নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

শিকার ও শিকারী!

৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

একজন জ্বলজ্যান্ত মানুষকে হত্যা করা হয়েছে।

তার অপরাধ?
না, তার কোন অপরাধ নেই।

তবে তার বিরুদ্ধে অভিযোগ আছে।
কি সে অভিযোগ?
কোরান অবমাননার অভিযোগ।

সে অভিযোগ কি প্রমানিত?
না, স্রেফ অভিযোগের ভিত্তিতে একজন মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হল, আগুনে পোড়ানো হল।

ফেসবুকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কমেন্টবক্স ঘুরলে, "আলহামদুলিল্লাহ, সুবাহানল্লাহ, না পুড়িয়ে তার শিরচ্ছেদ করা উচিত ছিল" এরুপ মন্তব্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ, সাধারণ মুসলমান বলতে আমরা যাদের বুঝি, তাদের বড় একটা অংশের এই হত্যাকান্ডে প্রচ্ছন্ন সমর্থন আছে, তারা বিভিন্ন হাদিসের রেফারেন্স টেনে এই হত্যাকান্ডকে জাস্টিফাই করছে।
এমনকি, অনেকে এই হত্যাকান্ডে নিজে উপস্থিত না থাকতে পারায় আফসোস করছে।

এরুপ অভিযোগ তো যে কেউ ব্যক্তিগত শত্রুতাবশত আপনার বিরুদ্ধেও করতে পারে, তখন এভাবেই আপনাকেই হত্যা করা হবে, আগুনে পোড়ানো হবে।

বাদ দিন, এদেশে ইতোমধ্যে অনেকগুলো ইসলামিক গ্রুপ আছে, বিভিন্ন নামে, মাঝে মাঝে এই বিভিন্ন গ্রুপের মধ্যে আন্তঃকোন্দলের খবরও আমরা সংবাদমাধ্যম পাই, স্বভাবতই, এই সকল গ্রুপ যখন পায়ের নিচে যথেষ্ট মাটি পাবে, তারা ঘুরে দাঁড়াবে, একে অপরকে মুরতাদ ঘোষণা করবে, একে অপরের বিরুদ্ধে হত্যা করার ফতোয়া জারি করবে, ইতোমধ্যে কিছু গ্রুপ অমুসলিম বলে ঘোষিত হয়েছে।

আর এইরুপ কোন পরিস্থিতিতে আপনার বিরুদ্ধে অনুরুপ কোরান অবমাননা, ইসলাম অবমাননা, আল্লাহর রসুলকে অবমাননা, ব্লাস্ফেমির অভিযোগ আসতে পারে, আর আপনি হতে পারেন এরুপ গনধোলাইর শিকার, পরিনতিতে হত্যা ও অগ্নিকাণ্ড (কোন এক জ্ঞানী বলছিলেন, অপরের জন্য কুয়া খুড়লে....)।

এসব বাদ দিন, এগুলো বহুত দূর কি বাত।
যে মানুষটাকে হত্যা করা হল, সে কোন অপরাধ না করেই প্রান হারাল, ধর্মের ট্রাম্প কার্ড খেলা হল তার উপর। আমরা সেটা বুঝতেই পারলাম না। কেউ একজন বলল, অমনি আমরা বীর! পুরুষেরা ঝাপিয়ে পড়লাম; একটি বারের জন্য ঘারের উপর।যে একখান বেকার মাথা পড়ে আছে, ওটাকে কাজে লাগাবার কথা ভাবলামও না, একটি বারের জন্যও চিন্তা করলাম না, যেটা রটছে, সেটাকি আসলে ঘটছে? চিন্তা করার ভার ও আমরা অন্যের উপর দিয়া নির্ভার হয়ে বসে আছি।

একটা বারও প্রশ্ন তুললাম না! (প্রশ্ন করলাম না, আর কি কি ভার অন্যের উপর দিছি)।
ধরুন, একই অভিযোগে ভিন্ন মতের, বর্ণের, ধর্মের মানুষকেও শিকার করা যাবে, আমরা শিকারি এখন, তারা শিকার!

https://www.banglanews24.com/national/news/bd/820823.details [

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০১

অধীতি বলেছেন: চুপচাপ দেখা ছাড়া কিছু দেখছি না। আপনার পোস্টাকেও চাইেল ইসলামবিরোধী ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা যায়।তারা বিশ্বাসও করবে।

২| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জঘন্য অপরাধ।

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আমি বুঝে গেছি এই দেশে সুন্দর ভাবে বেঁচে থাকা যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.