নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রঃ এ আই NIGHTCAFE
ক্লান্ত হাসিতে তোমার ঠোটে খেলে "শুভ সন্ধ্যা"
"শুভ সকাল" ডাকে আমার, তুমি সাজো আন্ধা
দিনের শেষ যেখানে তোমার, রবির অস্তে
রাতের শুরু আমার, হেথায় একই সূর্যাস্তে
যে দিন শুরুর কথা ছিল তোমাতে আমাতে
সময়ের সংগমে আমরা, যদিও বা একি পথে
দেখা হয় বা কভু, কদাচিৎ পথের বিপরীতে
হই না মুখোমুখি, খোদার অদৃশ্য ইশারাতে
সে এক রাতে, কাটিয়ে সময় স্বজনের লগে
রাত্রি যাপনে, তোমাদের শখের রাত্রি জাগে
ঘুরে দেখো এ শহর, চা আড্ডা আর সিগ্রেট
ভাবছ বড় ফেলছ জেনে, দ্বীন দুনিয়ার সিক্রেট
নাম দিচ্ছ নিজেই নিজেকে "রাতের পাখি"
তুমি এখানে বড্ড চেনা, তোমায় রাখি
খুব নজরে, আয়োজনে হে অতিথি পাখি।
নিন্দে কর, মন্দ বলো, এড়িয়ে থাকো,
একি পথে চলেও, আবার পথ বাকো
তবু এসো ঘুরে ফিরে হারায়ে, আন্ধারে
দুইন্যা উদার অতি, ফিরায় না কাউরে
নির্মম নিষ্ঠুরতায় নেয় আপন করে
যেমনি ভাবে গ্রাস করে কৃষ্ণবিবরে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জানবেন জনাব
২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩
নূর আলম হিরণ বলেছেন: ভালো লাগলো পড়ে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: এটি অবশ্যই একটা অতি চমৎকার কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
মৌন পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর