নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ অন্তর্সময়
হয় কি জানো?
সারাদিন খুব ব্যস্ত থাকি!
টিউশন দুইটা, সকাল সন্ধ্যা
সারাদিন ক্লাস, টেস্ট, এসাইনমেন্ট
পাইনে সময় খানিক
নিজের জন্য!
আসলে কি জানো,
২৪ ঘন্টা সময়, যথেষ্ট নয়।
হুম, বলেছ, ঠিক বিলকুল
ঘন্টা মেপে দিন চলা যায়
জীবন চলে না।
বল, কি আর করা,
সময়টারে ম্যানেজ করে চলা।
ঘন্টা ২৪ সময়,
এক দিনে ক্ষয়,
বাড়াতে হবে দিনের দৈর্ঘ্য
প্রস্থ সমহারে, ত্রিমাত্রিক মাত্রায়
সে কি করে বাড়াবে?
পাগলামো যত!
এক কাপ চায়ে আলাপ ঈশ্বরের সাথে
থাকবে প্রস্তাব বিবিধ, আড্ডা গল্পতে
সময় করে প্রস্তাব দেব সময় বাড়াতে
আচ্ছা, আচ্ছা, যদি রাজি না হোন?
না হোক রাজি, কিংবা সহমত
তবু বার্গেন হবে তোমার তরে
ভেবোনা, এই কথাটা তোমার একার
এই কথাটা বলে, স্বত্ত্ব যদিও তোমার
খোদার তরে বার্গেন হবে সময় বাড়াবার।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।