নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার কবে হাসবো প্রাণ খুলে
আঁকাবাঁকা বত্রিশ পাটি দাঁত মেলে
তোর সাজানো দাত দেখে হিংসায় জ্বলে
হাসবি তুই আমার দাঁত চিরল বলে
আবার হাসবো কবে নির্লজ্জের মত
যেতে যেতে বলবে লোকে বেহায়া যত
হাসবো না হয় আমরা আমাদের মত
আবার কবে ফুটপাতে সস্তা চা-য়ে
বিতর্ক হবে ভালো-মন্দ আর তারেক-জয়ে
কথা হবে গলার জোরে
আর তারুণ্যের জোয়াড়ে
আবার হবে গান হেড়ে গলায়
তুই বড় সুন্দর গাস তার প্রতিবাদে
আরো ১খান গান তোর গলায়
হাজার অনুনয় আর অনুরোধে
শর্তে হাজার টাকা হাজীর বিরিয়ানিতে
অতঃপর রাত নিঝুম
দোস্তোর হাতে গিটার টুংটাং
কন্ঠে তোর দরদ ভরা গান
আবার হবে গান
আবার হবে আড্ডা সবুজ কার্পেটে
আবার হবে আড্ডা নিউ মার্কেটে
গান চা-কফি আর সিগারেট
আমার হবে আড্ডা সমুদ্র তটে
সমুচা সিঙ্গারা আর সস্তা রেস্টুরেন্টে
২| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:০২
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৫
মৌন পাঠক বলেছেন: করোনাকালীন সময়ে, যখন আমি করোনা আক্রান্ত, তখনকার লেখা।