নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

কামলা চরিত ৩: বিস্কুট!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪০

চিত্রঃ অন্তর্বয়াম

মামা, কাজীপাড়া যাবো, নিবা!

১ টা দুটো করে ৮ টা বাস চলে গেল, কোন বাসেরই আমাকে না নিয়া যাবার কোনও কারণ থাকতে পারে কি?
না, পারে না।
লোকাল বাস, এদের কাজই যাত্রী পরিবহন করা, যতটা বেশী পারে, দ্বিগুন, তিনগুন!

স্থান, শাহবাগ মোড়, পূবালী ব্যাংকের সামনে, রাত ৯ টা বেজে ৪৭ মিনিট, মোড়ে বসানো ইলেক্ট্রিক ঘড়িতে দেখানো সময়, সেকেন্ড এর ঘর নাই, বাজেট বাচানোর আপ্রান চেষ্টা বটে।

৯ম বাসের হেল্পারকে অতি সংকোচ এ জিজ্ঞেস করলাম, মামা, কাজীপাড়া যাবো, নিবা? ভাড়া নাই...
: লোকজন ভাড়া না দিয়া ই যায়, আপনে তো কইছেন, নাই, চলেন।

বাসের হেল্পারদের আমি কখনোই খারাপ বলি না, বলতে পারি না, তারা আজ পর্যন্ত কখনোই আমারে ফিরায় নাই, ভবিষ্যতে ও ফিরায় নাই।

সারাদিন কামলা খাটলাম, লাইব্রেরীতে, ভাবছেন লাইব্রেরিয়ান? না, আমি পাঠক, সিরিয়াস রকমের পাঠক, পাঠ্যবই যার ঘোর শত্রু, সে পাঠ্যবইরে আজ ভালবাসিলাম, আপন করিলাম।

ভোর ৮ টা থেকে সারাদিন, ননস্টপ!
উট পাখি হয়ে মাথাটা বালুর পরিবর্তে বইয়ের মাঝে গুজে রই...

সারাদিন গেল, দু কাপ চায়ে, এক সিনিয়র ভাই আসেন, একই টেবিলে বসি, তার অফার করা দু কাপ চা!
চায়ের সাথে অন্য কিছু নিতে লাজ চাপে, যদি "বিল দিতে হিবে" এরকম পরিস্থিতি তৈরি হয়!

কালো কালো অক্ষর আর ফ্রি পানি ছাড়া কিছু পড়েনি পেটে, তাই ও বিদ্রোহ করছে, এই খানটায় আমি সৎ, প্রচন্ড সৎ, সাহসের অভাবে, সুযোগের অভাবে।

বাস থেকে নামলাম, বাসা কাছেই, বেশী দূরে না।

পথে চা'র দোকান পড়ে, ঢু মেরে দেখি, যাবার বেলায়, প্রতিটা বিস্কুট ২ টাকা মাত্র!

দোকানে ঢুকলাম, বিস্কুটের বয়াম নিলাম, অত:পর তুলে নিলাম ১ পিস বিস্কুট।

পকেটে কিচ্ছু নাই, কোনও পকেটে ই নাই, মানিব্যাগ এ ও নাই,
মধ্যাকর্ষন শক্তির প্রবল বেগে বিস্কুটখানা ফিরে গেল বয়াম এ...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২

সামরিন হক বলেছেন: শুভ কামনা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

মৌন পাঠক বলেছেন: শুভ কামনা তার জন্য।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একসময় রাতের মিল বন্ধ রাখতে বলতাম মেসে;
এখনো মাঝে মাঝে উপোস দেই রাতে, রাগ আর
অভিমানে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

মৌন পাঠক বলেছেন: আপনার, আমার ও আমাদের গল্পটা ই "কামলা চরিত" শিরোনামে লিখছি, বোধকরি।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ঝলসানো চাঁদ যেনো এক টুকরো রুটি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৯

মৌন পাঠক বলেছেন: ভ্রম হয়, লোকেরা উহারে দৃষ্টিভ্রম কয়,
ক্ষুধায় মাতাল!

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮

নাহল তরকারি বলেছেন: ০১। ফাকা পকেটের জ্বালা আমি বুঝি।
০২। আপনি আমার মত। বাসের স্টাফের সাথে খারাপ ব্যাবহার করেন না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩১

মৌন পাঠক বলেছেন: আমরা আমাদের মত, আপনারা আপনাদের মত, তারা তাদের মত।

কারো সাথে ই সে খারাপ ব্যবহার করে না।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৩

শেরজা তপন বলেছেন: অনেকেরই এমন সময় যায়! কষ্টের কথা শুনে কষ্ট পাবারই কথা- তাই পেলাম!


*চিত্রঃ অন্তর্বয়াম- এ টার অর্থ কি?

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২

মৌন পাঠক বলেছেন: "কামলা চরিত" সিরিজ নামে কিছু গল্প লিখছি, ওতে যে ছবি দিচ্ছি, সেগুলো নেট থেকে সংগ্রহ করা, ইন্টারনেট থেকে সংগ্রহ করা বুঝাতে অন্তর্বয়াম, অন্তর্ক্ষুধা ও অন্তর্সময় নাম দিয়েছি, প্রসংগ অনুসারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.