নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বিবাহ কি?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬

১!
আসেন আমরা বাল্যকালে মানে হাইস্কুলে ফিরে যাইঃ বীজগণিত কষি।

মনে করেন,
আপনি একজন দ্বীনদ্বার, এলেম ও পূন্যবান ব্যক্তি।

যে কোন কারণে বা কারণ ছাড়াই আপনি আপনার জীবনের প্রতি বিতৃষ্ণ, বীতশ্রদ্ধ, মহাবিরক্ত অথবা, আপনি মনে করেন, যে এই পৃথিবীরে আপনার দেয়ার মত কিছুই নাই, পাওয়ার মতও কিছুই নাই।

উপসংহারে, আপনি আপনার জীবন যাপন কইরা ফালাইছেন, বাইচা থাকার কোন কারন খুইজা পাচ্ছেন না।

এমতাবস্থায়, আপনি সিদ্ধান্ত নিলেন, নাহ, অনেক হইছে, আর নাহ!

২!
ঈদুল আযহা, বাসার সবাই বাড়ি গেছে, আপনি একা রইয়া গ্যালেন। প্লান ফুল্প্রুফ, ভুলের কোন অবকাশই নাই।

বিটিভির সাত দিন ব্যাপী প্রোগ্রাম মহাসমারোহে দেখলেন, বিজ্ঞাপনের ফাকে ফুটবল, ক্রিকেট, মেসি, রোনালদো, সাকিব, কোহলি দেখলেন, ঘুমানোর পূর্বে পর্নহাবে ঢুকলেন (শেষবার)।

ঘুম থেইকা উইঠা ধর্ম কর্ম করলেন, ফেসবুকে সকলকে দ্বীনের পথে আহবান কইরা আপনার লাখখানেক ফলোয়ারের উদ্দেশ্যে একখান বানী প্রসব করলেন।

অবশেষে, কোন এক শুভক্ষণ দেইখা ফেসবুক লাইভে আইসা এই জীবনের অর্থহিনতার উপর একখান টেডটক দিয়া...

সিলিং ফ্যানের সাথে ঝুইলা পড়লেন,

বিধি বাম, আপনি ঠিকই ঝুইলা পড়ছেন, মাগার, পায়ের নিচের চেয়ার সইরা পইড়া না গিয়া, খাট আর আলমিরার মাঝে কাৎ হইয়া বাইজা আছে।

এই চেয়ার খান যে এরাম বাজি যাতি পারে, এ আপনি ঘুনাক্ষরেও কল্পনা করেন নাই; মনে মনে না, গলা জোড়ে নিজেরে ধুমাইয়া গালি দিচ্ছেন, আপনার অবস্থা এমন যে, পারলে গালি দেয়ার জন্য লোক ভাড়া করতেন, যদিও তামাশা দেখার মত কেউ নেই।

আপনার অবস্থা না ঘরকা, না ঘাটকা; মানে আপনি ঝুলন্ত বাবু হইয়া ঝুইলা আছেন, এরাম ঝুলি থাকতে থাকতে আপনি এখন অর্ধমৃত।

এদিকে ফেসবুকে লাইভ চলছে, কিন্তু সবাই এটারে ফান ভাবি লইছে, ভাবছে টিকটক ভিডিও, ধুমাইয়া শেয়ার চলছে।

আর আপনি যেহেতু অর্ধমৃত, আপনি খানিকক্ষণ জান্নাতের সুবাস পাচ্ছেন, যেহেতু আপনি একজন দ্বীনদার ব্যাক্তি, আবার খানিকক্ষণ আপনি জাহান্নামের আচ পাচ্ছেন, যেহেতু আপনি আত্মহত্যা করছেন।

ঃ ভাই, এইটা এতক্ষণ কি বললেন?

ঃ ক্যান তুমি যে জিজ্ঞেস করলা, "বিবাহ কি?"
তার উত্তর।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

যায়েদ আল হাসান বলেছেন: কি বল্লেন? বল্লেন কি! ওমা, একি শুনছি?
মিছেই কেনো এদ্দিন ধরে-
বিয়ের আশা পুষছি?

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩০

মৌন পাঠক বলেছেন: আমি এখন নিজেই নিজেকে বিয়ে না করার জন্য পরামর্শ দেই।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


ম্যাঁওপ্যাঁও

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩০

মৌন পাঠক বলেছেন: মিয়াও

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ে অনেকটা দিল্লিকা লাড্ডুর মত। যে খাবে সে পস্তাবে আর যে না খাবে সেও পস্তাবে। পস্তাতে যেহেতু হবে তাই খেয়ে পস্তানোই ভালো। পৃথিবীতে দুই ধরণের পুরুষ আছেন। মৃত পুরুষ আর ব্যাচেলর।

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩১

মৌন পাঠক বলেছেন: আগে জানলে

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাচু ভাই পৃথিবীতে দুই ধরণের পুরুষ আছেন।
এক দল জীবিত আর একদল বিবাহিত
করোনা কালে হাড়ে হাড়ে টের পাচ্ছি !! =p~

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩২

মৌন পাঠক বলেছেন: আরেকদল ঝুলন্ত, আই মিন বিবাহিত ব্যচেলর

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: উফ!!!

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩২

মৌন পাঠক বলেছেন: উফ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.