নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

নাম না জানা কোন এক উঠতি কবির মৃত্যুর অনু গল্প

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:১৩



কবিমাত্রই প্রেমে পড়ে, প্রেম করে; আবার উল্টোটাও হয়, প্রেমে পরেও অনেকে মৌসুমী কবি হয়।
কিন্তু প্রেমে পড়াটা কবির জন্য আমোঘ নিয়ম; আর সে যদি হয় বাঙালী, তবে তো কথাই নেই।
স্বয়ং রবি ঠাকুরও নাকি এর থেকে উর্দ্ধে নন।
অন্যরা তো কোন ছার।
অনুরুপ এক বাঙালী কবি প্রেমে পড়িলেন, তিনি আবারও প্রেমে পড়িলেন এবং স্বয়ং নিজেকে অবাক করে দিয়ে আবারও প্রেমে পড়িলেন।
প্রতিবারই তার কলম ফল্গু ধারার মত কবিতা প্রসব করতে লাগল।
তার ডায়েরিতে বেশ কিছু রোমান্টিক কবিতা জড়ো হল সাথে সাথে পরিচিত মহলে 'কবি' হিসেবে তার পরিচিতি বাড়তে লাগল।
অবশেষে কোন এক অনিন্দ্য সুন্দরী তাকে জয় করতে পারল। এখন কবি আর বারবার প্রেমে পড়েন না।
আর এই সুন্দরী তার লেখা রোমান্টিক কবিতা পড়তে লাগল এবং বিমোহিত হতে থাকল। "ইস কত্ত রোমান্টিক!"
বিপত্তি বাধল তখনই, যখন সুন্দরী প্রতিটি কবিতার শানে নুযুল, পটভূ্মি ও ইতবৃত্ত'র ব্যাখ্যা দাবি করল।
কবি পড়ল মহাবিপদে, যখনই সে পটভূমি বলে তখনই তার প্রেমিকা রেগে যায়, এবং পুনশ্চ ব্যাখ্যার দাবি করে।
কবি আছে মহা ফাপরে। ভয়ে সে এখন আর কলমই ধরে না; আবার যদি ভেতর থেকে কবিতা বের হয়ে আসে, তবেতো আবার সেই পুলিশি জেরা।
"কি দরকার রে বাপ।
কবিতা ছাড়াইতো ভাল আছি।"

পুনশ্চ: এখন আর কবির কলম থেকে কোন কবিতাই আসে না। হয়তো তার কবি আত্মার মৃত্যু হয়েছে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... =p~
পরিচিত সমস্যা। প্রেম করলে কবিদের এই সমস্যায় পড়তে হয়। প্রেমিকা যদি একটু অবুঝ বালিকা টাইপের হয়; তাহলে প্রেম টিকিয়ে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। (প্রেমিকা প্রেম সংক্রান্ত, বিরহ সংক্রান্ত কবিতায় নিজেকে কল্পনা করে।)
অবশেষে এমন অবস্থা হয় প্রেমের কবি, রোম্যান্টিক কবি প্রেমের কবিতা লিখার পূর্বে দশবার ভাবেন।

২| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৫

নীল আকাশ বলেছেন: বাংলাদেশী মেয়েরা প্রেমের চাইতে নিরাপত্তাকে প্রাধান্য দেয় বেশি।
তবে কবির এভাবেই অকাল মৃত্যু সত্যই বেদনা বিধুর।

৩| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০০

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রেমে ব্যর্থ হলে প্রেমিকা হয়ে উঠে রুপবতী আর প্রেমিক হয় যায় কবি, কবিতার নদীতে ডুব দেয়ার পর জানতে পারে শাপলার শেকড়ের সন্ধান, শালুকের অস্তিত্ব৷

৪| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: মর্মান্তিক কবি-জীবন! +

৫| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

৬| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েকদিন পর কবিতার কথা শুনলে তেড়ে আসবে।

৭| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: কবিদের ভয় পেলে চলবে না। তাদের সাহসী হতে হবে।

৮| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৯

কালো যাদুকর বলেছেন: আরেকটা অপশন আছে, কবি বেনামে লিখতে পারেন। তাহলে আর কোন সমস্যা হওয়ার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.