নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় রেখেছিলাম, আস্থা এক সমুদ্দুর
পাহাড় সম ঢেউয়ে ভাসায়ে দিলে দূর বহুদূর
খাবি খাচ্ছে যখন, ফেনিল নীলে, বুকের হাপর
অক্সিজেনের অভাবে বিস্ফোরিত বুকের পাজর
নোনা জল, মিশে যাচ্ছে জলে, হৃদয় কাতর
তোমায় রেখেছিলাম, পাহাড় -আস্থা অবিচল
ভূমিকম্প দিলে তুমি, সে ভূমি করে সমতল
চূর্ণ হচ্ছি যখন, অবয়ব, গ্রাস করছে যেন জল
চিৎকার করে কচ্ছি "আহ! কতটা দূরে সে তল"
হারায়ে যাচ্ছি, যাচ্ছে অস্তিত্ব আমা, সুদূর অতল
বিশ্বাস ছিল তোমায়, যেমন করে স্থির আকাশ
তার নিজের প্রতি, সাজায় যেমন ঝড়ো বাতাস
যখন নিমগ্ন কালো মেঘে আকন্ঠ, জীবন হতাশ
মেটেনিকো জীবন, যৌবন আমা, যাপনের আশ
বাহান্ন তাসের চূড়ান্ত খেলা, ও শেষ খেলার তাস
সে জলে পাহাড়, আসবে মনসা, আর ঝড়,
নীল আকাশ ভেদে নীল আলো কর্কট আর
বজ্রপাত হয়ে আসে, আফ্রোদিতির তীর তার
খেলার ছলে আর তোমার প্রহর অপেক্ষার
অবাক বিস্ময় স্বয়ং তুমিই তুরুপের তাস খেলার
বান্ধব, মনে রাইখো, মোরে, মোর এ অবয়ব
যেখানেই যাও, যেথায় থাকো, হও তুমি শব
না ছাড়ব তোমায়, ছেড়ে কথা নাহি কব
চোখে রাইখা চোখ, হিসাব কড়ায়গন্ডায় সব
এ ওয়াদা আমার, কসম তোমার হে রব
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
মৌন পাঠক বলেছেন: কঠিনেরে বাসিলাম মন্দ!
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সুন্দর। কবিতা আসলে আবেগের খেলা।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ
হুম আবেগ!
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই একজন কে নিয়ে একটা কবিতা লিখতে চাই। ছন্দ মিলাতে পারিনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
মৌন পাঠক বলেছেন: ভাই, লেখা শুরু করেন, হয়ে যাবে।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০০
নীলা(Nila) বলেছেন: কবিতা পড়ে খুব ভালো লেগেছে...
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮
মৌন পাঠক বলেছেন: জেনে ভালো লাগলো
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭
চারাগাছ বলেছেন:
বেশ কিছুদিন নিয়মিত কবিতা পড়ছি।
আপনার কবিতা ভালো লেগেছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৮
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৮
চারাগাছ বলেছেন: কবিতা বিষয়ক সামান্য অনুভূতির প্রকাশ করেছি
ব্লগে কবিতা পড়তে ভালোই লাগে....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
মৌন পাঠক বলেছেন: কবিতা পড়ছেন, এইটা জেনে খুবই ভালো লাগছে,
আজকাল ক'জনই বা কবিতা পড়ে।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কঠিন কবিতা