নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নিঃশ্বাসে অনেক ......
অনেক কথা
আকাশ থেকে চাঁদ
বাতাস থেকে ফুলের গ্নধ
আরও কত কি...
সব যোগ-বিয়োগের খেলা।
ওরা প্রত্যেকেই হয়তোবা
তোমাকে দিতে পারবে
প্রাচুর্যময় জীবন, বিপুল বিলাসিতা
হীরে হড়ানো গহনা
অঢেল টাকা পয়সার মালিকানা
সুখ দিতে পারবে কিনা
তা জানিনা.........।
আর আমি......
আমি দিতে পারি
তোমার মনের স্বাধীনতা
ছোট্ট কুড়ে
এক মধ্যবিত্ত জীবন
আর মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা।
তুমি আসবে কি?
ভালোবসাবে কি?
রাখবে কি আমার নিমন্ত্রন
আমি তোমায় দিতে পারি
এক মধ্যবিত্ত জীবন......।
২০/১২/০৬ খ্রিঃ
শোলক, বরিশাল
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫২
মৌন পাঠক বলেছেন: দুখঃবিলাসীর আহবান
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: মধ্যবিত্তরা সব সময় দুঃখী থাকে।