নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, আপনি ভুল পড়েন নি, ঠিকই পড়েছেন, আর আপনাকেই বলছি, যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়।
রেগে যাবেন না, উত্তেজিত হবেন না, রাগ ও উত্তেজনা উভয়ই আপনার শরীর ও মন উভয়ের জন্যই হানিকর।
নেন এক কাপ চা খান, জানি ভার্চুয়াল, ভার্চুয়ালেই খান।
লন চা লন ☕☕☕।
এবারে মূল কথায় আসি।
হিরো আলম দিয়ে শুরু করলাম, না, তাকে প্রমোট করার কোনও ইচ্ছে ই আমার নাই, বরং একটা দুরবস্থাঃ সে সামাজিক বিহেভিয়ার, পেশাগত ও দক্ষতার কথা বলছি।
গোলমেলে ঠেকছে, আমারও!
আমরা হিরো আলমের সংগ্রামী জীবনের কথা জানি, জানি শুন্য থেকে তার উঠে আসার গল্প, এটাকে এপ্রিসিয়েট করতে আমি আপনি প্রত্যেকে বাধ্য। সে তার কর্ম দ্বারা এটা এচিভ করেছে।
আজকের আলোচনা তার অন্য বিষয়ে; আমরা মোটামুটি তার গাওয়া গান, সেই গানে, সিনেমা, নাটকে তার অভিনয়ের কথা সবাইই জানি, এর সুবাদে দুই বাংলায় সে ব্যপক পরিচিত; তার গান ইউটিউবে আসার সাথে সাথেই ভাইরাল! এই বিষয়ে বলছি না, অথবা, তার গান গাওয়াতে আমাদের সংগীত জগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা, আমাদের দর্শক-শ্রোতাদের রুচির দৈন্যতা আছে।
প্রসংগটা একটু ভিন্ন, এই ভদ্রমহোদয় যে গান গাইতে পারে না এবং অভিনয় জানেন না, এইটা আমরা সবাইই জানি; তদুপরি সে এই গান গেয়ে এবং অভিনয় করে খ্যাতি ও অর্ত উপার্জন করতে চাচ্ছে এবং করছে।
দেখুনতো, ঘটনাটা পরিচিত কিনা?
আমাদের দেশের মাঝারি সাইজের একটা বাজার/ বন্দরে মোটামুটি ১০০+/- চা'র দোকান আছে। এদের মধ্যে কয়টা দোকানে ভাল মানের চা পাওয়া যায়?
সর্বোচ্চ ৬ টা!
সংখ্যাটা অবিশ্বাস্য রকম কম (আমি নিজে প্রচন্ডরকম চা-খোর, তাই ভালোই জানি এটা এবং আমি এখন যে স্থানে আছি, সেখানে এ হারটা আরও কম!
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৯
অধীতি বলেছেন: আসলেই, ব্যাপারটা সত্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯
মৌন পাঠক বলেছেন: আসলেই।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৯
নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।