নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনশন
আজ এ পৃথিবীতে অশুভ কিছু ঘটেনি;
আসেনি কোন অশনি সংকেত
কেউ ডাক দিয়ে বলেনি
"তোরা আজ যাসনে ঘরের বাহিরে"
তবুও আজ আমি দ্রোহী
কোথাও শুনিনি কোন সাইরেন;
কিংবা হুটোপুটি মানুষের
কোন কোলাহল মুখর হয় নি
আর্তচিৎকার আর গোলাবারূদের শব্দে
শুধু পিনপতন নিরবতা
তবু আজ আমি দ্রোহী হব।
নেই সামরিক জান্তার ১৪৪
কোন পুলিশ কিংবা যমদূত
রূখে দিতে আমার কণ্ঠস্বর, কলম;
নেই মিছিলের ঝংকার, রাইফেলের ঠাঁঠাঁ
তবু আমি দ্রোহী হব
অনশন করব...
এ ঠোঁটে ছোয়াব না এক ফোটা জল;
ধুয়ে যেতে পারে তোমার ঠোটের মধুর পেলবতা |
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩
মৌন পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা পড়লাম এবং ভাল লেগেছে।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪
মৌন পাঠক বলেছেন: জেনে আমারও ভালো লাগল, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।