নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১২.২৭
শুনশান নীরবতা, নিস্তব্ধতা।
খোলা জানালা আর
মৃদুমন্দ বাতাস আবেশ
রাত গভীর এর পথে
আমি একা, নৈশব্দের রাতে
নিস্তব্ধতার সাথে
পোকাদের ডাক
নিশি পোকা আর পাখিরা
ঝিম... ঝিম...
একনাগারে একঘেয়ে
ঘুম পাড়িয়ে দেয়
ঘুমালেই যে ভোর
নতুন সূর্য নতুন দোর
সেই সাথে সময়ের
সময় চুরি দিন দুপুর
ছিনতাই রাত্রি ভোর
আর এ কুহেলিকায়
এ মায়ায়...
এ রাত বড় বেশী নীরব
বাচ্চারা ঘুম বলে না
নব পরিনীতা ক্লান্ত বলে না
দিনের ক্লান্তি শেষে শ্রান্ত বলে না
না আজ কাল আমাবশ্যা
কৃত্রিম পাখা চলছে না
নাই অশ্লীল শিৎকার
প্রকৃতির রাত!
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১২:৫২
সাসুম বলেছেন: আপনার এই সব কবিতা আসলে অশ্লীল :/ কি সব শীৎকার , লাগালাগি নিয়ে আসছেন।
এইসব হারাম কবিতা থেকে আমাদের সবাইকে বেচে থাকার তৌফিক দান করুন মহান আল্লাহ। এসব হারাম ও পাপ শব্দ ইউজ করে কবিতা লিখে আমাদের ঈমান কে দুর্বল করবেন না।
আপ্নিও আলোর পোথে আসুন। ইনশাল্লাহ হেদায়েত প্রাপ্ত হবেন।