নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যের পরে তুমি এখানে!
কি করছে সোনা?
কলমের জন্য, বা খাতা?
মশার কয়েল ও হইতে পারে
কিংবা টিপ এক পাতা
ছোট্ট বাবুটার জন্য ললিপপ
দাদুর জন্য চা মুড়ি
চার আনার পান সুপারি
মায়ের জন্য কিছুই না
না না, মায়ের কথায়ই সব
মায়ের জন্যই তো সব!
আমার ও তো ছিল, এমনতর শৈশব
এমন সান্ধ্যঘন
আগমনী কৈশোর
চির ভোর
দুর্দান্ত যৌবন
অনলভরা মধ্য গগন
আর এখানে বসা ছিলাম আমি
আজও আছি
সেদিনও ছিলাম
তোমাকেও দেখছিলাম
যেমনি আমাকে
আমি!
তোমাকে
তুমি!
৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬
মৌন পাঠক বলেছেন: আমিও
২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। স্মৃতি রোমন্থন কবিতা
৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০০
মৌন পাঠক বলেছেন: জ্বী, ধন্যবাদ জানবেন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: আপনি কি জ্বালাময়ী ও তেজী কবিতা লিখতে পারবেন?
৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০১
মৌন পাঠক বলেছেন: জানিন, পারতে পারি।
তবে ভেতরের আগুনটাকে উগড়ে দেয়া ঠিক হবে কিনা, সেটা ই প্রশ্ন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: পড়লাম।