নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রঃ এ আই ইমেজ
আর্লি রাইজার ছিলাম, কোনও এক প্রাগৈতিহাসিক কালে।
অতঃপর, কালের বিবর্তনে ভোরের পাখি রাতের পাখি হয়ে গেল।
এর পেছনে দায় অনেকের, অনেক কিছুর,সব থেকে বড় দায় "অনাগত অনিশ্চিত ভবিষ্যৎ!" এর।
তেমনি কোনও ভোরে, যখন ভোরের পাখি ছিলাম, আর সেই অনাগত অনিশ্চিত ভবিষ্যৎ যাত্রার পথে কান পাতলেই শুনতে পেতামঃ আরও কয়েকটা ভাবি সহযাত্রী
তার স্বরে চেচাচ্ছে, "অ, আ, ই, ঈ" আবার, "আম পাতা জোড়া জোড়া", "বাশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ"।
সাথে কখনো বা ওদের বাবা মায়ের ধমক, আদর সোহাগ মেশানো।
আর ঘুরে ফিরে চলে আসে শৈশবের সেই দিনগুলো, একে একে, চলতি রাস্তাটা যেন ফিল্মের রিল!
হঠাৎ এক সকালে সে পথে কোরান তেলাওয়াত, করুন সুরে, দু-তিন রমনীর বিলাপ, বিষাদ-বিরহ-দুখঃবোধ আর আর ক্লান্তিভরা।
বাচ্চারা ও আজ স্তব্ধ, কিছুই বুঝতে পারছে না ঠিক!
আজ পড়তে হচ্ছে না বলে আনন্দ হওয়ার কথা, সে হচ্ছে না, আগর আর গোলাপ জলের ভারী গন্ধে বাড়ি যেন পুত-পবিত্র।
সেই " অনাগত অনিশ্চিত ভবিষ্যৎ" যেন দরজায় দাঁড়িয়ে, তারই জন্য এতসব আয়োজন!
২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮
শেরজা তপন বলেছেন: দয়া করে বলবেন, এইটা কি কবিতা?
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
মৌন পাঠক বলেছেন: জানিনা কবিতা কিনা।
আপনারা ই না হয় বলে দিন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
মৌন পাঠক বলেছেন: কিছুই না, একদম ই কিছু না।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭
অধীতি বলেছেন: জন্ম থেকে মৃত্যুর একটি সারমর্ম।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
মৌন পাঠক বলেছেন: তাই তো,
আগে খেয়াল করিনি।
ধন্যবাদ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২১
শেরজা তপন বলেছেন: আমি শতভাগ গদ্য লেখক।
লেখার স্টাইলে মনে হচ্ছিল কবিতা -তাই প্রশ্ন করা। আমার সীমিত জ্ঞানের মধ্যে এটা বিবেচনা করার উপায় নেই।
৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
মৌন পাঠক বলেছেন: আমার দুর্বলতা, আমি গদ্যকার নই, লিখতেই পারি না মনে হয়।
গতরাতে ১ টা লেখা পোস্ট করেছি,
যেটা লিখতে বসছিলাম, মাথায় গল্পের প্লট নিয়া,
লেখা শেষ হল, দেখি ওটা কবিতার মত হয়ে গেছে।
আমার মনে হয়, আপনার বিচার করার সক্ষমতা আছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫০
হাসান জামাল গোলাপ বলেছেন: কাজলা দিদি আমাদের সময়ে স্কুলে পড়ানো হতো, গলা ধরে আসতো কবিতা পড়তে, আরো ছিলো জসিম উদ্দিনের এইখানে তোর দাদীর কবর।