নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

জেনো, আমি নেই!

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

কোনও এক কাক ডাকা ভোরে
ঘুম থেকে জেগে, দেখো যদি
"আমি নেই!"
ক্ষমা করে দিও।

কোনও এক শুভ্র সকাল
একলা সকাল, তোমার বিছানায়
দেখো, "আমি নেই!"
ভেবে নিও, "হারিয়ে গিয়েছি অজানায়!"

চোখ মেলে তাকাও ডানে
কিংবা বামে ঘুমের পরে
দেখো "আমি নেই!"
জেনো, আমি নেই।

যদি না পাও কন্যেদের সাথে
তাদের ঘরে, তাদের মাঝে
জেনো হারিয়ে গিয়েছি
হারিয়ে গিয়েছি ভুলের পথে
ক্ষমা করে দিও!

কোনও এক অস্বাভাবিক আমি
যে রাতে, তোমাদের তরে
আনন্দমুখর সময় পরে
নিরব আমি,
দেখো "আমি নেই!"
ক্ষমা করে দিও!

জেনে রেখো,
যেখানেই থাকি
যেভাবেই থাকি
যতদূরেই থাকি
তোমরা থাকবে আমাতে
ক্ষমা করে দিও!

জেনো, আমি নেই!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: সবখানে 'আমি নেই', শুধু প্রথম স্তবকের তৃতীয় লাইনে 'আমি নাই'। এই 'নাই'টাকেও নেই করে দিয়েন। এ ছাড়া কবিতা আবেদনময় হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১১

মৌন পাঠক বলেছেন: ঠিক করে দিয়েছি।

ধন্যবাদ জানবেন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ কবিতা ♥️

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১২

মৌন পাঠক বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.