নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

আজ শুক্রবার!

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫

এরশাদ করেছেন ইয়া নবিজী, তার উম্মতের শানে
তার যত ভাবনা, আর পেরেশানি, উম্মতের কল্যানে
বিন্দু বিন্দু করে রহমত জীবনের প্রতিটা পানে
বিছিয়ে রেখেছেন উম্মতের প্রতি দমে দমে
আশেক আর বিসমিল্লাহির রহমানির রাহিমে,
আজ শুক্রবার!

আজ শুক্রবার, আজ ঈদের দিন
তার লাগি, যে মুসলমান-মুমিন
এ রহমত আসে, ছয় রাত পর
বাইরে আসো ছেড়ে ঘর
তোমার আশেকের তর
আজ এ দিন মহান শক্রবার!

এ সংসার তোমার, এ জীবন
এ কর্ম তোমার, কর রঙীন
অতঃপর, খুজে নাও আশেকান
বিলাও তোমার অর্ঘ্য, শ্রদ্ধা ও সম্মান
তার প্রতি, যে তোমার পরওয়ারদেগার
আজ যে পবিত্র শুক্রবার!

আল্লাহপাক রব্বুল আলামিন
“জুমা" নামে সুরা করেছেন নাজিল
তার পবিত্র কিতাবুল কোরআনেঃ
বলেছেন, “হও তোমরা শামিল"
শুনবে "ডাক" যখনি আজানে
তার প্রতি কৃতজ্ঞতায় বারেবার
আজ জুম্মাবার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:২৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: দারুণ । এই টাইটেল দিয়ে আজকে আমিও একটি লেখা প্রকাশ করেছি আপনার পূর্বে ।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪২

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ, আপনার লেখাটা পড়েছি, ভালো লিখেছেন।

২| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুমার দিন সপ্তাহের সেরা দিন। এই দিনকে গরীবের হজের দিন বলে উল্লেখ করা হয়।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত, হুজুর(সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান, "জুম'আর দিন হল নিঃস্বদের জন্য হজ্জ্ব স্বরুপ।"
★ইমাম সৈয়ুতিঃআল- জামেউস সগীরঃ১/২৭২পৃঃ,হাদিসঃ৩৬৩৫
★ইমাম সাখাভীঃ মাকাসিদুল হাসানাঃ২০৭পৃঃ,হাদিসঃ৩৭০
বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
শুক্রবার গরীব মুমিন বান্দাদের জন্য হজ্জ্বের দিন

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৩

মৌন পাঠক বলেছেন: লেখার পূর্বে হাদীস কোরান নিয়ে বসেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.