নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

কামক্ষুধা ১

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সময়ের সাথে রুটিনমাফিক বাড়ে,
প্রতিটা নিয়মের সাথে নিয়ম করে,
দুনিয়া জুড়ে যত অনিয়ম
তার অর্ধেকে পুর্ণ এ ধরাধাম
তবু হয়না সে নিয়মের ব্যতিক্রম!

প্রকৃতির ধরাবাধা নিয়মে
বেলায় বেলায় ডাক আসে
সকাল, দুপুর সন্ধ্যা - রাতে
কদাচিৎ সাঝরাতে - মাঝরাতে
শইল্লের নিয়মে শরীর ডাক পাড়ে।

প্রতিটা কোষ দেহের
সুতীব্র চিৎকারে ঘোষণা দেয়
অস্তিত্বের, অনাদর অবহেলার
তাদের অতি প্রয়োজনীয় চাহিদায়
স্নায়বিক তরঙ্গে হাইপোথ্যালামাস!

ধীর সময় কাটে, নিদারুন অপেক্ষাতে
ধীর সময় কাটে, নির্মম পরিশ্রমে
ধীর সময় কাটে, ক্লান্তি - অবসাদে
ধীর সময় কাটে, কাগজে-কলমে
ধীর সময় কাটে, দুর্বল অঙ্গুরিতে!

অতঃপর, প্রতিবেলায় দেহ জাগে
অতঃপর, স্বপ্ন জাগে প্রতিঘুমে
দুটো দুধেল বুকেতে
"ভালোবাসো" প্রশ্ন আসে,
"প্রেম মোরে নিঃস্ব করেছে!"


০৯/০৬/২২ খ্রিঃ
বৃহস্পতিরাত
মেহেন্দীগঞ্জ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ রাত ৮:০৫

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৪৯

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়।

২| ১১ ই জুন, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৫৭

মৌন পাঠক বলেছেন: এটা আমার একধরণের এক্সপেরিমেন্ট বলতে পারেন;

আমার কয়েকটা অ-কবিতার ই দুইটা ভার্শন আছে, যার একটা আরেকটার ঠিক অপোজিট, বা পুরো ভিন্ন মতের প্রকাশ করে,
ঠিক এইটার মতঃ যেখানে ঠিক শেষ মুহূর্তে গিয়ে পুরো অর্থ, ভাষা, ধরণ, সব পালটে যায়।

এইটায় আমি এক ধরণের আনন্দ পাই, সৃষ্টির, ধ্বংসের।

এইটা আরেকটা বিষয় প্রকটভাবে প্রকাশ করে, মতের ভিন্নতা,
একটা বিষয়কে দেখার ভিন্ন দৃষ্টিভংগি, পবিত্র বোধ সত্তারে ভিন্ন ছাচে দেখা।

(যা বললাম, সব gibberish)।

ধন্যবাদ জানবেন, প্রিয়।

৩| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: প্রেমহীন কাম অপবিত্র; কামহীন প্রেম ব্রাত্য, ভ্রষ্ট।

২১ শে জুলাই, ২০২২ রাত ১১:০২

মৌন পাঠক বলেছেন: প্রেম ও কাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.