নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা ১

১০ ই জুন, ২০২২ সকাল ১০:২৬

ক্ষুধা ১

সময়ের সাথে রুটিনমাফিক বাড়ে,
প্রতিটা নিয়মের সাথে নিয়ম করে,
দুনিয়া জুড়ে যত অনিয়ম
তার অর্ধেকে পূর্ণ এ ধরাধাম
তবু হয়না সে নিয়মের ব্যতিক্রম!

প্রকৃতির ধরাবাধা নিয়মে
বেলায় বেলায় ডাক আসে
সকাল, দুপুর সন্ধ্যা - রাতে
কদাচিৎ সাঝরাতে - মাঝরাতে
শইল্লের নিয়মে শরীর ডাক পাড়ে।

প্রতিটা কোষ দেহের
সুতীব্র চিৎকারে ঘোষণা দেয়
অস্তিত্বের, অনাদর অবহেলার
তাদের অতি প্রয়োজনীয় চাহিদায়
স্নায়বিক তরঙ্গে হাইপোথ্যালামাস।

ধীর সময় কাটে, নিদারুন অপেক্ষাতে
ধীর সময় কাটে, নির্মম পরিশ্রমে
ধীর সময় কাটে, ক্লান্তি - অবসাদে
ধীর সময় কাটে, কাগজে-কলমে
ধীর সময় কাটে, দুর্বল অঙ্গুরিতে!

অতঃপর, প্রতিবেলায় দেহ জাগে
অতঃপর, স্বপ্ন জাগে প্রতিঘুমে
দুটো সাদা ডাল ভাতে
"খাইছো?" প্রশ্ন আসে,
"ক্ষুধা ই খাইয়া ফালাইছি!"

০৯/০৬/২২ খ্রিঃ
বৃহস্পতিরাত
মেহেন্দীগঞ্জ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ সকাল ১১:২৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৪৫

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

২| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: আপনার লেখা কবিতা পাঠ করলাম।

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৪৫

মৌন পাঠক বলেছেন: আমিন, ছুম্মা আমিন।

৩| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: সব কবিদের কি আজ ক্ষুধা লেগেছে?

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৪৬

মৌন পাঠক বলেছেন: সকল ক্ষুধাই নৈর্ব্যক্তিক।

৪| ১০ ই জুন, ২০২২ বিকাল ৩:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পাঠে মুগ্ধতা অনুভব করলাম।

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৪৬

মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জনাব।

৫| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৪৬

মৌন পাঠক বলেছেন: সার্থক আমার শ্রম।

শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.