নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ অন্তর্ক্ষুধা।
সকাল থেকেই পেট মোচড়াচ্ছে, বুকও জ্বালা করছে, গ্যাসের সমস্যা বোধহয়!
পানি খেতেও সমস্যা হচ্ছে...
ভুলেই গেছি বা*, রাতে খাওয়া হয়নি, পয়সা ছিল না পকেটে।
বরাবরের মত ভোরে আসছি, লাইব্রেরিতে।
অনেকক্ষণ পড়াশোনা হলো, ক্লান্তি ভর করছে শরীরে, চোখের পাতা বন্ধ হয়ে আসছে, ঘুম পাচ্ছে।
মানিব্যাগ খুজে ৫ টা টাকা পাওয়া গেল।
যাক কিছু তো পাওয়া গেল; লাইব্রেরীর সামনেই শিংগারা বিক্রি করে, গরম!
পেটে ক্লান্তি, শরীরে খুধা, চোখের পাতা আধো খোলা, আর মাথা ভর্তি ঘুম নিয়ে এক পিস স্বপ্নের পথে...
ঃ মামা, শিংগারা দেন একটা।
দু পাশ থেকে দুই জন জরাজীর্ণ, রুগ্ন, বয়স্ক ভিক্ষুক এসে দাঁড়িয়ে, দুই হাত বাড়িয়ে, হাতে ১টা শিংগারা!
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২
মৌন পাঠক বলেছেন: লাইনে দাড়ান, আপনার পূর্বে আর ও ২ জন আছে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: সিংগাড়া আমার খুবই ফেভারিট।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৩
মৌন পাঠক বলেছেন: যাক, লাইনে দাড়ান, হাতে শিংগাড়া নিয়া অথবা শিংগাড়া ছাড়া
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহা বেচারা!
এক সিংগাড়া আর ক্ষুধার্ত মানুষ তিনজন!
কাকে রেখে কাকে দিবেন ক্ষুধা নিবারণের জন্য?
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪০
মৌন পাঠক বলেছেন: নিজে খেয়ে ফেলা ই ভালো!
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সময় নিষ্ঠুর হয় কখনো
ভালো লাগলো
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪০
মৌন পাঠক বলেছেন: জীবন তো আজীবন ই নিষ্ঠুর!
৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২১
নীলা(Nila) বলেছেন: আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আমাকে একটি কবিতা উপহার দিবেন, আমি কবিতার বিষয় উল্লেখ করে দিতাম
২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৯
মৌন পাঠক বলেছেন: আমি আপু না।
আর অর্ডার দিয়া লেখা হয় না।
ধন্যবাদ জানবেন
৬| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৬
নীলা(Nila) বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
উপহার হিসেবে চেয়ে নিতে চাইছি,,,,দিলে অনেক উপকৃত হতো, এবং কৃতজ্ঞতা স্বীকার এবং প্রকাশ করবো
১৭ ই জুন, ২০২৩ রাত ১:১৫
মৌন পাঠক বলেছেন: বিষয় বলে দেখুন, যদি কখনো আসে, চেষ্টা করে দেখি।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
ইমরোজ৭৫ বলেছেন: আপনার সিঙ্গারা দেখে আমার জ্বীবে জল এলো।