নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মানচিত্র

আমি আসাদ

আসাদ ভাই

জীবনের খোলা রাতে আজো ফুরায়না শত মহুয়ার পালা।

আসাদ ভাই › বিস্তারিত পোস্টঃ

মেয়ে পটানোর মহা মূল্যবান বাণী। কাজে লাগলে জানাবেন।

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০৬

# আপনার কাছে কি কোন ম্যাপ আছে? আমি আপনার চোখে হারিয়ে গিয়েছি কিনা!



# আপনি কি খুব ক্লান্ত? কারণ অনেকদিন ধরে আপনি আমার হৃদয়ে ঘুরে বেড়াচ্ছেন!



# আপনার কোন জমজ বোন আছে? না থাকলে আপনিই বিশ্বের সেরা সুন্দরী!



# আপনি কি কোন ম্যাজিশিয়ান? আপনাকে দেখলে আমার চার পাশের সব কিছু উধাও হয়ে যায়!



# আমার চোখে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়। আপনার দিক থেকে চোখ সরাতেই পারছিনা!



# ম্যাকডোনাল্ডে গেছেন কখনো? আপনার নামে এরা একটা বার্গার পেশ করেছে - ম্যাক গর্জিয়াস!



# এই কক্ষ/ শ্রেণীর সব থেকে সুন্দরী মেয়ে হতে কেমন লাগছে?



# স্বর্গ থেকে কিভাবে নেমে এলেন? সিড়ি দিয়ে না লিফটে?



# আপনিঃ আপনি কি গ্রীস থেকে এসেছেন?

সেঃ কেনো?

আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই গ্রীস থেকে আসে!



# আপনি কি "লাভ এট ফার্স্ট সাইট" এ বিশ্বাস রাখেন, নাকি আরেকবার ঘুরে আসবো?



# আপনিঃ আপনাকে গ্রেফতার করতে এসেছি!

সেঃ কেনো?

আপনিঃ আমার হৃদয় চুরি করার জন্য!



# আমি আমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি। আপনারটা ধার করতে পারি?



# আপনার হৃদয়ের রাস্তাটা বলে দিবেন? আমি আপনার চোখেই হারিয়ে গিয়েছি কিনা!



# আমি "মেইড ইন বাংলাদেশ" জিনিসই পছন্দ করি, কিন্তু আপনার গায়ে দেখলাম "মেইড ইন হ্যাভেন" লেখা!



# একটা ফুল দিয়ে বলা যেতে পারে, "এই ফুলটাকে দেখাচ্ছিলাম আপনি কতো সুন্দর!"



# আমি আপনার চোখে জল হতে চাই। আপনার চোখে জন্মে, আপনার গাল বেয়ে আপনার মুখে গিয়ে শেষ হয়ে যাবো!



# দাড়ান! আমাকে একবার স্বর্গে ফোন করতে হবে! ওখান থেকে নিশ্চয় একজন হুরপুরী হারিয়ে গেছে!





লিখাটি সংগ্রহীত। ভাল লাগল তাই শেয়ার করলাম।

মন্তব্য ৫৬ টি রেটিং +৩১/-১

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৩

লেখাজোকা শামীম বলেছেন: এগুলি কিভাবে বলা সম্ভব ? সবই তো মিথ্যা কথা। মানে দাঁড়ায়, মিথ্যা কথা না বললে মেয়ে পটানো যায় না ।

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৩

আসাদ ভাই বলেছেন: ভাইইয়া আসলে সবাইত বলে,
যুদ্ধ আর ভালবাশায় মিথ্যা বললে পাপ হয় না।
সো.




আপনার মত এক জন লক আমার ব্লগে কমেন্ট করাই আমার ভাল লাগলো
আপনাকে ধন্যবাদ। আমার জন্য দয়া করবেন।

২| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৫

নীলতিমির বলেছেন: আপনি কোন পন্থাটা কাজে লাগাইছেন ? :) :) :) :) :) :) :) :) :) :) :)

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৪

আসাদ ভাই বলেছেন: কন্তা লাগাব ভাবসি

৩| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৮

নীরব দর্শক্ বলেছেন: ভাই, কাকে বলবো, সে-ই তো নাই....।যদি আপনার জানা-শুনা থাকে ............। ;) ;) ;)

কয়েকটা খুবই ভাললাগছে......।

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৫

আসাদ ভাই বলেছেন: কাম সারসে আপনাকে ইম্প্রেস করার জন্য বলিনাই কিন্তু
ভাল লাগা ভাল আবার পইতা জাইন না।

৪| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৮

ইশাতের দুনিয়া বলেছেন: কামের জিনিস............

