নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

হাউ টু ওয়ার আ লুংগি

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:০৫

লুংগি পরা একটা আর্ট!

সবাই না ঠিক পরতে পারে না, না আমি বলছি না, লোকজন লুংগি না পরতে পেরে আদিম যুগে চলে গেছে।

হ্যা, তারা লুংগি পরে, তবে সে লুংগি না ঠিক, ঠিকভাবে পরা হয় না;
হ্যা হ্যা, জানি কি ভাবছেন...

আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না?
আপনার চারিদিকে তাকান, লুংগি ঠিকই পরছে লোকজন, কিন্তু সে লুংগির ব্যালেন্স নাই।
কারো লুংগি একপাশে খুব জেগে আছে, কারোটা আবার নেমে আছে, কারোটা যেন বিশ্রীভাবে ঝুলে আছে। আর কেউ কেউ তো ঠিকঠাক লুংগি না পরতে পারার ভয়ে লুংগি পরা ই ছেড়ে দিছে। ভাবছেন ভয় কিসের!

গভীর রাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গনরুমে গিয়া দেখেন, অতদূর যেতে কষ্ট হলে আপনার আশেপাশে ই তাকান, কি দেখছেন, সে বলে আর লজ্জা না পেলেও চলবে।

ছেলেছোকরারা নিজেদের ব্যর্থতা ঢাকতে হাফপ্যান্ট পড়া শুরু করছে, আর এর নাম দিয়েছে আধুনিকতা, হা হা হা হা।

ভাবুন মশাই, কি দূরবস্থা!

যাক, এতক্ষণ বকবক করলাম, এখন যদি না বলি, লুংগিটা কিভাবে পরতে হয়, সে ভারী অন্যায় হয়ে যাবে।
ইংরেজিতে বললে এটাকে বলতে হবে, "হাউ টু ওয়্যার আ লুংগি।"

নিন শুরু করুন, একখানা লুংগি নিন, নতুন বা পুরাতন ব্যাপার নাহ, খানিক পুরাতন লুংগি হলে পরতে সুবিধা আর কি। লুংগির ভিতরে প্রবেশ করুন, (সে আপনি মাথার উপর থেকে বা পায়ের নিচ থেকে ও পরতে পারেন।

ঝুকি মুক্ত থাকার জন্য আন্ডারওয়ার পরতে পারেন, বলা তো যায় না!
আমরা বাঙালরা অবশ্য আন্ডারওয়ার পরি না, (বাতাসটা না ঠিক লাগে না) ওসব ভারতে দক্ষিণের ওরা পরে।

আপনি লুংগির ভিতরে প্রবেশ করলেন, এর উপরের প্রান্ত দুই হাত দিয়ে ধরে দুই হাত দুদিকে যতটা সম্ভব প্রসারিত করুন (ইটস ভেরি ইম্পর্টান্ট), এবারে খুব দ্রুত, একেবারে উসাইন বোল্টের গতিতে ডান হাত বা দিকে, আর বাহাত ডান দিকে নিয়ে আসুন, এক হাত দিয়ে কোমরের সাথে লুংগিটা চেপে ধরুন, আরে আমার কোমরের সাথে না, আপনারটার সাথে, এবারে খেয়াল করে দেখুন, কোথা ও লুংগি উচুনিচু, অসমান, টোল খাওয়া, আছে কিনা, আবার ও খেয়াল করে দেখুন, লুংগির কুচি, ভাজ ঠিক আছে কিনা, কোথাও কোনও অসামঞ্জস্য দেখা দিলে বাকী হাত দিয়ে এটা ঠিক করুন।

আস্তে সাবধান, ঠিক করতে গিয়ে আবার লুংগি ছেড়ে দিবেন না। প্রেস্টিজ ইস্যু ভাই।

এবারে আপনার দুই হাতে লুংগির দুই প্রান্ত, আপনার ই কোমরে গুজান, কোথায় গুজবেন?
আপনার লুংগির ভিতরে ই, চাইলে বেল্ট ও ব্যবহার করতে পারেন, আমরা বাঙালরা অবশ্য ওসব ব্যবহার করি না।

যাক, হয়ে গেল আপনার লুংগি পরা।
এবারে ঝটপট একখান ছবি তুলে ফেসবুকের ডিপিটা পালটে ফেলুন।

#লুংগি, #লুংগিপরারটিউটোরিয়াল

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৫

জ্যাকেল বলেছেন: যাক লুংগি পরা শেখা হোয়ে গেল।

৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০১

মৌন পাঠক বলেছেন: যা হোক, শেখাতে পেড়ে দাঢ়ুন অনুভূতি হচ্ছে (মুন্নী সাহার ভাষায়), তবে সম্মানী পাঠাতে একদমই সংকোচ করবেন না।

২| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৫

জ্যাকেল বলেছেন: আপনার পোস্ট ডাবল হয়ে গেছে। পরপর প্রথম পাতায় এক লোকের দুই পোস্ট বড়ই বেমানান।

৩| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লুঙ্গি তো পড়ার বিষয় না, পরার বিষয়। পড়তে না পারলেও ঠিকমতো পরতে পারলেই হলো। না পারলে ইদানীং দেখা যায় পকেটসহ একপ্রকার লুঙ্গি বেরিয়েছে। ওটাতে মনে হয় কোঁচকানোর দরকার পড়ে না।

৪| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৪

মৌন পাঠক বলেছেন: আমি ও বিষয় টা লক্ষ্য করেছি।
পোস্ট মোবাইল থেকে করা, মোবাইল থেকে রিমুভ করতে পারছি না। বাসায় গিয়ে ১ম টা রিমুভ করে দেব।

৫| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বলেন তো বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কোন বড় শহরের মার্কেটে গেলে ট্রায়াল রুম না দেখিয়ে দিয়ে হাতে লুঙ্গি দিয়ে দেয়? :)

লুঙ্গি কাছা মেরে ঘুমানো স্বাস্থ্যের জন্যও ভালো আবার সব দিক থেকে নিরাপদ।

দক্ষিণ ভারতের লোকেরা লুঙ্গির নীচে আন্ডারওয়্যার পড়ে এটা জানা ছিল না।

৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৩

মৌন পাঠক বলেছেন: আপনাদের জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস, উ ৎসাহ পেলে আরও বিভিন্ন বিষয়ে লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.