নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কনিষ্ঠা ছুয়েছি, প্রথমবার
অগোচরে, তোমার না, আমার
সম্বিত ফিরে পেতেই, আবার
আতকে উঠে সরতে যাবার
প্রচেষ্টায় ছুয়ে যাই পুনর্বার।
আলতো না হেসেও সহাস্যে
আঙুল ছুয়ে যায় আঙুলে
প্রথম পদক্ষেপ আমার সে
পুনঃ ঘটে যাবার ভুলে।
চাইনি তুলে চোখ কখনো
নিয়ে চোখে কামনা গোপনও
তুমি যেমন প্লেটোনিক ভালোবাসো
তেমনি কামনা সে আমারও।
তোমার ও নির্লিপ্ত চোখ
অশ্লীল কথা ই হোক
শ্লীলতার তীব্র প্রতিবাদে
আর স্থুতলতার আবাদে।
১৭ ই মার্চ, ২০২১ রাত ২:৫৮
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।