নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

"আমি" টা কে?

২৩ শে মে, ২০১৯ রাত ১১:১১

"আমি"টা আবার কে?
এটা কি বনের কোন জন্তু জানোয়ার,
পথ ভুলে মানব সভ্যতায় চলে এসেছে?

সে কি রুপকথার চরিত্র, মানবিকতার উর্দ্ধে।
নাকি সাহিত্য সিনেমার কোন কাল্পনিক চরিত্র,
যাকে আমরা বাস্তব ভেবে ভুল করছি,
এমনকি সে নিজেও এই ভুলে বিশ্বাস করে বসে আছে।


নাকি সে কোন মানসিক রোগী,
মানসিক হাসপাতালের ডাক্তারদের বোকা বানিয়ে
দিব্যি সুস্থ থাকার অভিনয় করছে অবিরত।


সে কি সি আই এ এজেন্ট নাকি র' এর।
যে বাস করে তোমার সাথে, তোমার পাশে, তোমার বিছানায়।
সে কি কোন ইহুদী-নাসারাদের এজেন্ট,
ভোল পালটে আমাদের মাঝে লুকিয়ে আছে,
নাকি স্বয়ং সে নিজেই এক ইহুদী-নাসারা;
সারাক্ষণ কোন গভীড় ষড়যন্ত্রে লিপ্ত।


সে, যাকে তুমি এড়িয়ে চল
সে কি তোমার দেখা দুঃস্বপ্ন!
শান্তির ঘুমটাকে নিমিষে করে তোলে দুর্বিষহ।
ঘামে ভিজে তোমার শরীর
যে বাস করে তোমার সাথে, তোমার পাশে, তোমার বিছানায়।


তার অপর নাম কি হতাশা!
তোমাকে করে দেয় বিমর্ষ;
করে তোলে আত্মঘাতী।
ঠেলে দেয় আত্মঘাতী নেশার পথে।

সে কি বেহেস্ত,
যার লোভে তুমি জীবন্ত ডিনামাইট
হুরের স্বপ্নে বিভোর তোমাতে
মানুষ নেই কোন!

সে কি বেকারত্ব, শেষ বয়সের দরজা কড়া নাড়া
বেলা বোসদের ভুল ফোন নম্বর
নাকি বৃদ্ধ পিতামাতার দীর্ঘশ্বাস


সে যাই হউক, "আমি" নামক কল্পিত চরিত্র
বিশ্ব সভ্যতার জন্য মারাত্মক হুমকি,
জীবনের দুর্ভিক্ষ, মানবতার ক্যান্সার,
এখনই সময় তার অস্তিত্ব মুছে দেয়ার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৪ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৮

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:১৪

মেঘ প্রিয় বালক বলেছেন: আমি টা কে? আমি টা হলো একজন মানব-মানবী।

৩| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:৪৫

শেহজাদী১৯ বলেছেন: আমি টা কে?

এ উত্তর বড় কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.