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৬

আসাদ ভাই বলেছেন: জি হুজুর

৫| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৩

পাহাড়ের কান্না বলেছেন: আপনিকি রসালো আম? আপনাকে দেখলেই জিভে পানি আসে কিনা :#>

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৭

আসাদ ভাই বলেছেন: মারহাবা। মাথা খুলতাসে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৩

পাগলমন২০১১ বলেছেন: পাহাড়ের কান্না বলেছেন: আপনিকি রসালো আম? আপনাকে দেখলেই জিভে পানি আসে কিনা

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৮

আসাদ ভাই বলেছেন: আগেই শুনা কথা আগেই কেও আকজন বলসিল

৭| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৫

াহবুব বাবুই বলেছেন: হেহেহে ভালু :D

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩০

আসাদ ভাই বলেছেন: আমি জানি ভালু।

৮| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৭

পুশকিন বলেছেন: আমার একটা পোষ্ট ছিল

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩২

আসাদ ভাই বলেছেন: দেখানত আমার লাইক লিস্টে আছে কি না?

৯| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৯

মোঃ মনজুরুল হক বলেছেন: কথা গুলো ভাল লাগল তবে আজকালকার মেয়েরা এইসব মিথ্যা কথা বিশ্বাস করবে ???

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৩

আসাদ ভাই বলেছেন: চেষ্টা করতে দশ কি?

১০| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩১

রাহীম বলেছেন: আমি মনে করি এগুলো মেয়েদের ধোঁকা দেয়া হয়ে যাবে । একটা সত্য কথা বলি কেউ যদি আপনার কোন নিকটাত্মীয় কে এভাবে ধোঁকা দেয় আপনার কাছে কেমন লাগবে ? নিশ্চয় ভালো লাগবে না খুব খারাপ লাগবে। এভাবে যে মেয়েকে আপনি পটাবেন তার ও ভাই বাবা রয়েছে । তাদের ও টো তাহলে বিষয়টা খুব খারাপ লাগবে । সে জন্য বিয়ে ছাড়া কোন অবস্থায় মেয়েদের কথা চিন্তা করা অপরাধ ।

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬

আসাদ ভাই বলেছেন: ভাই আপনি বিয়ের পরেই বইলেন।

১১| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Nyc post ! +

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬

আসাদ ভাই বলেছেন: আপনারটাও
ধন্যবাদ

১২| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪১

S M Shovon বলেছেন: এটা তো আগেও পড়েছি রংমহলে। কপি পেস্ট করেছেন যে!!

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৭

আসাদ ভাই বলেছেন: লিঙ্কটা দিবেন প্লিস।
আমি কিন্ত বলেসি লিখাটি সংগ্রহীত।
এবং লিখাটা কপি পেস্ট করিনি। এডিট পেস্ট বলতে পারেন।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

সংগ্রহ নিশ্চয় এখান থেকে?

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯

আসাদ ভাই বলেছেন: ভাই লিংক টা ভাল করে দিন।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৪

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: আমি বেশি পটাই না মাঝে মাঝে এইসব টেষ্ট করি..... পটানো'র ফরমূলা কাজ করে কিনা ?


তবে সবথেকে সহজ উপায় হচ্ছে - কি হবে না হবে, এই সব না ভেবে ফস করে বলে ফেলা । দেখবেন কাজ হয়ে গ্যাছে ।

" একদিন এসে টুক করে তুলে নিয়ে গিয়ে, তোমাকে সোকেজে সাজায়ে রাখবো ।
মেয়ে বলবে - সাজায়ে কি করবেন ? / আমাকে সাজায়ে রাখবেন- না ?
মাঝে মাঝে তোমাকে দেখবো । যখন দেখতে ইচ্ছা করবে । বের করে দেখবো, আদর করবো, পরে আবার সোকেজে রাইখা দিব । "

চোখকান বন্ধ কইরা, দাঁতমুখ খিইচ্ছা একবার যদি এই কথা বইলা ফালাইতে পারেন । দেখবেন কাম শুরু হয়ে গ্যাছে ।

( বহুবার পরিক্ষীত ! ) :D :D

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৩

আসাদ ভাই বলেছেন: অভিজ্ঞ লোক এই পোস্ট পড়া থাকে বিরত থাকুন।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫১

এবার তোরা মানুষ হ বলেছেন: আপনার মত এক জন লক আমার ব্লগে কমেন্ট করাই আমার ভাল লাগলো
আপনাকে ধন্যবাদ। আমার জন্য দয়া করবেন।..।ভালোই শামীম ভাইকে ও পটাইদিলেন মনে হচ্ছে...হবে হবে

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০০

আসাদ ভাই বলেছেন: পনাদের দোয়ায়।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৪

নিশাচর ভবঘুরে বলেছেন: একটা যোগ করতে পারেন-

"আমি আপনাকে দেখে বুঝলাম, আমার জীবনটা কার জন্য। এতোদিন জানা ছিলোনা"

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৭

আসাদ ভাই বলেছেন: বেশি হাল্কা হয়ে গেল। দাম নাও দিতে পারে

১৭| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:১৩

নির্বাসিত আমি বলেছেন: আপনিঃ তুমি সারারাত ঘুমাউনি কেন ?
কেন? ঘুমিয়েছি তো
আপনিঃ তাহলে আমার সপ্নে ছিলে কি করে ? ;) ;) ;)

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:২০

আসাদ ভাই বলেছেন: তোমার কাছে ডেটল আছে, তোমার প্রামে পরে আমার পা সিলে গেছে।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৪

