নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

সিগারেট

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৭



সকাল ৯.০০ টা - ১০.০০ টা, ইট বিছানো পথ
পাশেই একটা দোকান, যেখানে
বসে আছে কয়েকটি ছোকড়া, বদ
সময়টা ওদের প্রিয়
দোকানির বাড়ে বিক্রি ও

একটা সিগারেট কয়েকজনের মুখে
দুই কাপ চা, চার-পাচ জনের সুখে
হাসি-ঠাট্টা-তামাশা আর কথার ফুলঝুড়ি
স্কুলগামী মেয়েদের টিটকারী।

বিকেল ৪ টা- ৫ টা, বৃষ্টি ভেজা পথ
আবার ও সেই একই দৃশ্য, পড়ন্ত বেলার রোদ
স্কুল ফেরত ছেলে-মেয়েদের ঘর্মাক্ত চেহারা
বেঞ্চে বসে কয়েকটা ছেলে, বেহায়া।

ছেলেটার ভাব-ভংগি ই বলে দিচ্ছে নতুন, আনাড়ি
সহ্য করতে পারছে না, এক কাপ ধোয়া, চা কিংবা টিটকারী
সংকোচে বসে আছে, একটা কোন দখল করে
সকাল বিকাল দু বেলা আসে সপ্তা(হ) ধরে।

সকালে মেয়েটি আসে
ছেলেটি বেঞ্চে বসে
বিকালে মেয়টি ফিরে
ছেলেটি ঈশান কোন দখল করে।

আসল না মেয়েটি, এক প্রতীক্ষার সকাল
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না তার
মহানন্দে আসছে ঐ পথ ধরে বরযাত্রী একদল
চলে গেল রাস্তা বরাবর,

বিকেল চারটা বাজে
অভ্যেসমত ছেলেটি দোকানে বসে
মুখটা একটু মলিন অন্ধকার
বরযাত্রী ফিরছে তপ্ত রোদে পোড়া রাস্তা ধরে
পালকী এসেছে দোকান বরাবর
ছেলেটির হাতে এক কাপ গরম চা!

ছোকড়াগুলো উঠে গেল, "কনে দেখবে"
ক্ষণিকের জন্য থামল পালকী
দেখা দিল একটা মুখ
পরিচিত, চিরচেনা, পড়ন্তবেলার রোদে পোড়া সেই মুখ
গরম চা'য়ে পুড়ল জিভ
আপন মুখ, লুকিয়ে থাকা কিছু সুখ
চলে যাচ্ছে, বরযাত্রী দূর বহুদূর

দিনকয়েক ছেলেটিকে দেখা যায়নি
৫-৬ দিন পর আবার সেই পুরনো দৃশ্য
পুরনো কাপে এক কাপ নতুন গরম পানি
কিছুটা অগোছালো চুল - দাড়ি
পুরনো ছোকড়াগুলোর সংগে
এতদিনে মানিয়ে নিয়েছে বেশ
সিগারেটটা ধরি ধরি করছে
ধরেও ফেলল শেষমেষ।


শোলক, বরিশাল
০৩/০৭/০৭ খ্রিঃ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বখাটে বন্ধুরা বলেছিল
টেনে দেখ
মিষ্টি মিষ্টি লাগে X((
টেনে দেখি মিষ্টি মিষ্টি লাগে । ;)
এভাবেই শুরু ..

১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩১

মৌন পাঠক বলেছেন: হাহাহহা

২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৩

অধীতি বলেছেন: দারুন কবিতা। হৃদয়ে দোলা দেবার মত।

১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩১

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১

মৌন পাঠক বলেছেন: হাজার ধন্যবাদ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.