নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিং, ক্রিং, ক্রিং
ঃ হ্যাল্যো...আসসালামুয়ালাইকুম
খানিক (এক সমুদ্র) বিরতি
ঃওয়াআলাইকুম আসসালাম।
ঃ কেমন আছেন?
ঃ ভালো, তুমি?
ঃ এইত, আছি; ভালো আছি, তা কি ব্যাপার,
বেলা গড়াতে গড়াতে সন্ধ্যে পার
নেই যে কোন খবর!
ঃ তুমি অসুস্থ ছিলে, কেমন বোধ করছ?
ঃ সে খোজখবর রাখার কি বা দরকার?
ঃ খোজ নিতে গিয়ে
খোজ নেয়া হয়নি যে।
ঃ এ কেমন কথা আবার!
ঃ কথা হয়েছিল প্রাতে
দিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরতে
বেলা ফুরিয়ে গেলো যে
ভাবছিলাম কল দেব
হয়নি, তুমি ঘুমাচ্ছ ভেবে।
ঃ আমি ঘুমাইনি অবশ্য...
ঃ সে বুঝে উঠতে পারেনি, নির্বোধ এ বৎস্য
ঃ মাথাটা ঝিম ঝিম করছে,
ঃ বৃষ্টিতে ভেজার জন্যে?
ঃ তা নয়।
ঃ কি জন্য তবে?
ঃ কই, তুমিতো বললে না,
তোমার শরীর কেমন?
ঃ এইতো বললাম, ভাল।
ঃ কি হয়েছিল?
ঃ কিছুই না।
ঃ এই কথাটা বলা তোমার অভ্যেস হয়ে দাড়িয়েছে;
ঃ আপনি কি করছিলেন?
ঃ পড়াশোনা করছিলাম।
ঃ কল করলেন যে?
ঃ পড়তে পারছিলাম না।
ঃ কেন?
ঃ অনেক দূর থেকে তুমি বিরক্ত করছিলে।
ঃ আমি (সহাস্যে), কিভাবে?
ঃ সে তুমি বুঝবে না।
ঃ কল না করলেই পারেন।
ঃ কাটার আঘাতে যে বিষাক্ত রক্ত ঝড়ে যায়
কষ্টটা ও বেশ উপশমের কারণ হয়।
ঃ বেশ ভারী ভারী কথা বলছেন।
ঃ পাগলের প্রলাপ বকছি।
ঃ আজিকাল খুব ইচ্ছে হয় জানো
ঃ কি?
ঃ মন খুলে গাইতে
ঃ গাইলেই তো হয়।
ঃ সব গলায় কি আর সুর ওঠে!
ঃ শুরু করলেই তো পারেন
এত ভেবে কি হবে?
অনেক কথা হল
রাখতে যে হবে।
ঃ একটা কথা বলব?
ঃ বলেন।
ঃ ফিল ইউ।
ঃ (হাঃ হাঃ) কোথায়?
ঃ বুকের বা দিকে।
ঃ আচ্ছা!
ঃ রেখে দাও। লাভ ইউ।
ঃ কথাটা কি বিশ্বাস করব?
ঃ তুমিই ভালো জানো
তুমি যা করবে
সে তোমার মর্জিতেই
ঃ বিদায়, শুভরাত্রি।
রাত ১১.৪০
১৭/০৭/১২ খ্রিঃ
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০০
মৌন পাঠক বলেছেন: শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: আপনাকেও শুভ রাত্রি।