নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতে একগুচ্ছ বই
অন্য হাতে কলম
চলনে তাড়াহুড়ো
পিছু ডাকে ফিরে তাকাবার সময় নেই
কোথায় যাচ্ছো, ললনা?
কোথায় তার সময় থমকে দাড়াবার?
কে আমি, কি আমি?
কে ডাকে পিছু হতে
কেনইবা ডাকে?
এতকিছু ভাববার কি ফুরসত আছে তার?
কে ডাকে মৌনতায়.........
মৌন ডাকে
কোথাও না কিছু বাজে
তার কানের দুল নাচে......
সে অবাক বিস্ময়ে
কার ডাকে, এ জড় দুলে তড়ঙ্গ খেলে
এমন ও কি হয়!
কতজনা ই তো ডাকে
তবু সে ফিরে তাকায়, কৌতুহলের বশে
কে, কে সে?
এ পৃথিবী থাক, থমকে যাক
এ সময় ঘড়ি চলা বন্ধ হোক
মেঘনার স্রোত হোক না স্থির
বায়ুর প্রবাহ আর না'ই বা হোলো
স্থির কচ্ছপটা হোক না অস্থির
খানিক সময় না হয় আমাকে দিলে
ওতে কিইবা ক্ষতি হোলো
নাহয় মহাভারত অশুদ্ধ ই হোলো
আমি চাই, শুধু তোমাকেই
দেখতে চাই......
তোমার আমার মাঝে যা কিছু
যাক না সব দূর হয়ে
এ ভূবন ধরা দিক স্বপ্নীল হয়ে
আমায় তোমায় দেখতে দাও
আমাকে তোমায় দেখতে দাও
দাও তোমায় অভিভূত হতে
দাও বিলীন হতে
আমায় তোমার প্রেমে পড়তে দাও
আমাকে তোমার প্রেমে পড়তে দাও।
২৬ ফেব্রুয়ারি ১৪ খ্রিঃ
পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকা।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
মৌন পাঠক বলেছেন: না হয় হোক, তাতে প্রেমিকের কে এসে গেল,
ও বেচারা এমনিতেই খো গায়া।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
মুখের বুলিতে নারীর মন টলে না, নারী অনুভবে বুঝতে পারেন! নারী কথায় গলে শুধু কৃতজ্ঞতা জানাতে, আসলে নারীর মন তাতে থাকে না।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩
মৌন পাঠক বলেছেন: মুখাভিব্যক্তি বটে।
৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫২
মৌন পাঠক বলেছেন: আবেগের খেলা।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: বেশ তো!
আমরা যতই চাই না কেন, ঘড়ি চলা বন্ধ হয় না, নদীর স্রোতধারা এবং বায়ুপ্রবাহ কখনো বন্ধ হয় না।