নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

তোমাকে বলতে চাই

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

তোমাকে বলতে চাই
ভালোবাসি......
কিন্তু, তার ও পূর্বে
তোমায় বলতে চাই আরও কিছু কথা...
যে কথা মনের গহীনে
ঐ নীরব নিস্তব্ধ শুন্যে
ভেসে বেড়ায় ইথার তরঙ্গের মত
কখনোবা মনের প্রবল বেগে
তরঙ্গসমূহ মেতে ওঠে এক আদিম গতিময়তায়
আর প্রতিফলিত হয় সুউচ্চ পাহাড়ের পাদদেশে।

তোমাকে জানাতে চাই
ভালোবাসি তোমায়......
কিন্তু, তার ও পূর্বে
আর ও কিছু জানানোর আছে......
যে জানানোর শুরু আছে মাত্র, শেষ নেই
হয়তো সে কথাগুলো আমি জানিনা বলেই।

ভোরের মিছিলে, হাতের প্ল্যাকার্ডে
লিখে যেতে চাই
ভালোবাসি তোমায়......
আমি নিজেও জানিনা, কেন লিখি, কি লিখি?
এই লেখাটি......
আমার ভেতর আমাকে বলে তাই।

তোমাকে বলতে চাই
ভালোবাসি..
বুকফাটা কানা আর গগনবিদারী আর্তনাদে
মুহুর্মুহু আওয়াজ আর সিংহের গর্জনে


১১/১৩ খ্রিঃ
পালা, শাহবাগ, ঢাকা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পুরো কবিতা কয়েকবার পড়লাম। অনেক শক্তিশালী শব্দের গাথুনির মাঝে 'জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন' বাক্যটা অনেক হালকা মনে হয়েছে। কিছু মনে করবেন না। আমি কোন সমালোচক নয়। আপনার কবিতার বাদ বাকি সবকিছু আমাকে নাড়া দিয়েছে। শেষের লাইন দুটো আগুন ছিল।!!

৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
আপনি মনে হয় ঠিকই বলেছেন।
যাক, পালটে দিলাম।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: এরকম একটা কবিতা আমিও অনেকদিন আগে লিখেছিলাম।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখছেন তো ভালোবাসি'র কত জোর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.