নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

অতিমানব ১

১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৮



খানিকটা বুঝতে শুরু করার পর থেকে প্রতিনিয়ত আত্মোন্নয়ের চিন্তা করি। আত্মোন্নয়নের প্রথম ও সর্বপ্রধান পদক্ষেপ হচ্ছেঃ নিজের ভুল খুজে বের করা। তাই নিজের ভুল খোজা শুরু করলাম।

নিজে কি আর নিজের ভুল ধরা যায়!

যায় না।

কি করা, উত্তম পুরুষ ভুল খুজে পেতে ব্যর্থ হওয়ায় মধ্যম পুরুষ ও নাম পুরুষের শরনাপন্ন হলাম।

তখনকার কথা বলছিঃ
যখন আমি আমার আম্মার নিকটঃ " অতীব আদরের ছেলে, লক্ষ্মী ছেলে, ওর মত ছেলেই হয় না। বংশের গর্ব।"

আব্বাঃ যমের মত ভয় পাই, তার সাথে কিছু বলার সাহসই নাই।

ভাই-বোনঃ " আদর্শ বড় ভাই, অনুসরনীয়, অনুকরনীয়। "

বন্ধু-বান্ধবঃ "অমায়িক, বন্ধুবৎসল, পরোপকারী, বন্ধু। "

প্রতিবেশীঃ "মাটির মানুষ, ঘরে ঘরে ওর মত ছেলের জন্ম হোক।"

প্রেমিকাঃ "ইস্মার্ট, রোমান্টিক, কবি, perfect পুরুষ (তখনও গোফ গজায় নি)।"

অতঃপর, বিবাহ করিলাম।

আজ এত্ত এত্ত ভুল দেখিয়া.....

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা নিজের দোষ দেখিনা।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪২

মৌন পাঠক বলেছেন: সে জন্যই সাধু বলেছেন, "বিয়ে কর, নচেৎ নিজেকে মহামানব মনে হবে, মানুষের জীবন আর যাপন করতে পারবে না!"

২| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০৬

কামাল৮০ বলেছেন: অন্যের ক্ষতি করবেন না।তার থেকে উত্তম মানুষ এই পৃথীবিতে নাই।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৫

মৌন পাঠক বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন, "বিয়ে করার মাধ্যমে অন্যের ক্ষতি করা হয়!"

হাহাহা

৩| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৮

জ্যাকেল বলেছেন: আরো আকার বেশি হওয়া ব্লগ জনতার দাবি।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৪

মৌন পাঠক বলেছেন: আলসের পুরস্কার দিলে আমাকে সেখানে অনারারি পুরস্কার দিতে হবে,

অনার বোর্ড এ নাম ও রাখতে হবে।

৪| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৬

নূর আলম হিরণ বলেছেন: নিজের ভুল নিজে বের করা কঠিন কিছু না। একটু ভাবলেই বের করতে পারবেন।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪০

মৌন পাঠক বলেছেন: এইটা স্যাটায়ার, ব্যক্তিগত জীবনের সাথে এর কোন ও সম্পর্ক নাই।

তবে যদি কারো ব্যক্তিগত জীবনের সাথে এর কিছু মিলে যায়, সেটা নেহায়েত কাকতালীয় অথবা সেই ব্যক্তির উচ্চমানের কল্পনা ক্ষমতার ই বহিপ্রকাশ, তার প্রতি শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.