নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যারে ভালবাসি
সে যে মোর প্রেয়সী
যার নামে বাজে
আমার প্রানের বাঁশী
মনের মাধুরী মিশি
হৃদয় সাগরে ভাসি
মনের আল্পনা আঁকি
সপ্নের রঙিন জাল
যার তরে আমি বুনি
আমার মুখের বুলি
ও মোর কথার ঝুলি
যার লাগি
যার লাগি
সে নহে তুমি
ওগো সে নহে তুমি...
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫১
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ
সে কে?
সে বোঝে, আমি না বুঝি
তার অভিব্যক্তি বরাবরই সোজা সুজি
আমার ক্যানভাস আঁকি বুকি।
যতটা না আগাই তার থেকে বেশী ঝুঁকি
আমি দ্বিধা দ্বন্দে ভুগি
আমি মানি সে না মানে
আমি জানি, সে জানে।
২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৩
মানতাশা বলেছেন: ***********************************
মাইনাস
***********************************
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৪
মৌন পাঠক বলেছেন: বিয়োগাত্মক
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: তো কে সে
সুন্দর হয়েছে