হলাম তুমি আসলেই একটা উন্নত মানের রামছাগল।কোন কিছু না বুইঝাই ফাল পাড়া যাদের অভ্যাস!
এই লেখায় কোন ধর্মরেই নিয়াতো একটা শব্দও উল্লেখ করি নাই,শুধু বলেছি "মাথামোটা ছাগলের দল" আর তুমি যে তাদের একজন তাতো আমি আগে জানতাম না
৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০
মহাকাল333 বলেছেন: ভাই, সহমত.। লেখাটি পড়ে ভালো লাগলো।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২
আসাদ খাঁন বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
জনাব মাহাবুব বলেছেন: তুমি আইসো মুসলমানগো জ্ঞান দেওয়ার জন্য। আগের নিজের জ্ঞান কাজে লাগাও তারপর জ্ঞান বিতরণ কইরো।
নাম দেইখ্যা তো মনে হয় মুসলমানের ঘরে জন্ম। তুমি কলম হাতে তুইলা লইয়া ইসলামের পক্ষে কয়টা লেখা লিখছো।
শার্লি এবদো নিয়ে তোমার লেখায় যে উন্মাদনা দেখলাম তাতে মনে হয়, শার্লির হঠাৎ আঙ্গুল ফুইলা কলাগাছ হওয়া তুমি বেজায় খুশি।
মুসলমানগো দুই-চারটা গালি না দিলে কিছু স্বঘোষিত আতেলের ঘুম হয়না। তুমি নব্য আতেল সাইজা গালিগালাজ কইরা নিজেও তৃপ্তি খুইজ্যা বেড়াইতাছো।
ইসলাম নিয়া কোন চুলকানি থাকলে সেখানে মলম লাগাও আশা করি চুলকানি দূর হইয়া যাইবো।
রাস্তাঘাটে পাগলা মলম নামক একটি মলম পাওয়া যায়, সেটা ১০ টাকা দিয়া কিন্না লাগাও চুলকানী + পাগলামী সহজেই দূর হইবো।
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০
আসাদ খাঁন বলেছেন: দেশ ছাগল উৎপাদনে বিশ্বে ৪ নাম্বার এমনিতে হয়নাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
তানভীরএফওয়ান বলেছেন: u r right