নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দ ভাগ করে নিতে হয়।
এই যেমন ধরেন, আমার বাড়িতে অনুষ্ঠান, আমার খুব ইচ্ছে সবাইকে নিয়ে খুশী ভাগ করে নিব।
কিন্তু পারছি না, বিবিধ কারণে।
যেমন ধরেন, এদের কারো সাথে আমার বাড়ির সীমানা নিয়ে ঝামেলা, সো এরা বাদ, আবার ধরুন, পাশের বাড়ির লোকজন, ঠিক স্ট্যাটাসে আমার সাথে যায় না, ঐ পাশের বাড়ির লোকজনের নাক উচা স্বভাব, নাহ! অথবা, সকলকে নেমন্তন্ন করার মত সামর্থ্য নেই।
কি আর করা!?
কিন্তু আনন্দ তো ভাগ করতেই হবে।
এক কাজ করা যাক, বাজার থেকে একটা বড়সড় সাউন্ড বক্স ভাড়া করতে হবে।
না, আমি অগনতান্ত্রিক লোক একদমই নই।
এ সাউন্ড বক্সে বাজবে সকল ধরনের গান।
যেমন,ধরেন কুল ডুড প্রজন্মের জন্য বাজবে ইংরেজি র্যাপ গান; মেয়েদের জন্য বাজবে হিন্দি গান, ভাবিদের জন্য বাজবে আধুনিক বাংলা গান, আর প্রতিবেশীর জন্য বাজবে চটুল গান!
আনন্দ ভাগ করে নিতেই হবে, তাতে পাশের বাড়ির কেউ অসুস্থ আছে, তো কি হয়েছে, তারও তো মন চায়...
পাশের বাসার বাচ্চাদের পরীক্ষা, তো, ওরা তো ওদের বাবা মায়ের জন্য গান বাজনা শুনতেই পারে না, ওরাম পরীক্ষা জীবনে কত আসবে...
কেউ সারাদিন অফিস করে আসছে, আহারে বেচারা!
সারাদিন কি প্যারায় ই না থাকে, একটুখানি আনন্দ ও পায় না...
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: আনন্দ ভাগাভাগির করা যায়। দুঃখ কি ভাগ করা যায় না?
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭
জলকামান বলেছেন: যৌন আনন্দ দুজনেই সমান উপভোগ করে।