নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দিনগুলো ১
চা পর্ব
: ভাই, আসসালামু আলাইকুম।
: ওয়া আলাইকুম আস সালাম।
: ভাই, একটা সমস্যা ছিল, এই অংকটা বুঝি নাই।
: আরে এইটা! এইটা তো খুবই সহজ, শোনেন আপনি জাস্ট এইভাবে ভাবেন.......
: থ্যাংক্স ভাই, আপনি একটা জিনিয়াস।
: চলেন ভাই, চা খাই।
বেলা ১১ টা বেজে ৩৯ মিনিট ১৩ সেকেন্ড;
পাব্লিক লাইব্রেরি, শাহবাগ।
সকাল হতে এটা নিয়ে এই ৭ম কাপ চা...
: ভাই আর কিছু ন্যান...
: চা'র দোকানে আর কি নিব.....!?
পড়ার ফাকে আমরা এখানে চা চাখতে আসি, ক্লান্তি দূর করতে, সামান্য ক্যাফেইন, that's what I want। এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়, গ্রিন টি হতে শুরু করে কাজী'র অর্গানিক। আমার পছন্দ গুড়ের চা; এর দাম ১ টাকা বেশী।
ও! নিকোটিনের কথা ভুলে গেছি; আমি পরোক্ষ ধুমপায়ী।
ক্যাফেইন আর নিকোটিন, এ এক অপ্রতিরোধ্য জুরি, এর বিকপ্ল নেই, নেই মানে নেই।
একটা সাদামাটা আবহকে এই ক্যাফেইন-নিকোটিন জোর মুহূর্তের মধ্যেই রঙীন করে তুলতে পারে, সিনেমাটিক করতে পারে, কাব্যিক করে তুলতে পারে, পারে হিরোইক করতে।
: ভাই, ভাল আছেন?
: হুম, আপনি ভাল আছেন?
: আচ্ছা ভাই গতকাল পরীক্ষা (চাকরির) দিছিলেন?
: না।
: প্রশ্ন তো সহজই ছিল, কিন্ত সব এন্সার দিতে পারি নাই।
কি করতে পারি বলেন তো...
: আপ্নাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে...
আরেক কাপ চা খাওয়ার সময় হয়ে গেছে....
২| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ভালো।
প্রার্থনা করি দিন গুলো হোক আনন্দময়।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ সকাল ৯:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরেক কাপ চা খাওয়ার সময় হয়ে গেছে....
............................................................................
আরে এই মাত্র সেলিম আনোয়ারের ব্লগে বসে চা খেয়ে আসলাম,
ওকে আসুন আরেক কাপ চা খেতে পারি , আপনার সৌজন্যে.........
...................................... করোনা চলছে , চিনি একটু কম দেবেন ভাই ..................................