বাল্মীকি বলেছেন: এইগুলা বলে শুধুমাত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পটানো সম্ভব হতে পারে, উনি অনেকদিন ধরে খালি আছেন।

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৭

আসাদ ভাই বলেছেন: আপনার জন্য পারফাকেট

১৯| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩২

ডেজা-ভু বলেছেন: B:-) B:-) B:-)

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৭

আসাদ ভাই বলেছেন: :D :D :D

২০| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪৮

অসম সমীকরন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ২:৩৫

এ হেলাল খান বলেছেন: রাহীম বলেছেন: আমি মনে করি এগুলো মেয়েদের ধোঁকা দেয়া হয়ে যাবে । একটা সত্য কথা বলি কেউ যদি আপনার কোন নিকটাত্মীয় কে এভাবে ধোঁকা দেয় আপনার কাছে কেমন লাগবে ? নিশ্চয় ভালো লাগবে না খুব খারাপ লাগবে। এভাবে যে মেয়েকে আপনি পটাবেন তার ও ভাই বাবা রয়েছে । তাদের ও টো তাহলে বিষয়টা খুব খারাপ লাগবে । সে জন্য বিয়ে ছাড়া কোন অবস্থায় মেয়েদের কথা চিন্তা করা অপরাধ ।
২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ভাই আপনি বিয়ের পরেই বইলেন।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ২:৩৬

এ হেলাল খান বলেছেন: ভাল কথা পোষ্টে +++
টেরাই মারমু দেখা যাক কি হয়। খারাপ কিছু হইলে আপনার খবর আছে।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৯

Observer বলেছেন: এইসব কি কস মমিন!!! :-B

২৪| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২৬

স্বর্ণমৃগ বলেছেন: পরের মুখের শেখানো বুলি দিয়ে মেয়ে পটানো! B:-)
ওয়াও!

২৫| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৪

কাউন্সেলর বলেছেন: নির্ভেজাল প্রশংসা করুন। কাজে না লাগলে পয়সা ফেরত।

জনপ্রিয় হওয়ার সহজ উপায়

০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৭

আসাদ ভাই বলেছেন: বেক লিংক দিলেন নাকি ?

২৬| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৮

শিপু ভাই বলেছেন: বেশিরভাগ পয়েন্টই দারুন হৈছে!!!+++++++++++

# আপনিঃ আপনি কি গ্রীস থেকে এসেছেন?
সেঃ কেনো?
আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই গ্রীস থেকে আসে!


এইটা বেশি জোস !!!

২৭| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৭

ৌম্বক ব্যবসায়ী বলেছেন: # আপনিঃ আপনি কি গ্রীস থেকে এসেছেন?
সেঃ কেনো?
আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই গ্রীস থেকে আসে!



বিশ্বাস করেন, মাত্র ট্রাই করলাম, আর কাম হইছে...... !:#P !:#P !:#P B-)) B-)) B-))

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৬

মর্তুজা রেজা বলেছেন: :-B :-B :-B

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৩৯

আলফা-কণা বলেছেন: রাহীম বলেছেন: আমি মনে করি এগুলো মেয়েদের ধোঁকা দেয়া হয়ে যাবে । একটা সত্য কথা বলি কেউ যদি আপনার কোন নিকটাত্মীয় কে এভাবে ধোঁকা দেয় আপনার কাছে কেমন লাগবে ? নিশ্চয় ভালো লাগবে না খুব খারাপ লাগবে। এভাবে যে মেয়েকে আপনি পটাবেন তার ও ভাই বাবা রয়েছে । তাদের ও টো তাহলে বিষয়টা খুব খারাপ লাগবে । সে জন্য বিয়ে ছাড়া কোন অবস্থায় মেয়েদের কথা চিন্তা করা অপরাধ ।
২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ভাই আপনি বিয়ের পরেই বইলেন।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪৪

আলফা-কণা বলেছেন: apni koyta potychen r system dichen kon tu,,,,,,apnar sonkhata shuina then try marum,,,,,otherwise huda e try maira time waste korar mane nai,,,,,koyda system a falychen,,,,,,,,..public place a ay typer post diya apni jubosomoj k nicher dike niye jaccehn,,,,,,,,

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০৭

আসাদ ভাই বলেছেন: বাংলা কৈ
বাংলা!!

বাংলা!!!

বাংলা!!!!

X(( X(( X(( X((

৩১| ২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৩

আমাকে এক থাকতে দাও বলেছেন: বালা অইছে।
কামে লাগব। ;)

৩২| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন, মানুষ পোষ্টের মজাটা নিচ্ছে না। একজন তো দেখলাম সিরিয়াস হয়ে যাচ্ছে। উনার জন্য বিয়ের পর বললেও সমস্যা হবে বলে মনে হচ্ছে।

৩৩| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৫

পি পি বলেছেন: এত তেল মারতে পারতাম না

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৭

ফুরব বলেছেন: ভুলেও এই কথা কেউ বলতে যাইয়েন না।চটিপিটা খাওয়ার সম্ভাবনা আছে।

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

সজলখান বলেছেন: ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.