নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোজে খোজে,
যার লাগে সেই খোজে
বিড়াল কলা খোজে
যে বিড়াল কলা খায়
কলাবতী সে বিড়াল।
গাধাও কলা খায়
ওরে বইলেন না কলাবতী
কলায় পুষ্টি গুন আছে বইলা ই খায়
পৃথিবী কলাময়
কলাই সব, কলাই জীবন
কলার জন্যই এত যুদ্ধ-বিগ্রহ
বিড়াল, সেতো ওভাররেটেড!
কলা পূজনীয়,
গাধা বিড়াল নির্বিশেষে পূজায়
কলা ইজ গড
কলা দা লর্ড
সঠিক কলার খোজে
কলাবতীরা হয় ঘরছাড়া
সংসার আর ধম্ম ছাড়া
এই যে কলা ধম্ম
এর থেকে বড় আর কি বা কে আছে
আর কলা!
সেতো মহান, উদার
নেই বাছ বিচার
উত্থিত সামান্যতম অজুহাতে
বা উদ্দেশ্যপূর্ণ কিংবা উদ্দেশ্যহীন ইংগিতে।
সর্বক্ষণ তৃতীয় হাত!
লোকে কহেন, "কলা চরিত্রহীন"
কবি কহেছেন, "কলার চরিত্র বলে কিছুই নাই কো"
কলা নিয়া যে বানিজ্য
উহা কলাবানিজ্য
কখনো, শুনেছ হে যুবক
বিড়ালকে নিয়ে অভিযোগ
সেতো বড়াবড়ই আরাম প্রিয়
আর সে মহিমান
কত রঙে, বর্ণ, আকৃতির,
তার সেবায় সদা নিয়োজিত
কলিকাতা হার্বাল
সেতো বাছা, ইউনিভার্সাল।
বিশিষ্ট কলাখোর এর প্রতি উৎসর্গ করিয়া।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কলার মাহাত্ম এতদিনে বুঝলাম!
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।