নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

"চিল" নিয়েছে কানে

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

চারটি ঘটনাঃ রামু, নাসিরনগর, রংপুরের গঙ্গাচড়া ও ভোলা, সবগুলো ঘটনাই একই উপায়ে ঘটানো হয়েছে। এখানে টার্গেট হিন্দু, বৌদ্ধ অর্থাৎ ধর্মীয়ভাবে সংখ্যালঘুরা, পাপেট ধর্মীয় সংখ্যাগুরু মুসলিমরা।

আপনি নিজেকে একবার ঐ ধর্মীয় সংখ্যালঘুর স্থানে কল্পনা করে দেখুন; আর ভাবুন, যে দেশে ধর্মীয় অবমাননার গুজব রটিয়ে সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের উপর মুসলমানদের দ্বারা পরিকল্পিত হামলা চালায়, ঐ দেশে বাস করে আপনি ইসলাম, নবী, আল্লাহ ও কোরআনের বিরুদ্ধে কোন কথা বলবেন কিনা?

এই প্রশ্নের উত্তর যদি “হ্যা” হয়, তবে আপনি উন্মাদ কিংবা পাগল কিনা, সে সনদ পেশাদারেরা দিবেন।

আর যদি “না” হয় ভেবে দেখুন, ঐ হিন্দু ব্যক্তিটি কোন দুঃসাহসে আপনার ধর্ম, নবী, আল্লাহ ও কোরআন নিয়ে অবমাননা সূচক কথা বলল। প্লিজ, একটু ভাবুন, ভেবে দেখুন, ঐ হিন্দু ব্যক্তিটি তার নিজের জীবনের, তার পরিবার ও তার সম্প্রদায়ের নিরাপত্তা ঝুকির মুখে নিবে কোন লাভের আশায়?

এইরুপ ঘটনায় আপনার কোন লাভ নেই, আপনার প্রাপ্তি, “অবমাননা’র প্রতিশোধ, ভেবে দেখুনতো, আপনি যার কথায় উত্তেজিত হয়ে হামলা করলেন, তার হয়তো কিছু লাভ আখেরে হলেও হতে পারে, কেন ভাই? নিজেকে অন্যের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত হতে কেন দিবেন?

তথ্যসূত্রঃ https://www.bbc.com/bengali/news-46126648

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধর্মীয় লোকজন বেশির ভাগ সময়ই উন্মাদ হয়।
এদের দ্বারা ভালো কিছু করা সম্ভব নয়।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২১

মৌন পাঠক বলেছেন: এরা স্বেচ্ছা অন্ধ হয়, আর অন্ধের হাতি দর্শনের মত হয়।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক ইসলামিক শিক্ষার অভাবে এমনটা হচ্ছে...

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

মৌন পাঠক বলেছেন: আসলে সঠিক ইসলামী শিক্ষা কোনটি?

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: জটিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.