নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রগ্রাহকঃ মৌন পাঠক
ঃ ঘুমাচ্ছ না?
ঃ চাঁদটা তাকিয়ে আছে,
ঘুম আসছে না।
* * *
বোকা চাঁদটা তাকিয়ে আছে
তোমার পানে
লজ্জায় তোমার ঘুম আসছে না
বেহায়া চাঁদটা অপলক নয়নে
দেখছে তোমায়
দেখছে তোমার রুপ-অপরুপ
পরম মুগ্ধতায়।
আমি চাঁদকে ও ঈর্ষা করি
সে কেন দখবে তোমায়?
সকাল ৯.৪০
০৩/০৯/০৭ খ্রিঃ
শোলক, বরিশাল।
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৫
মৌন পাঠক বলেছেন: হা হা হা হা।
ভাবছি শব্দটা বাদ পড়ায় আবার মামলা ঠুকে দেন কিনা
২| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭
শায়মা বলেছেন: কবিতাটা পড়ে আমার চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি গানটা মনে পড়েছিলো।
কিন্ত মন্তব্যে এসে আবারও হাসতে হাসতে মরলাম।
সাবধান সবাই কিন্তু সেই তুমির দিকে নজর দিচ্ছে ভাইয়া।
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৬
মৌন পাঠক বলেছেন: যেনা কিন্তু মারাত্মক পাপ!
মনে করিয়ে দিলাম আর কি
৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: ইর্ষা পরিহার করুণ। তাহলে জীবন আনন্দময় হবে।
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭
মৌন পাঠক বলেছেন: ঈর্ষার বস্তুই পরিহার করুন, জীবন পরমানন্দময় হবে।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৩
ইসিয়াক বলেছেন: মাঝে মাঝে ঈর্ষা করা ভালো।
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭
মৌন পাঠক বলেছেন: ফিলিং ঈর্ষাকাতর।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা লিখলেন
২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২০
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
টাইপো? আপনি কি চাঁদগাজী শব্দটা লিখার সময় গাজী শব্দটা বাদ পড়ে গেছে?