নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ অন্তর্জাল।
তুমি ধরেছ আমার হাত
তাই এখনও সন্ধ্যে রাতে ওঠে চাঁদ
জ্যোছনার আলোয় বন্য হয়ে ওঠে রাত
তুমি ধরেছ আমার হাত
জুটছে কত অন্যায় অপবাদ
তুমি ধরেছ আমার হাত
তাতে নাকি যাচ্ছে তোমার জাত
তোমায় ডেকেছি আমি আলো
তোমার সব গ্রাস করছে আধার কালো
তুমি ডেকেছ আমায় কবি
তাই অস্ত যাচ্ছে তোমার দিনের রবি
তুমি ধরেছ আমার হাত
ওরা দিচ্ছে আমায় শাপ
তুমি ধরেছ আমার হাত
ওরা বলছে, "করেছ নাকি অপরাধ"।
তুমি ধরেছ আমার হাত
থেমে যাচ্ছে সময়
তাতে নাকি হচ্ছে না আর দিন-রাত
তুমি ধরেছ আমার হাত
থমকে যাচ্ছে আহ্নিক গতি
থেমে যাচ্ছে নাকি স্রোত
তুমি ধরেছ আমার হাত
তাই ঘুমুতে যেতে বলি, "কাটুক শুভ-রাত"
তুমি ধরেছ আমার হাত
তাই প্রথম সূর্য দেখে বলি, "সুপ্রভাত"।
১৬/১১/০৭ খ্রিঃ
রাত ৯.০০ ঘটিকা
১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৬
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩৫
জগতারন বলেছেন:
সুন্দর !
খুব ভাল লেগেছে আমার।
কবি মৌন পাঠক -এর প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।
১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩২
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
"কবি" শুনতে ভালো লাগে,
সত্য হচ্ছে আমি "কবি" না, বরং "অকবি" বা "ন'কবি"।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: ভালো।